নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিয়েল

শান্ত অথচ বজ্র-দীপ্ত

শান্ত অথচ বজ্র-দীপ্ত › বিস্তারিত পোস্টঃ

আবারও লাশের মিছিল

২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৬

ঢাকা: সাভার বাজার বাসস্ট্যান্ডের কাছে রানা প্লাজা নামের একটি আটতলা ভবন ধসে পড়েছে। এতে এ পর্যন্ত পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ভবনের ভেতরে কয়েক হাজার শ্রমিক আটকা পড়েছেন। বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।



বুধবার সকাল পৌনে ৯টায় এ দুর্ঘটনায় বহু লোক আটকে পড়ার পর স্থানীয় ও পোশাকশ্রমিকরা তাদের উদ্ধারে তৎপরতা শুরু করেছে।



বহুতল ভবনটিতে বেশ কয়েকটি পোশাক কারখানা, নিচতলা-দোতলায় মার্কেট।



জানা গেছে, মঙ্গলবারই ভবনটিতে ফাটল দেখা ‍যায়। তবে এ বিষয়ে গুরুত্ব দেয়নি কেউই। বুধবার সকালে যথারীতি পোশাকশ্রমিকরা কারখানায় কাজ করতে আসেন। এরপরই তারা এ দুর্ঘটনার কবলে পড়েন।



ধসে পড়া ভবনটিতে ব্র্যাক ব্যাংকের কার্যালয় ছিল। ব্যাংকটির কর্মকর্তা এনামুল ইসলাম বলেন, “ভেতরে অনেক লোক আটকে আছে। ফোনে তারা জানিয়েছেন, তাদের যেন উদ্ধার করা হয়।”



ফায়ার সার্ভিস, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত আছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেছে।



ধসে পড়া রানা প্লাজার সামনে বহুলোক উপস্থিত হয়েছে। মৃত ও আহত ব্যক্তিদের আত্মীয়স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠেছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.