নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আত্মবিশ্বাসী। নিজের কাজ নিজেই করি। গঠনমূলক সমালোচনা আনন্দের সাথে গ্রহন করি।

রিয়ানা তৃনা

যেখানে জ্ঞান নেই সেখানে বিধাতাও নেই।

রিয়ানা তৃনা › বিস্তারিত পোস্টঃ

দায়িত্বহীন মিডিয়া/ গণমাধ্যম, আপনারা দায়িত্বশীল হন

০৫ ই মে, ২০১৬ রাত ২:০৬

বাংলা ট্রিবিউন এর মত এসময়ের দায়িত্বশীল একটা নিউজ হাব থেকে এরকম কাণ্ড জ্ঞানহীন খবর প্রকাশ মোটেও সন্তোষজনক নয়। আপনারা একটা ভাল পত্রিকা আপনাদের কাছ থেকে ভাল খবর আশা করি। এধরনের অবান্তর দায়িত্ব জ্ঞানহীন খবর আশা করি না। এটা কোন খবরের আওতায় পরে বলে আমার মনে হয় না। সেই সাথে এই খবরের মাধ্যমে আপনারা নিশ্চিত কিছু অশনিসংকেত ডেকে আনছেন অসহায় ব্লগারদের জন্য।

কি দরকার ছিল ‘যুক্তরাষ্ট্রে আশ্রয় চাইলেন বাংলাদেশি ব্লগার রবি’ এরকম একটা নিউজ করার? এই নিয়ে যে এখন কত আশঙ্কা –শঙ্কা বিরাজ করছে বাংলাদেশের সাধারণ মানুষ এবং ব্লগারদের প্রতি আপনাদের নিশ্চয়ই আজানা নয়। এই রকম একটা খবর কি টাইম লাইন এ বা স্পট লাইট এ আনা খুব বেশি প্রয়োজন ছিল?

এই নিয়ে অনেক মানুষ একে অপরের প্রতি ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে তারপর শুরু হবে কাদা ছোড়াছুড়ি। কে আসল ব্লগার আর কে নকল ব্লগার এই নিয়ে চলবে বিতর্ক। আর এই সুযোগে আমেরিকা / ইউরোপে এর দেশ গুলো অসহায় ব্লগার দের বাঁচার যে আশাটুকু ছিল সেটাও কেড়ে নেবে। এধরনের একটা দায়িত্বশীল নিউজ এর খবর গুলো তাদের চোখ এড়িয়ে যাবে না। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করে তাদেরকে আপনারাই নেতিবাচক সিদ্ধান্ত নিতে ব্যাপারটাকে সহজ করে দিচ্ছেন।

এসকল ব্যাপারে আমেরিকা এবং ইউরোপের দেশ গুলো অনেক বেশি সজাগ দৃষ্টি রাখেন। কারন প্রতি বছর বছর এরা বাংলাদেশের মত দেশগুলোর কান্ট্রি রিপোর্ট বের করে। সেখানে এরকম তর্ক বিতর্ক থাকলে তারা আভ্যন্তরীণ কোন্দল বলে ব্যাপার গুলো এড়িয়ে যায় আর তখন দেশের সরকার যে রিপোর্ট দেয়/ গণমাধ্যম যে খবর প্রকাশ করে, সেগুলোকেই গ্রহন করেন। আর এই জন্য আমাদের দেশের ভয়াবহ অনেক ব্যাপার গুলো ইন্টারন্যাশনাল প্লাটফর্ম থেকে হারিয়ে যায় / নিউজ ফিড এ আসে না।

শুধু শুধু নিজের পায়ে নিজে আমরা কেন কুড়াল মারি ?/ নিজের কবর আমরা নিজেরা কেন খুঁড়ি? আসলেই যারা অসহায় মানুষ এবং এই লেখালেখির জন্য তাদের গলাটা চাপাতির নিচে নিশ্চিত ভাবে রয়েছে তাদের বাঁচার অধিকার আমরা এইভাবে কেড়ে নিতে পারি না। এই অসহায় মানুষ গুলোর মানুষ হিসেবে বাঁচার অধিকার এখন সময়ের দাবি।

যারা সমালোচনা করছেন বা আলোচনা করছেন তাদের প্রতি আমার একটাই অনুরোধ, দয়া করে আপনারা না জেনে/ না বুঝে, যাচাই- বাছাই না করে এমন কিছু বলে বসবেন না যার জন্য আমাদের ভুলের ভয়াবহ মাশুল দিতে হয়। এ সকল বিষয় নিয়ে আপনি বা আমি বিচার করার কেউ না। বিচারের জন্য যারা আছেন তাদেরকে তাদের দায়িত্ব পালন করতে দিন। কেন বলছি এই কথা? কারন আপনার বা আমার একটা অ্যাকশান/ রিঅ্যাকশান/ লেখা/ মন্তব্যে কোন অসহায় মানুষের ভয়াবহ সর্বনাশ বা জীবন শেষ হতে পারে। শুধু শুধু কেনইবা আমি/ আপনি একজন নিরপরাধ ব্যাক্তির মৃত্যুর কারন হব?

দয়া করে একটু ভেবে দেখবেন এবং দায়িত্বশীল হবেন এই আশাই করছি।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৬ ভোর ৫:০৮

দইজ্জার তুআন বলেছেন: ++++++++++++++
ভালো লাগা

২| ০৬ ই মে, ২০১৬ সকাল ৭:০৩

অাহসান শান্ত বলেছেন: হা হা হা।ভাল লাগলো যে ভন্ডর দালালী করলেন।আপনাদের ভাত মারলো মনে হয়।আপনারা না কলম যোদ্ধা? যোদ্ধারা পালায় নাকি?সবাই জেনেই সমালোচনা করছেন বা আলোচনা করছে।আপনারা কি জিনিস সবাই বুঝে গেছে।মরলে বিগ্-গ্যানী আর বাচলে জার্মানী।
reading in Bangla Anannya Azad knows everything about Islam and government, not completing even bachelor degree Shammi madam knows every bit of religion, being studied in quantum physics Avijit wrote book about LGBT and he knew about bio-genetics.he deserved nobel prize because none wrote a book in line of medical science or biology studied in physics. you people talk like you are master of Islam or done phd in islamic studies.why don't criticize other religions? because.....

যদি অন্য ধর্ম নিয়ে লিখে তাহলে লাথি মেরে ঐ দেশ হতে বের করে দেবে আর ইসলাম এর বিরুদ্ধে না লিখলে ভিসা বাড়বে না।আপনারা কিন্তু চরম বিনোদনের উৎস।

১১ ই মে, ২০১৬ রাত ১১:২৯

রিয়ানা তৃনা বলেছেন: আপনি বুঝতে পারলাম আপনি বেশ কুরুচিপূর্ণ আর হীনমন্যতায় ভুগছেন। আপনার জন্য আমার ছিঃ আর ঘৃণা ছাড়া দেবার মত কিছুই নাই। আপনাদের মত চাপাতিমনা অমানুষরাই প্রত্যক্ষ/ পরোক্ষ ভাবে সব গুলা খুনকে সমর্থন করে গেছেন এবং যাবেন।

‘আপনাদের ভাত মারলো মনে হয়।আপনারা না কলম যোদ্ধা? যোদ্ধারা পালায় নাকি’

আপনার জ্ঞাতার্থে, আমার ভাত এর যোগান আমি নিজেই দেই। অনেক বছর ধরে দেশের বাইরে থাকি বিধায় আপনার আরোপিত অপবাদটি অসত্য, ন্যাকারজনক আর হীনমন্যতার প্রতীক।আর এটাই প্রমান করে যে লেখক/ব্লগাররা বিদেশে যাওয়ার জন্য লেখে না।আমরা পালিয়েও যাই না। সত্য বলি। যা আপনাদের হজম হয় না বলে বলে বমি করেন।

‘আপনারা কি জিনিস সবাই বুঝে গেছে।মরলে বিগ্-গ্যানী আর বাচলে জার্মানী।‘

আপনাদের মত অমানুষরা আমাদের কে ভয় পায় বিধায় এরকম আড়ালে অমানবিক ভাবে আমাদের সহকর্মীদের কে চাপাতির কোপে দ্বিখণ্ডিত করে ফেলে যান। এত ভয় আমাদের? আমরা জ্ঞানী/ স্পষ্টভাষী বলেই তো উন্নত দেশগুলো আমাদের বাঁচাতে এগিয়ে আসছে। আপনাদের মত মানুষ সুযোগ পান না বিধায় ব্যাপারটা মেনে নিতে কষ্ট হচ্ছে।

বাঙালী জাতি হিসেবে বেশিরভাগই কখনই তো আমরা কারো ভাল দেখতে পারি না তাই হিংসায় জ্বলে পুড়ে মরেন। আফসোস আপনারা শুদ্ধ জ্ঞান চর্চা করতে শেখেননি। অশিক্ষা কুশিক্ষায় নিজেদেরকে জর্জরিত করে রেখেছেন। করুণা ছাড়া আপনাদেরকে অন্য কিছুই দেয়া যায় না। সময় থাকতে মানুষ হন।কুশিক্ষা ছেড়ে সুশিক্ষা ধরেন। বেশি বেশি করে পড়েন। কারন যত পড়বেন ততই জানবেন। হীনমন্যতায় এত ভোগেন আশে পাশের মানুষ পাত্তা দেয় বলে তো মনে হয় না। আহারে আপনার তো খুব খারাপ অবস্থা।

৩| ১৫ ই মে, ২০১৬ সকাল ৭:২১

অাহসান শান্ত বলেছেন: শুনেন আপনি দূর দেশ হতে কেমনে বুঝলেন যে আমি চাপাতি সাপোর্ট করি?you have no idea what i do.sorry to write in english there is a problem in software. i hope its not a problem for you.

now, let me tell you you love our nation from far away and hope you know by now mr. bobi really showed or tried to exploit our nation in a manner that he can't stay for so called islamic fanatics etc etc. like what anannya azad,shammi, so called bloggers are doing. what you want? US drone strike in probable terrorist positions like pakistan?by far do you know how ajanta deb roy played a role to stop Australian team come to our country? do you call it a love for nation? and who told you bloggers don't write to get asylum? do you know how many applicants are in waiting line for different countries?
ok, you said i am freak. then your so called bloggers what are they?all is about islam and islam. forget that. can you show a medical proof that gay or lesbian is genetic?you can't.and to talk about education.you have no idea where i belong to.my classmates 80% are in foreign counties and one in NASA another stood 3rd in world robotics program.and to talk about job sorry can't say that.the job required high IQ and yeah i scored 92/100 in IQ where 80 is pass mark so i think i am a bit intellectual. you said i don't get chance to go abroad. madam, i have gone for work also like you but the difference is i tried to set an example to other nation that what we are, not like defame our nation or government. and of course i was sent by government of our country.
and to say about science or pure study. don't you think after completing "Master of international security studies,Intelligence and Counterterrorism" from Macquarie University i know something more than you? how you said i am supporter and i can't go abroad blah blah....as i saw abroad i know how alone you guys are i have lots lots of friend home and abroad. yeah i am saying again if your cause is right, you fight till you die.but problem is your cause is not right,i know well what bloggers do for living,had a talk with one in UK. did che guevara scaped?did fidel castro?did Erwin rommel?did mata hari? thousands example is there.and to talk about religion.you people talk like you have done phd on islamic studies.where were you when Israel killed appx 2500 civilians in 2014?or rohingas killed in mayanmar?did you say budhdhas terrorist?do you know Babri masjid incident?

is 1971 our pride liberation war fought for religion? there was no dividation until so called bloggers made it and saw an opportunity to get asylum. now do you get this clear? you did not get right my earlier post. i said don't sell or defame our nation to get entry or earn money. and little knowledge is so dangerous i see again from you. and if you think you are so knowledgeable intelligent i wish you understand my job. so you read more 1st try to read what ALBERT EINSTEIN said "Science without religion is lame, religion without science is blind" or francis bacon "A little science estranges a man from God; a lot of science brings him back". take care and when you write try not to be arrogant.

৪| ১৫ ই মে, ২০১৬ সকাল ৭:৪২

অাহসান শান্ত বলেছেন: oh! sorry forgot one thing. আপনাদের ভাত মারলো মনে হয় why i said just go to prominant bloggers facebook page on the day Robi tried to open small door in USA you will understand. specially munsi, foring camelia etc. and what truth you say?you and islamic fanatics are same both misinterprets. for a example you bloggers anti islamist say always our Prophet (Sm) married Ā’ishah bint Abī Bakr at the age of 6.its a issue for bloggers but they never say circumstances. i collected a logic from someone please you freethinkers define the logic.

আমাদের নবী নিজের বিয়ে করা বউদের সাথে সেক্স করলে সেটা দোষ! আল্লার আদেশে ৯বছরের আয়েশাকে বিয়ে করলে সেটা দোষ! (যে আয়েশা ২০০০ হাজারের অধিক হাদীস বর্ননা করেছেন; কোরানের আয়াতের তাফসীর করেছেন আর অসংখ্য মানুষকে ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছেন)! কুরায়শদের উপর বানিজ্য অবরোধ করে তাদের কাফেলা আক্রমন করলে দোষ (যে কুরায়শরা নবীকে হত্যা করতে চেয়েছিল আর মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল)!! আর আপনারা অগনিত নারীর সাথে বিয়ে না করে লিভ টুগেদার করবেন, সেটা অনৈতিক বা দোষের নয়; প্রকাশ্যে রাস্তা ঘাটে নারীকে চুমু খাবার জন্য ফেসবুক ইভেণ্ট খুলবেন সেটা দোষের নয়! অস্ত্র-মদ-পর্ন শিল্পের পৃষ্ঠপোষকতা করে টাকা কামাই করবেন সেটা দোষের নয়!! সমকামিতার পক্ষে সাফাই গেয়ে এইডস এর মহামারী বাধাবেন সেটা খারাপ নয়। বাহ এই না হলে মুক্তচিন্তা।মুহাম্মদের চাইতে আপনারা যারা নিজেদের মুক্তমনা দাবী করেন, তাদের যৌন জীবন আরো প্রশ্নবিদ্ধ। মুহাম্মদ রাতের বেলায় নিজের বউয়ের সাথে যৌন সংগম করলে সেটা অনৈতিক হবে কেন? মুহাম্মদের তো বেশ কয়েকটা বুড়ি, বিধবা আর তালাকপ্রাপ্ত বউ ছিল।
আপনারা একদিকে লিভটুগেদার, প্রকাশ্য যৌনতা, সমকাম, পরকীয়া চর্চা ইত্যাদি সমর্থন করবনে আবার মুহাম্মদ নিজের বউয়ের সাথে সেক্স করলে ছি ছি করবেন। ব্যাপারটা কেমন পরস্পর বিরোধী হয়ে গেল না!
১৪০০ বছর আগের মুহাম্মদকে খারাপ বলার চাইতে নিজের চারিত্রিক দূর্বলতার দিকে দৃষ্টি দেয়াটা বেশী জরুরী মনে হয় আমার কাছে।হযরত মোহাম্মদ (সাঃ) একাধিক বিয়ে করেছিলেন, এটা অবশ্যই সত্য। কিন্তু যে বিষয়টা সুক্ষ্মভাবে এড়িয়ে গেলেন সেটা হলো উনার স্ত্রীদের কাউকেই তিনি জোর করে বিবাহ করেননি। সব স্ত্রী'রাই মোহাম্মদ (সাঃ) এর কাছে এসে বিবাহ করার ইচ্ছা জ্ঞাপন করেন। মোহাম্মদ (সাঃ):কাউকেই নিরাশ করেননি।
আর আয়েশা (রাঃ) ছিলেন আবু বকর (রাঃ) এর মেয়ে। আবু বকর (রাঃ) ই মোহাম্মদ (সাঃ) কে অনুরোধ করেন ৬ বছরের আয়েশাকে বিয়ে করতে।
তিনি ৬ বছরের আয়েশাকে বিয়ে করলেও তাকে ঘরে তুলে নেননি। তিন বৎসর পর উপযুক্ত হলে ঘরে তুলে নেন
তৎকালীন আরবের মেয়েরা ৯-১০ বছরেই দৈহিক ও মানসিক দিক দিয়ে বিয়ের উপযুক্ত হতো যা বর্তমান যুগে অসম্ভব। ইসলাম কোন বয়সের নির্দিষ্টতা দেয়নি বিয়ের ব্যাপারে। দৈহিক ও মানসিক ভাবে ছেলে ও মেয়ে উপযুক্ত হলেই তারপরে বিয়ের কথা বলা হয়েছে।
next time ask your friends to define this those who think themselves free (!) thinkers and science specialist and so knowledgable like you i ask you "what happened before BIGBANG or why this happened?" scientists say a force caused this,what force? do u know?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.