নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আত্মবিশ্বাসী। নিজের কাজ নিজেই করি। গঠনমূলক সমালোচনা আনন্দের সাথে গ্রহন করি।

রিয়ানা তৃনা

যেখানে জ্ঞান নেই সেখানে বিধাতাও নেই।

রিয়ানা তৃনা › বিস্তারিত পোস্টঃ

কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো!

০৭ ই জুন, ২০১৬ ভোর ৪:১৬

কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো,

সুযোগ সন্ধানী আল্লামা, আলেম, মুফতি আর হুজুরদের সবচেয়ে সহজ এবং নিরাপদ জায়গা হল মাদ্রাসা যেখানে তারা ইচ্ছে মতো, বেছে বেছে, যাকে খুশি তাকেই যতবার ইচ্ছে ততবার ধরে শিশু থেকে শুরু করে ছেলে মেয়েদের ধর্ষণ করতে পারে। যারা অভাগা অনাথ বাচ্চা, ওদের কষ্ট চিন্তা করে মনকষ্টে ভুগি। কিন্তু যারা অনাথ নয়, ওদের অবস্থা কি?

আমার প্রশ্ন হল, এরকম ভয়াবহ অবস্থার কথা জেনে শুনেও কি পরিবারের পিতা মাতা তাদের সন্তানদের মাদ্রাসাতে পরানোর জন্য অতি উৎসাহী হয়ে থাকেন? তাহলে কি ওই পরিবারের পিতা মাতার কাছে সন্তানের সুরক্ষা থেকে ধর্ম শিক্ষা বড়?
সন্তান ধর্ষণ হচ্ছে হউক, কট্টর মৌলবাদী পরিবার কি সন্তানদের নীরবে সহ্য করে যেতে হবে, এই কি শিখাচ্ছেন? তাদের কোন মাথা ব্যাথা নাই কিন্তু ইসলামে/কোরআনে হাফেজ হউয়া চাই, এই কি তাদের চিন্তা?

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৬ ভোর ৪:৪০

শাহিবযাদা সোহান বলেছেন: তোর এতো চুল্কানি হুজুরদের উপর কেন? তুই কি তাদের হাতে ধর্ষণ হয়েছিস না তোর মা বোন? হুজুরদের চেয়ে স্কুল কলেজের স্যার রা একটার পর একটা ধর্ষণ করে পত্রিকা খুললে দেখতে পাবি,

০৭ ই জুন, ২০১৬ ভোর ৪:৫৫

রিয়ানা তৃনা বলেছেন: প্রথমত, একজন মানুষ এর সাথে কি করে কথা বলতে হয় সেটা শিখুন।
দ্বিতীয়ত, আপনার ব্যাবহার আপনার পরিবার সম্পর্কে খুব ভাল কিছু বলছে না। সুতরাং নিজের পরিবার কে আরও ছোট করবেন না।
তৃতীয়ত, আপনি নিজে কি একজন হুজুর? যদি হয়ে থাকেন নিজের চরিত্রের বর্ণনা শুনে অস্থির হয়ে গেছেন?
সবশেষে আপনি যেভাবে স্কুল কলেজে পড়ানো ধর্ষকদের কথা বলছেন, কিঞ্ছিত আপনার হুজুর হবার সম্ভাবনা প্রকাশ করছে। সত্য কথা হজম করতে যে আপনার যথেষ্ট কষ্ট হচ্ছে সেটা বুঝতে পারা যাচ্ছে। ওহ হ্যাঁ আর একটা কথা আমার পিতা মাতা যথেষ্ট বুদ্ধি ধারন করেন বিধায় মানুষের মতো মানুষ করেছেন নৈতিক শিক্ষা দিয়েছেন। আর মানুষকে মানুষ ভাবতে শিখিয়েছেন। সম্মান দিয়ে কথা বলতে শিখিয়েছেন। আপনার মতো অসভ্য,অভদ্র আর অপদার্থ হতে শেখায়নি।

২| ০৭ ই জুন, ২০১৬ ভোর ৪:৫৮

সত্য শিকারী বলেছেন: শাহিবযাদা সোহান ভাই, ধৈর্য ধরুন, অশালীন কথা ছাড়াও অনেক কিছু বুঝানো যায়....
.
লেখিকা , জনাবা, আপনি যে কথাটা বলেছেন তা কি বুঝে বলেছেন? আজকাল রাস্তাঘাটে ধর্ষণ হয় বলে মা-বাবারা তাদের মেয়েকে কি রাস্তায় পাঠায় না? অবশ্যই পাঠায়। জানে, হোম টিউটরের হাতে মেয়ে নিরাপদ না, তাই বলে কি হোম টিউটর রাখেন না আমাদের বাবা-মা রা?
.
আবার লক্ষ্য করুন, শুধু মাদরাসার কথা চিন্তা করে আপনার চিন্তা একমুখী হয়ে গেছে জনাবা, একটু নিরপেক্ষভাবে খেয়াল করুন, কোথায় ধর্ষণ বেশি হচ্ছে? মাদরাসায় নাকি স্কুল-কলেজ-রাস্তাঘাটে? কেন হচ্ছে ধর্ষণ? অশালীনতারর কারনে.. আপনার কাছে আবেদন থাকবে নিরপেক্ষভাবে চিন্তা করবেন।
আমিও স্কুলের ছাত্র, মাদরাসার না, তবুও আপনার কথার বিরোধিতা না করে পারলাম না। দুঃখিত।

০৭ ই জুন, ২০১৬ ভোর ৫:২৪

রিয়ানা তৃনা বলেছেন: দেখুন প্রথমত, আমি এখানে ধর্মশিক্ষা গ্রহনের একটা মাধ্যম আর ওই মাধ্যম দ্বারা সম্ভাব্য সর্বনাশের কথাই জানতে চেয়েছি। এধরনের প্রশ্ন মনে এসেছে বিধায় জানতে চেয়েছি। আজকাল ধর্ষকরা তাদের সুবিধা মতই জায়গা বেছে নিয়ে এই বর্বরতাকে বাড়িয়ে তুলছে। সুবিধা মতো যেখানে সেখানেই আজকাল ধর্ষণ হচ্ছে। কেউ না কেউ করছেই। আমি এই ধর্ষণ নিয়ে ধর্ম শিক্ষার এক মাধ্যম উপর পরিবারের সতর্কতার কথা জানতে চাইছি বা তারা আদৌ কি চিন্তা করেন ওটাই জানতে চেয়েছি।

দ্বিতীয়ত, অশালিনতা বলতে এখানে আপনি কি বুঝিয়েছেন সেটা আমার বোধগম্য নয়। আপনিও কি পোশাককে দায়ী করে ধর্ষকদের পক্ষে কথা বলা একজন? বিষয়টা ক্লিয়ার করবেন কাইন্ডলি।

মত প্রকাশের স্বাধীনতা সবারই আছে, আমার জিজ্ঞেস করা প্রশ্নের সাথে সহমত থাকতে হবে এমন কোন বাধ্য বাতকতা নেই। সুতরাং দুঃখ প্রকাশ করার প্রশ্নই আসে না।

৩| ০৭ ই জুন, ২০১৬ ভোর ৫:০৩

কাঠ পাতা বলেছেন: madrasay jotona dhorson hocche tar theke beshi hocche school college a. rape amader desh e future a ekta boro somossa hobe. porimol, panna eder kotha nischoy mone ache.proti week e rape related news ase ebong egulor maximum school college er kintu tarmane ei noy je madrasate rape hocche na but seta tulonamulok kichuta kom. rape jekhanei hok schhol or college or madrasa eitake protest korte hobe kintu apnar lekhai sudhu madrasar hujurderkei sompurno dosh dicchen. jeta konovabei thik na

০৭ ই জুন, ২০১৬ ভোর ৫:৫৭

রিয়ানা তৃনা বলেছেন: আমি এখানে ধর্মশিক্ষা গ্রহনের একটা মাধ্যম আর ওই মাধ্যম দ্বারা সম্ভাব্য সর্বনাশের কথাই জানতে চেয়েছি।
আজকাল ধর্ষকরা তাদের সুবিধা মতই জায়গা বেছে নিয়ে এই বর্বরতাকে বাড়িয়ে তুলছে। সুবিধা মতো যেখানে সেখানেই আজকাল ধর্ষণ হচ্ছে। কেউ না কেউ করছেই। আমি এই ধর্ষণ নিয়ে ধর্ম শিক্ষার এক মাধ্যম উপর পরিবারের সতর্কতার কথা জানতে চাইছি বা তারা আদৌ কি চিন্তা করেন ওটাই জানতে চেয়েছি।
শুধু বদমাইশ ধর্ষক পরিমল কে দিয়েই সব সময় উদাহরন দিয়ে থাকেন আপনারা, বর্তমানে গত ২ মাসে যে খবর গুলো এসেছে এগুলো একটু দেখুন, রেফারেন্স সহ দিলাম, দয়া করে পর পর তারিখ গুলো দেখবেন।

জনকণ্ঠ ২৬ মে ’১৬ নারায়ণগঞ্জের রূপগঞ্জের মসজিদের মুয়াজ্জিন জহিরুল ইসলাম স্বীকার করেছেন ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়েই শিশু সুমাইয়া আক্তারকে (৮) হত্যা করেছেন।শিশুটি বেশি ছোট তাই ধর্ষণ করতে না পেরে রাগে হত্যা করেছি।

দৈনিক ইত্তেফাক ১৬ মার্চ ’১৬ মাদ্রাসা ছাত্রকে বলাৎকার পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা হেফাজতি ইসলামের সভাপতি প্রিন্সিপাল মাও. মুফতি মতিউর রহমান (৫০)

দৈনিক যুগান্তর ২৮ মে ’১৬ সিলেটে নগরীতে প্রাইভেট পড়তে যাওয়া সাত বছরের দুই শিশুকে আটকে রেখে ধর্ষণ করেছে তাওহিদুল ইসলাম মনির (২৮) নামে এক মাদ্রাসা শিক্ষক।

বি ডি নিউজ ২৪ ২৬ মে ’১৬ বগুড়া ধুনটে উপজেলার জোড়খালি হাফিজিয়া নূরানী মাদ্রাসার শিক্ষক আব্দুল আজিজ (২৫) সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করে।

জুন ০৬, ২০১৬ প্রথম আলো, ওরা আপন দুই ভাই। একজনের বয়স নয় বছর। আরেকজনের দশ। রাজধানীর একটি মাদ্রাসায় পড়াশোনা করে। মাদ্রাসাতেই থাকে। যৌন নির্যাতনের শিকার হয়ে শিশু দুটি আজ সোমবার আদালতে আসে। তারা বলেছে, তাদের সঙ্গে ‘খারাপ কাজ’ করেছেন মাদ্রাসার এক শিক্ষক (২২ বছর)

খেয়াল করে দেখেন তারিখ গুলো। এইগুলো অবশ্যই ভাবার বিষয়। তবে কোন ভাবেই অস্বীকার করছি না যে স্কুল কলেজের শিক্ষা প্রদান করা ধর্ষকগুলো এর বাইরে পরে।

৪| ০৭ ই জুন, ২০১৬ ভোর ৬:০২

শাহিবযাদা সোহান বলেছেন: তুই একটা অমানুষ তুই কি শিক্ষা পেয়েছিস তোর লেখার মাধ্যমেই বুঝা যাইতাছে,। মনে হয় না অল্প জ্ঞান লাভ করেছিস,যদি করতি তাইলে তুই মানুষদের সম্মান করতে পারতি আর নিজেও পাইতি,তুই তো ইসলাম আর মুসলমান দের দুষমন, আর তুই যে হুজুরদের সম্পর্কে কথাটা বললি তার প্রামান কি তুই? যে তোকে ধর্ষণ করছে হুজুর রা? যে দুষ করবে তার কথা উল্লেখ করো জাত গুষ্টি উল্লেখ করেছিস কেন? তুই তো মুসলমান না যদি হতি তাইলে যারা দুষ করছে তাদের নাম উল্লেখ করতি কিন্তু করিস নাই,আর তুই মরার আগে তোর মা,বাবা কে বলে যাইস যে আমায় জানাজা পরানোর জন্য ধর্ষক মুল্লা না আনতে,

০৮ ই জুন, ২০১৬ সকাল ৮:৪৫

রিয়ানা তৃনা বলেছেন: আপনি শুধু একজন বেয়াদবই নন আপনি একজন অপদার্থ। আপনার মতো মানুষ এর কাছ থেকে সম্মান পাওয়ার আশা কেউ করবে না। আপনারা আল্লামাদের মাথায় তুলে নাচেন। দেইল্লা রাজাকার ওরফে আল্লামা সাঈদী ওরফে মেশিন ম্যান দেয়ানবাগি দের মতো মুফতিদের আপনারাই হাওয়া দিয়ে দিয়ে বড় করসেন। প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে করলে ধর্ম নিয়ে আপনাদের ব্যাবসা টা অন্তত বন্ধ হতো। দেশের মানুষ শান্তিতে থাকতো। পরিবার পরিজন নিয়ে বাজে মন্তব্য আপনি শুরু করেছেন আগে। আবারও সুন্দর করে নিজের আর পরিবারের পরিচয়টাই দিয়ে গেলেন। ব্যাবহারটা বংশ থেকেই শিখেছেন সেটা স্পষ্ট বুঝতে পারছি।

৫| ০৭ ই জুন, ২০১৬ ভোর ৬:২৩

তানভীরএফওয়ান বলেছেন: Sister রিয়ানা তৃনা u mention all type of "আল্লামা, আলেম, মুফতি হুজুর" etc. that's why Mr. শাহিবযাদা সোহান angry.

If anybody comment all varsity teacher/students r rapist. That is absolutely wrong.
-------------------------------------------------------------------------------------------------------
A university teacher in Jessore has been temporarily suspended after a female student of the same university brought rape allegations against him. linkLink

JUST authorities suspended four students after the allegation of harassing a female student of the university against them was proved..linklink

5 victims testify against AUST teacher over 'sexual harassment' .linklink.

Sexual harassment: JU lifts expulsion order on 5 BCL men.linklink

৬| ০৭ ই জুন, ২০১৬ সকাল ৮:৪১

সাইফুল১৩৪০৫ বলেছেন: আপনার কিউরিসিটি দমাতে আরো গভীর চিন্তার দরকার ছিল। কোথায় আজ ধর্ষণ হয় না? আপনার ঘরেও কি আপনি নিরাপদ?

বাবা কর্তৃক মেয়েও ধর্ষত হচ্ছে! তাই শুধু আলেম ওলামা মুফতি উল্লেখ না করাই উত্তম ছিল। এটি একচোখা হবে।

৭| ০৭ ই জুন, ২০১৬ সকাল ১০:১৭

আহলান বলেছেন: অপরাধ সব স্খানেই সংঘটিত হচ্ছে। শুধু মাদ্রাসা আর আলেম ওলামারা নামে লেবাস ধারী মুসলিমদেরকে আদর্শ ধরে সব আলেম ওলামাকে ধর্ষক আর মাদ্রাসা মানেই ধর্ষনের জায়গা হিসাবে চিহ্নিত করাটা খুবই নোংরা মনের পরিচয় বহন করে। জ্ঞ্যান প্রতিবন্ধি বলে মনে হয়। হয়তো কোন বিশেষ উ্দ্দেশ্য নিয়ে লেখাটি প্রকাশ করেছেন।

পরিমল কি মাদ্রাসার শিক্ষক ছিলো?
আহসানুল্লাহ ভারসিটি কি মাদ্রাসা আর সেখানকার শিক্ষক রশিদ কি মাদ্রাসার শিক্ষক?
কুষ্টিয়ার হেলাল, যে কিনা ছাত্রীদেরকে ফাদে ফেলে নোংরামি করত সে কি মাদ্রাসার কেউ?
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় কি মাদ্রাসা আর সেখানকার ছাত্রীকে যৌন নির্যাতনের দায়ে বহিষ্কৃত শিক্ষক একেএম আনিসুজ্জামান কি মাদ্রাসার শিক্ষক?
ধর্ষনে সেঞ্চুরী ঘোষনা দেয়া মানিক কি মাদ্রাসার ছাত্র?
ঢাবি-কি মাদ্রাসা আর সেখানকার যৌন নির্যাতনের দায়ে বহিষ্কৃত শিক্ষক ডঃ মোঃ সাইফুল ইসমলাম কি মাদ্রাসার শিক্ষক? ২০১৪ সালের বিবিসির েএকটি হিসাব মতে শুধুমাত্র প্রাচ্যের অক্সফোর্ড বলে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়েই গত এক বছরেই (২০১৪) ২০ নারী যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। আর কত ।ভিযোগ যে গোপন আছে, তার তো ইয়ত্তাই মেলা ভার।প্রাচ্যের অক্সফোর্ডের নারী নির্যাতন
এতো সামান্য নজীর। কত শত এরকম খবর চাপা পড়ে আছে। এখন কি তাহলে আমরা বলবো বিশ্ববিদ্যালয় মানেই ধর্ষনের কারখানা? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানেই ধর্ষক? মোটেও তা বলতে পারি না। আমরা বুদ্ধি প্রতিবন্ধি না।

আপনার ভুল চিন্তা ভাবনায় শুদ্ধতার ফুল ফুটুক, এই প্রত্যাশা

৮| ০৭ ই জুন, ২০১৬ দুপুর ১২:২৯

নীলাকাশ ২০১৬ বলেছেন: এমন ভাব যেন, মাদরাসা হৈল ধর্ষণের কেন্দ্র আর মুসলমান মাত্রই চারটা বিবাহ করে।
রাজাকার মাত্রই দাড়ি-টুপিওয়ালা, বোরখা মেয়েদেরকে জোর করে পরানো হয়।

৯| ০৭ ই জুন, ২০১৬ দুপুর ১:৪১

বাংলার জামিনদার বলেছেন: যাই করেন মাদ্রাসা নিয়া কিছু কইবেন না। যেহেতু আর সবখানে হয়, তাহলে মাদ্রাসায় হওয়া ঠিক আছে। ওটা তো আর আলাদা, বা বিশেষ কিছু নয়।

১০| ০৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

প্রবালরক বলেছেন: "পুলিশ সুপারের স্ত্রীকে হত্যার নেত্রীত্বে ছিল লন্ডন আওয়ামী লীগের সুশান্ত...." শিরোনামের পোষ্ট যদি বাতিল হতে পারে তবে এ পোষ্টটিও বাতিল হবার যোগ্য।

০৯ ই জুন, ২০১৬ ভোর ৬:৫০

রিয়ানা তৃনা বলেছেন: আপনি কি সুশান্তর হয়ে সাফিই গাইতে এসছেন? নাকি রাজনৈতিক কোন দল কে হাইলাইট করতে এসছেন? যদি এরকম মনোভাব মনে পোষণ করে থাকেন তাহলে দয়া করে মাফ করেন, অন্য দিকে যান। লন্ডনে কি হচ্ছে না হচ্ছে ওটার হাঁড়ির খবর অন্তত পক্ষে এখানে দেয়ার চেষ্টা করবেন না।

১১| ১০ ই জুন, ২০১৬ দুপুর ২:৫৪

ভুয়া মফিজ বলেছেন: Dear curious mind, the main problem with your question is what we call ‘sweeping statement’. There are good or bad people in every community, doesn’t mean that the whole community is good or bad for someone’s act. A school going child knows it now a days. I can give you hundreds and thousands of examples but you won’t understand coz enough are said/given already. Proper education let someone to think positively, which you are lacking for sure.

At the same time, requesting to the administrators to delete such idiotic questions as they create unrest situation. I’m personally in favour of freedom of speech but that doesn’t mean that someone would curse on me or my family or my community or my nation by abusing that freedom!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.