![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেখানে জ্ঞান নেই সেখানে বিধাতাও নেই।
সাকিবের ভ্যারিফায়েড পেজ যারা নিয়মিত ফলো করেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন, এক দল অতি উৎসাহী প্রায় সব ধরণের পোস্টেই সাকিবকে আক্রমণ করে কমেন্ট করেন, বিভিন্ন উপদেশ দেন। স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পর্দা নিয়ে উপদেশ শুনতে শুনতে সাকিব হয়ত অভ্যস্ত হয়ে গেছেন। কিন্তু এবার আসিফুল নামে এক বাংলাদেশের কলল্ক নির্মমতার সমস্ত ধাপ অতিক্রম করে গেলেন।
সাকিব নিজের মেয়েকে জড়িয়ে ধরে ছবি তুলেছিলেন, সেখানে গিয়ে তিনি মেয়েকে জড়িয়ে ধরায় মেয়ে-বাবাকে নিয়ে করে বসলেন চুড়ান্ত আপত্তিকর মন্তব্য।
আসিফুল ইসলাম এর এই মন্তব্য সাথেই সাথেই সমস্ত বিবেকবান মানুষের অন্তরে আচড় কেটে যায়। সবাই ভাবতে থাকে, এ কী বললেন আসিফুল? এভাবেও কী কোনো মানুষ ভাবতে পারে?
পারে বৈকি। আসিফুলের মত মানুষেরা পারে। আসিফুল ইসলাম রাজধানীর ম্যাপললিপ ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র। সেই সাথে একটি ক্রিকেট কোচিং সেন্টারে ক্রিকেটও শিখছে। অর্থাৎ ভবিষ্যত লক্ষ্য তার ক্রিকেট।
আজ যদি এই আসিফুল ইসলামকে একটা শিক্ষা না দেয়া হয়, একবার কি ভেবে দেখেছেন বাংলাদেশ একজন ভবিষ্যত ধর্ষককে পেতে চলেছে ক্রিকেটে? যে কিনা বিকৃত মানুষিকতা দিয়ে আরো কিছু বিকৃতির জন্ম দিবে।
আসিফুল ইসলামের পরিচয় বেড়িয়ে আসবে। শাস্তির আওতায় আসবে এই কলঙ্ক। কারণ নির্মমতার সমস্ত ধাপ অতিক্রম করে গেছে তার মন্তব্য।
বার বার কানে বাজছে, নির্মমতা কতদুর গেলে জাতি হবে নির্লজ্জ?
সংগৃহীত
২| ১৫ ই মে, ২০১৬ সকাল ৯:৩৭
মোস্তফা ভাই বলেছেন: খুব বড় যৌন বিকার গ্রস্ত ক্রিকেটার হবেন উনি। একে শাহাদাত হোসেনের কাছে ক্রিকেট শিখতে পাঠানো হোক।
৩| ১৫ ই মে, ২০১৬ সকাল ৯:৫০
রূপক বিধৌত সাধু বলেছেন: হারামজাদার বিরুদ্ধে কি কোন ব্যবস্থা নেওয়া হয়নি?
৪| ১৫ ই মে, ২০১৬ সকাল ৯:৫৬
যোগী বলেছেন:
ছেলেটার বয়স কত হবে?
আমার মনে হয় না সে ক্রিকেট বা শিক্ষা কনো কিছুতেই বেশি কিছু করতে পারবে।
তবে তার এই কমেন্ট চুড়ান্ত এ্যালার্মিং। অতিরিক্ত ব্লু ফিল্ম দেখে সে মানুষিক ভাবে অসুস্থ হয়ে পড়েছে। রাষ্ট্রের উচিৎ তার বাবা-মার সাথে কথা বলে তাকে তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা। একে বাইরে ছেড়ে রাখা খুবই বিপদজনক। এখন সব চেয়ে বেশি বিপদের মুখে আছে এর আত্বিয় স্বজনরা বিশেষ করে যাদের শিশু বা নবজাতক আছে।
৫| ১৫ ই মে, ২০১৬ সকাল ১০:০০
মোশারফ তানভীর বলেছেন: আইনের আওতায় এনে পাছায় রাজহাসের ডিম ঢুকানো হোক!
অতিরিক্ত পর্ণ দেখার কুফল জাতি টের পাচ্ছে দিন দিন!
৬| ১৫ ই মে, ২০১৬ সকাল ১০:১০
হাসান মাহবুব বলেছেন: কুত্তার বাচ্চাটাকে তার প্রাপ্য বুঝায়া দেয়া হোক।
৭| ১৫ ই মে, ২০১৬ সকাল ১০:৪৫
মশার কয়েল বলেছেন: এরকম মন্তব্যও কি করা সম্ভব!!!!হায়রে মানুষ,হায়রে আমাদের শিক্ষা!!!!আফসোস এবং একই সাথে ঘৃণা এদের জন্য ৷
৮| ১৫ ই মে, ২০১৬ সকাল ১০:৫৭
রোষানল বলেছেন: শয়তানটাকে ভাতের বদলে তিন বেলা জুতা খাওয়ানো দরকার।।
৯| ১৫ ই মে, ২০১৬ সকাল ১১:৫৬
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ছিঃ ! একে এখনই ধরে কিশোর সংশোধন কেন্দ্রে ভর্তি করা হোক! এ মানসিকভাবে পুরোপুরি অসুস্থ। কাউকে একে নিয়ে একটা ফেইসবুক ইভেন্ট খুলে, একে ট্র্যাক করে কোন সমাজ সেবা সংস্থার মাধ্যমে শোধনাগারে পাঠানোর ব্যবস্থা করার অনুরোধ করছি।
১০| ১৫ ই মে, ২০১৬ দুপুর ১:৫১
শেয়াল বলেছেন: ইতরের বাচ্চাটা শুনলাম ম্যাপল লীফে পড়ে।
১১| ১৫ ই মে, ২০১৬ দুপুর ১:৫৬
মাঘের নীল আকাশ বলেছেন: বাহেনচো@ দিয়ে ভরে গিয়েছে স্বদেশ!
১২| ১৫ ই মে, ২০১৬ দুপুর ২:১৯
নতুন বলেছেন: যোগী বলেছেন:
ছেলেটার বয়স কত হবে?
আমার মনে হয় না সে ক্রিকেট বা শিক্ষা কনো কিছুতেই বেশি কিছু করতে পারবে।
তবে তার এই কমেন্ট চুড়ান্ত এ্যালার্মিং। অতিরিক্ত ব্লু ফিল্ম দেখে সে মানুষিক ভাবে অসুস্থ হয়ে পড়েছে। রাষ্ট্রের উচিৎ তার বাবা-মার সাথে কথা বলে তাকে তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা। একে বাইরে ছেড়ে রাখা খুবই বিপদজনক। এখন সব চেয়ে বেশি বিপদের মুখে আছে এর আত্বিয় স্বজনরা বিশেষ করে যাদের শিশু বা নবজাতক আছে।
১৩| ১৫ ই মে, ২০১৬ দুপুর ২:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: শেইম!!!!
কতটা বিকৃত রুচি, অসুস্থ চেতনা ভাবনারও অতীত! উপরের সব সাজেশনে সহমত।
সাইক্রিয়াটিষ্ট দেখানো হোক। সে কখনোই সুস্থ নয়।
১৪| ১৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
অগ্নি সারথি বলেছেন: নির্মমতা কতদুর গেলে জাতি হবে নির্লজ্জ?
১৫| ১৫ ই মে, ২০১৬ রাত ১১:৩২
ভ্রমরের ডানা বলেছেন: এসব তো কমন বিষয়!
এদের বাপ মা এদের শিক্ষা দেয়নি। শিক্ষা ব্যবস্থার কথা বাদ দিলাম।
এইরকম আরো আছে। এরাই জাতির কাণ্ডারি হবে।
সামাজিক দেঊলিয়াপনা আর কত! ছিঃ ছিঃ ছিঃ!
এই সমাজ, এই জাতি!
১৬| ১৯ শে মে, ২০১৬ দুপুর ১২:৪০
তানজীম সাদিদ বলেছেন: সহস্র ধিক্কার ঐ পাপীটার জন্য যে, নিষ্পাপ বাচ্চাটাকে বিরূপ মন্তব্য করেছে।
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১৬ সকাল ৯:৩৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: এরা আজও মানুষ হতে পারেনি।পাপীর শাস্তি চাই, চরম শাস্তি।