নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিয়েল

শান্ত অথচ বজ্র-দীপ্ত

শান্ত অথচ বজ্র-দীপ্ত › বিস্তারিত পোস্টঃ

এশিয়ার দেশগুলোর সরকারি তথ্যে যুক্তরাষ্ট্রের নজর

১৩ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৫

এশিয়া অঞ্চলের বিভিন্ন দেশের সরকারি তথ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসএ) নজরদারি করছে বলেই এ অঞ্চলের নিরাপত্তা বিশ্লেষকেরা ধারণা করছেন। নিরাপত্তা কর্মকর্তাদের ইমেইলে গুরুত্বপূর্ণ ও স্পর্শকতার তথ্য নজরদারি ও তথ্য সংগ্রহের বিষয়টি নিয়ে আলোচনার ঝড় উঠেছে। ১২ জুন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইন্দোনেশিয়ার এক নিরাপত্তা বিশ্লেষক জানিয়েছেন, দেশটির পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা ব্যক্তিগত ইয়াহু মেইল বা জিমেইল ব্যবহার করেই গুরুত্বপূর্ণ তথ্য লেনদেন করেন। স্পর্শকাতর তথ্য স্থানান্তরে ক্ষেত্রেও তাঁরা জিমেইল ও ইয়াহু মেইলের ওপরই ভরসা রাখেন।

ইন্দোনেশিয়ার তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, দেশটির অনেক কর্মকর্তাই পাবলিক ই-মেইল ঠিকানা ব্যবহারের ঝুঁকি সম্পর্কে জানার পরও অফিশিয়াল ইমেইল ব্যবহার করেন না তাঁরা। অনেক সময় বড় ফাইল, ছবি, ভিডিও পাঠাতে গেলে পাবলিক ইমেইল অ্যাড্রেস ব্যবহারে প্রয়োজন পড়ে। তবে স্পর্শকাতর তথ্যের ক্ষেত্রে পাবলিক মেইল ব্যবহারের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের গোপনে তথ্য সংগ্রহের তথ্য ফাঁস করেন এডওয়ার্ড স্নোডেন নামের সিআইএ-এর সাবেক এক কর্মী। ‘প্রিজম’ নামে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার গোপন একটি কর্মসূচীর কথা ফাঁস করেন তিনি। এ কর্মসূচীর মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবস্থিত বিভিন্ন অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সার্ভারে গোয়েন্দারা আড়ি পাতেন এবং তথ্য সংগ্রহ করেন।

৭ জুন ওয়াশিংটন পোস্ট ও গার্ডিয়ান পত্রিকা গোয়েন্দাদের গোপন কর্মসূচী ফাঁস করে। প্রতিবেদনে বলা হয় গুগল, ইয়াহু, ফেসবুকসহ নয়টি প্রতিষ্ঠানের সার্ভার থেকে তথ্য সংগ্রহ করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। তবে এ বিষয়টি গোয়েন্দা প্রধান ও প্রতিষ্ঠানগুলো অস্বীকার করে। এ ঘটনায় এশিয়া অঞ্চলের দেশগুলোর কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা ও নজরদারিতে থাকার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।

এ প্রসঙ্গে থাইল্যান্ড সরকারের মুখপাত্র থিরত রতনসুই জানিয়েছেন, সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত জাতিসংঘের আঞ্চলিক সংস্থা এসকাপের অধিবেশনে যোগ দিতে আসা এশিয়া অঞ্চলের ৩৩ টি দেশের কর্মকর্তাদের মধ্যে ২০ জন যোগাযোগের জন্য জিমেইল, হটমেইল বা ইয়াহু মেইল ঠিকানা দিয়েছেন। অফিশিয়াল কোনো মেইল ঠিকানা দেননি তাঁরা।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.