| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতি সাধারণ
ব্লগার নং ৭৭৯৭১ ! সবগুলাই বেজোড় অংক ! অবাক কাণ্ড!! মাস্টার্স। ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার এ ব্লগের কোন লেখা বা পোস্ট আমার অনুমতি ছাড়া যেকোনো ধরনের ব্যাবহার বা প্রকাশ নিষেধ ।
![]()
![]()
এতোরকম এতো ডিজাইনের মিষ্টি, কেক, বিস্কিট!! সবাই মনে মনে bake করে খাইয়া নেন।
১। ![]()
২।
![]()
৩।
![]()
৪।
![]()
৫। বিস্কিট আর চকোলেট দিয়ে বানানো বাড়ি।
![]()
৬।
![]()
৭।
![]()
৮।
![]()
৯। এই বিস্কিটগুলো আমার unknown হবু বউ এর জন্য !!
![]()
১০। অসাধারণ কাপ কেক। কিছুদিন আগে আমার এক ছাত্রীর জন্মদিনে এইরকম কেক খাইছিলাম। কেক এর মধ্যে গোলাপ ফুল ও আছে!
![]()
১১। গার্লফ্রেন্ড এর জন্য অনন্য গিফট।
![]()
১২। চকোলেট কেক
![]()
১৩। ![]()
১৪।
![]()
১৫।
![]()
১৬। গাজরের হালুয়া ... আমার ফেভারিট । তিন দিন আগে সকালের নাস্তায় খাইছি।
![]()
১৭।
![]()
১৮।
![]()
১৯।
![]()
২০।
![]()
২১।
![]()
২২। আমার দেশি মিষ্টি !!
![]()
২৩।
![]()
২৪।
![]()
২৫।
![]()
২৬।
![]()
২৭। ভিতরে নারিকেল, বাহিরে চিনি।
![]()
২৮। অবশেষে আমার প্রিয় একটি জিনিস “জিলাপি” দিয়ে শেষ করলাম।
![]()
প্রত্যেকটি ছবি ওয়েবসাইট থেকে সংগৃহীত। কেমন লাগলো জানাবেন। ছবির আইটেমগুলোর নাম দিতে পারলে আরও ভাল হত কিন্তু এত সুন্দর সুন্দর ছবি দেইখা নামের কথা ভুলে গেছি ।
আমার আজকে হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করল। মিষ্টি খেয়ে এসে ভাবলাম মিষ্টি জাতীয় জিনিস নিয়ে একটা পোস্ট দেই, এজন্যই এক ঘণ্টা ধরে এতো কষ্ট। আমি জানি এই পোস্ট কোন মহিলা ব্লগার দিলে নিশ্চিত হিট হইত কিন্তু যেহেতু আমি ছেলে তাই আমার পাওয়ার কিছু নাই আর হারানোর ও কিছু নাই।
সবাইকে শুভেচ্ছা।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৫
আমি অতি সাধারণ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
কালকে বিকেলে খেলাম ‘তেলের পিঠা’। ইশ কেন যে ছবি তুললাম না!!
২|
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৩
মদন বলেছেন: শেষের কিন্তু জিলাপি নয়, আমার জানায় ভুল না হলে এটিকে বলে আমিত্তি বা অমৃতি। ![]()
০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২১
আমি অতি সাধারণ বলেছেন: আসলে জিলাপি বললে সবাই চিনবে তাই বলছিলাম... তবে এটাকে আমিত্রি বলে এটা ঠিক ,আমিও জানতাম। । ঠিক এই কালারের আমিত্রি খেয়েছি ইন্ডিয়ার চেন্নাইতে ... দারুন মজা... প্রতি পিস ৮ রুপি করে। চরম টেস্ট।
আপনাকে অনেক ধন্যবাদ!!
৩|
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৩
খন্দকার আরাফাত বলেছেন: দেখে পেট ভরে গেছে । ভালো লাগল +++
০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪
আমি অতি সাধারণ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
৪|
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৬
মোঃ আনারুল ইসলাম বলেছেন: মামু আমি সব খামু , না না হপে না এখনই খামু।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৬
আমি অতি সাধারণ বলেছেন: অফকোর্স ! অবশ্যই! খানা সামনে নিয়ে কথা বলতে নাই... বিসমিল্লাহ বলে শুরু করেন।
৫|
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৫
সুমন কর বলেছেন: ফাউ জিনিস আমার হজম হয় না!!
০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩
আমি অতি সাধারণ বলেছেন: হায় হায় ! কস্কি মমিন!!
খাওয়ার পর এক বোতল ইনো / ENO (Made in Dholaikhal) খাইয়া নিবেন, সব হজম হয়ে যাবে। কারন ইনো দেয় ঝটপটারাম!!
ধন্যবাদ।
৬|
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫০
বেকার সব ০০৭ বলেছেন: আপনার পোস্ট দেখে জিবে জল এসে গেল
এই পোস্ট কোন মহিলা ব্লগার দিলে নিশ্চিত হিট হইত= সহমত
০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪
আমি অতি সাধারণ বলেছেন: অনেক ধন্যবাদ। যেহেতু, খাওয়া যাচ্ছে না কাজেই দেখাতেই সুখ। আফসোস!
কি আর বলমু, হিটবিহীন ব্লগ আর মিষ্টিবিহীন জীবন একই কথা! ডাবল আফসোস !!
৭|
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৬
লজিক মানুষ বলেছেন: মিষ্টি খাওয়া মানা
০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৭
আমি অতি সাধারণ বলেছেন: আহ হা! এটা আপনি কি শুনাইলেন! আফসোস আফসুস !!!
এই আফসুসে কয়েকটা মিষ্টি খেয়ে ফেলেন (বাজারে ক্যালোরি/ চিনি বিহীন মিষ্টি পাওয়া যায়)।
শুভ কামনা থাকল ! ধন্যবাদ।
৮|
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৭
মামুন রশিদ বলেছেন: মিষ্টির লুপ হোলে আটকে পড়েছি যেন । ![]()
মিষ্টিময় পোস্টে ভালোলাগা ।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৫
আমি অতি সাধারণ বলেছেন: অনেক ধন্যবাদ। নেন জিলাপি খান। গুঁড়ের জিলাপি! 
http://i.imgur.com/uYwikLV.jpg
৯|
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২১
মনিরা সুলতানা বলেছেন: ২০ নাম্বার তো ঝাল চিংড়ি ভাজা সাথে সস .........
তবে এত মিষ্টির মাঝে ওইটাই মজা লাগছে
পোস্ট এ ++++++
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৯
আমি অতি সাধারণ বলেছেন: আপনি
আসলে
মানুষ
না ...............
.............. মানবী
with Eagle Eyes!!
মনে হচ্ছে আপনি ভালো রাঁধুনিও। এখন আমারে দাওয়াত দিন।
কপি করার সময় চিংড়িটা খেয়াল করিনি, এমন ভাবে ডেকোরেশন করছে দেখছেন কারবারটা!!
আপনাকে অনেক ধন্যবাদ।
এ উপলক্ষে মিষ্টি অর্থাৎ স্পেশাল জিলাপি খান ...
http://i.imgur.com/PWNYsxp.jpg
[URL=http://imgur.com/PWNYsxp][IMG]http://i.imgur.com/PWNYsxp.jpg[/IMG][/URL]
১০|
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৯
ধূর্ত উঁই বলেছেন: লোভ জাগানিয়া পোস্ট । লোভ লাগলো +
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩২
আমি অতি সাধারণ বলেছেন: অনেক ধন্যবাদ।
মিষ্টি খান, জীবনকে মিষ্টি করুন। +
১১|
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৩
তামিম ইবনে আমান বলেছেন: মিস্টি খাইতে মুঞ্চাইতাসে, একারনে মাইনাস।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৬
আমি অতি সাধারণ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। নেন আমিও একটা মাইনাচ দেই, দুইটা মিলে সিস্টেম অনুযায়ী প্লাস হওয়ার কথা।
১২|
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৪
শরৎ চৌধুরী বলেছেন: পুরাই ডায়াবেটিক হয়া গেলাম।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৭
আমি অতি সাধারণ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
আমার পরিচিত এমবিবিএস ডাক্তার আছে!!
ভাল থাকুন।
১৩|
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫১
বশর সিদ্দিকী বলেছেন: খারান ফ্রিজটা একবার চেক কইরা আহি।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৩
আমি অতি সাধারণ বলেছেন: তাড়াতাড়ি গিয়ে দেখেন কিছু আছে , নাকি সব ভূতে খাইয়া ফেললো!!
অনেক ধন্যবাদ !!
১৪|
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আপনে এত্তোগুলা ছুইট!
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৮
আমি অতি সাধারণ বলেছেন: আপনাকে এত্তগুলা মিষ্টিসহ ধন্যবাদ !!!
ভাল থাকবেন।
ইশ !
:!> :!> এই কথাগুলো যদি আমার হবু unknown বউ আমাকে বলত, তাহলে এখনি আপনাদের সবাইরে মিষ্টি খাওয়াইতাম!!
আফসুস!!
১৫|
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪১
এম মশিউর বলেছেন: আজ আমার জন্মদিন! তাই আপনার এই মিষ্টিগুলো আমার জন্মদিন উপলক্ষে সকল ব্লগারদের মাঝে ছড়িয়ে দিন।
এর থেকে আপনিও কিছু নিয়েন।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫২
আমি অতি সাধারণ বলেছেন: শুভ শুভ জন্মদিন।
এখন আমারে মিষ্টি দিন!!
অনেক অভিনন্দন। ভাল থাকুন।
১৬|
০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: খাইলাম! আহ্ কী স্বাদ! কত্ত দিন পর খাইলাম!
১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
আমি অতি সাধারণ বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
১৭|
০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২১
বৃশ্চিক রাজ বলেছেন:
নাহ ! ডাক্তার মিষ্টি খেতে বারণ করেন নি। ভালই হল।
মিষ্টিময় লাইক দিলাম পোষ্টে।
১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
আমি অতি সাধারণ বলেছেন: আপনাকে খাঁটি গুঁড় মেশানো ধন্যবাদ। ভাল থাকবেন।
১৮|
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
মঈনউদ্দিন শুভ বলেছেন: খুদা লাইগা গেল
১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
আমি অতি সাধারণ বলেছেন: মনে মনে খাইয়া ফেলেন।
অনেক ধন্যবাদ !!
১৯|
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৫
নীল ভোমরা বলেছেন: ডায়াবেটিক পেশেন্টদের জন্য এই পোস্ট নয়....মাইনাস (!)....
১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
আমি অতি সাধারণ বলেছেন: হায় হায় !!! বলেন কি! এই পোস্ট সবার চক্ষের তৃষ্ণা মেটানোর জন্য। ডায়াবেটিস রোগীরা শুগারফ্রি মিষ্টি দিয়ে খাইয়া ফেলেন।
ভাই, শীতকালে মাইনাচ দিলে ব্যথা লাগে। প্লাস দেয়ার জন্য বিনীত নিবেদন জানাচ্ছি।
২০|
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৪
দি সুফি বলেছেন: 
১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
আমি অতি সাধারণ বলেছেন: মিষ্টি মিষ্টি !! মিষ্টি জাতীয় মিষ্টি।
আপনার কাছে প্রশ্নঃ কমেন্টএ কিভাবে ছবি যোগ করতে হয় বলেন না!! আমি ট্রাই করছিলাম। আফসুস!
অনেক অনেক ধন্যবাদ। শীতের ভাপা পিঠার শুভেচ্ছা সহ !
২১|
১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
তাসজিদ বলেছেন: ক্ষেতে মন চায়
১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
আমি অতি সাধারণ বলেছেন: খেয়ে ফেলুন। এরপর টেস্ট কেমন হল জানান।
অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
২২|
১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
অদ্বিতীয়া আমি বলেছেন: আমার তো দেখে ই অশান্তি লাগছে , বাসায় তো কোন মিষ্টি নাই
খুব খারাপ , খুব, পোস্টে মাইনাস
১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১২
আমি অতি সাধারণ বলেছেন: শান্তি ! শান্তি!
প্লিজ প্লিজ ! অন্তত মাইনাচ দিয়েন না, এতো শীতের মধ্যে মাইনাচ দেয়া ভাল না। আজকে কিন্তু বিশ্ব মানবাধিকার দিবস। আপনার ঘরে নিশ্চয়ই বাবা/ ভাই আছে, তাদের কথা চিন্তা করে মাইনাচ withdraw করুন প্লিজ। আর আমারে দাওয়াত দেন মিষ্টির নিয়ে আসতেছি।
২৩|
১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০০
দি সুফি বলেছেন: আপনার জন্য উত্তরঃ এভাবে লিখুন -->
[ img | image-link ] (কোন স্পেস দিবেন না)
যেমনঃ [ img | Click This Link ]
স্পেস মুছে দিলেই হয়ে গেলঃ ![]()
১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৯
আমি অতি সাধারণ বলেছেন: অনেক ধন্যবাদ । দেখি তো হয় কিনা –
সমস্যাঃ লিংক ত “জবাব” এর মধ্যে আসে না, “কমেন্ট” এর মধ্যে চলে যায়। হচ্ছে না।
নেন নরমাল পদ্ধতিতেই আপনার জন্য ভাপা পিঠা দিলাম, গরম গরম খেয়ে নেন !
[http://i.imgur.com/zp2n5fK.jpg
২৪|
১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৪
আমি অতি সাধারণ বলেছেন: ধ্যাত!
[ img | [link|[URL=http://imgur.com/zp2n5fK][IMG]http://i.imgur.com/zp2n5fK.jpg[/IMG][/URL]|View this link] ]
২৫|
১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৩
নূর আদনান বলেছেন: ভাই আপনি এই কাম ক্যান করলেন? ক্যান এখন তো আমার এত্তগুলা মিষ্টি খাইতে ইচ্ছে করতেছে। জিভে যে কি পরিমান পানি আসতেছে তা আর নাই কইলাম..
মনে চাইতেছে এহনি মিষ্টির দোকানে দৌড় দিই...
১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
আমি অতি সাধারণ বলেছেন: আপনার পানির বন্যায় দেশের সব অন্যায় ভেসে যেত যদি!!
দেন দেন... চোখ-মুখ বন্ধ করে দৌড় দেন...
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
আফসুস। Damn Man Damn!! What have you done?!!
২৬|
১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৫
অদ্বিতীয়া আমি বলেছেন: যান উইথড্র করলাম
আম্মু বাইরে থেকে ক্যাডবেরি নিয়ে আসছে
১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১
আমি অতি সাধারণ বলেছেন: আপনার এই অসাধারণ কীর্তি জাতি যুগযুগধরে মনে রাখবে। এর পুরুস্কারস্বরূপ বাংলা নোবেল কমিটি কর্তৃক আপনাকে
নোবেল
পুরুস্কারে ভূষিত করা হল... এবার চকোলেট খাওয়ান... মিষ্টি না ই দিলেন!!
এই নেন নোবেলঃ http://i.imgur.com/E4MgmLt.jpg
২৭|
১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২০
গোকুল নাগ বলেছেন: খাইতে মন চায়
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লাগল, আমার মিষ্টি অনেক পছন্দ।