![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেখানে জ্ঞান নেই সেখানে বিধাতাও নেই।
০৭ মে, ২০১৬ দৈনিক যুগান্তর এ, একটা রিপোর্ট আসছিলো, হেড লাইন টা ছিল ঠিক এমন, ‘রমজানেই বাংলাদেশে আইএসের নেতা নিয়োগ’
খরটায় বলা হয়েছিল,
''শিগগিরই মুসলিমপ্রধান অঞ্চলগুলোতে তাদের প্রতিনিধি বা নেতা নিযুক্ত করতে যাচ্ছে। এক্ষেত্রে তারা গুরুত্ব দিচ্ছে উত্তর আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং বাংলাদেশকে। এজন্য তারা আসন্ন পবিত্র রমজান মাসকে বেছে নিয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক রিসার্স গ্রুপ ইন্সটিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের (আইএসডব্লিউ) এপ্রিল মাসের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
আইএসের কার্যক্রমের ওপর তৈরি ওই প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিমপ্রধান ওই অঞ্চলগুলো হল- আলজেরিয়া, নাইজেরিয়া, লিবিয়া, মিসর, সৌদি আরব, ইয়েমেন, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ।
পবিত্র রমজান মাসের আগে ও মধ্যে আইএস তাদের কার্যক্রমে নতুন গতি আনতে পারে। তাদের লক্ষ্য গুরুত্বপূর্ণ ওই দেশগুলোতে নতুন করে সংগঠিত হওয়া ও কার্যক্রম নিয়ন্ত্রণ করা। রমজান মাসে এসব অঞ্চলে আইএস আঞ্চলিক নেতৃত্ব গঠন করতে পারে।''
খবরটা যেমন ছিল ঠিক ওভাবেই কপি করে দিলাম। খবরটা আমি কি কারনে সেভ করে রেখেছিলাম জানি না।কেন জানি মনে দাগ কেটেছিল। খবরটা এভাবে সত্যি হয়ে যাবে দুঃস্বপ্নেও ভাবি নি। হিসাব করে দেখুন, ঠিক রমজানের শেষে ঈদ এর আগে দিয়েই এরকম একটা জঙ্গি হামলা হোলো বাংলাদেশে। ভেবেছিলেন এরকম হবে?এই প্রথম এরকম জঙ্গি হামলার শিকার হোল বাংলাদেশের ক্যাপিটাল প্রিয় ঢাকা। দেশি বিদেশী নাগরিকদের জিম্মি করে গুলশানের ৭৯ রোডের হলি আর্টিজান বেকারিতে আটকে রেখেছে।
প্রচণ্ড মানসিক যন্ত্রণা থেকে হয়ত কথা গুলো বেরিয়ে আসছে, কিন্তু ব্যাপারটা কি ভাববার বিষয় নয়? ভাবুন। এখন যারা বিশ্বাস করেন বাংলাদেশে কোন জঙ্গি/ জঙ্গি গোষ্ঠী নেই,আপনারা এখনও মায়ের কোলে। ৮/১০ জন বন্দুকধারী জঙ্গি কে যদি আপনাদের সাধারণ মানুষ মনে হয়, আপনারা তাহলে একেকটা অপদার্থ। ধর্মকে পুঁজি করে ধর্ম নিয়ে ব্যবসা করে যারা জঙ্গিবাদের জন্ম দেয় তারা মানুষের জাতের মধ্যে পরে না। আর এদের কে আপনারা যারা সাপোর্ট করেন আপনারাও মানুষের কাতারে পরেন না। আপনারা অমানুষ।
সুত্র Click This Link
০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:২৬
রিয়ানা তৃনা বলেছেন: যারা বিশ্বাস করেন বাংলাদেশে কোন জঙ্গি গোষ্ঠী নেই,আপনারা এখনও মায়ের কোলে, আপনিও মায়ের কোলে। কোলটা এইবার ছাড়েন। চুক চুক করে ফিডার খাওয়া থামান।
২| ০২ রা জুলাই, ২০১৬ সকাল ৭:৪৬
আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: জ্বি ডক্টর! সব নাস্তিক বল্গারদের চক্রান্ত।
৩| ০২ রা জুলাই, ২০১৬ সকাল ১১:৩৬
ভ্রান্ত বিলাস বলেছেন: ডক্টর লেকটার তোমারে কই। এহন তো আমিও তোমার একাউন্ট এ ঢুকতে পারি না। তাইলে কি এই কমেন্ট তুমি করো নাই। যাই হোক, হালাগো জানোয়ার গুলার নিউজ সোর্সে তুমি কিংবা আমি পারি না দেইখা ঐডা নাই এমন হইলে তো তোমারে বুজান মুশকিল। আমাগে দেশের থেইকা ওনেক সাইট ই বন্ধ। তোমার এই সব লইয়া বল্গাইতে হইবো না আবালের মত। আর সবকিছুতে আজরাইল রে না দেখলে যুদ্জ করবা কার লগে।
৪| ০৪ ঠা জুলাই, ২০১৬ ভোর ৫:৩৮
ডক্টর লেকটার বলেছেন: ভ্রান্ত বিলাস স্যার, আমি যেইখানে আছি সেইটা উন্নত বিশ্বের মধ্যে পরে। আর VPN নামে একটা বস্তু দিয়া অনেক কিছুই আনব্লক করা যায়। তো কচ্ছিলাম বিখ্যাত আমাক নামের নিউজ সোর্সটা খালি সাইট ইন্টিলিজেন্সই দেখে (আমার কথা না, গুগল করেন বহুত মানুষের একই প্রশ্ন)। ডিপ ওয়েবে না থাকলে সেইটার এড্রেস/লিঙ্ক কিচ্ছু ক্রলার/স্পাইডারে আইবো না এইডা আমারে বিশ্বাস করতে কও?! আবালের মত কে যে বল্গাইতাছে সেইটা সম্ভবত তুমি নিজে ধরতে পারতেছো না। রিয়ানা তৃনা নামের সম্ভাব্য হিজড়া নিকটাও মনে হইতাছে তোমারই। আমি আমার পোস্টে কোথাও বলি নাই বাংলাদেশে জঙ্গি নাই। বলছি আইএস থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ নাই। এনিওয়ে, তোমাদের গ্রে ম্যাটারের শর্টেজ দেখে কষ্ট হচ্ছে।
ওভার এন্ড আউট
০৪ ঠা জুলাই, ২০১৬ ভোর ৬:১৫
রিয়ানা তৃনা বলেছেন: নিজের পরিচয়টা এভাবে দিলেন মানুষের সামনে? ট্রান্স জেন্ডার ওরাও তো মানুষ! ওদেরও অনুভুতি আছে। আপনার যেমন টা আছে ওর ও ঠিক তেমন তাই আছে। আপনি যেমন ব্যাথা পেলে কষ্ট পান ওরাও পায়। শুধু মাত্র শরীর গত একটু সমস্যা। আর কিছু না। কিন্তু সৃষ্টিকর্তার সৃষ্টি। আপনার আমার মতো ওরাও মানুষ। মানুষ কে মানুষ মনে করতে শিখুন। নিজেকে অমানুষের কাতারে ফেলবেন না।
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৬ ভোর ৬:৫১
ডক্টর লেকটার বলেছেন: ভাইরে, বাংলাদেশরে টার্গেট কইরা আইএস এর নেতা নিয়োগ দেয়া মানেই বাংলাদেশের ভিতরে আইএস কাজ করতেছে - টা কিন্তু না। চোখটা খোলেন। একটু ভেবে দেখেন বাংলাদেশকে আইএস আক্রান্ত হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলে কে/করা সবচেয়ে লাভবান হবে। আরেকটা জিনিস দেখতে বলবো- ঘটনাস্থলের কেউ এখনো বলে নি এটা আইএস এর কাজ - অথচ অখ্যাত এক্স মোসাদ এজেন্টের (গুগল করে দেখেন, wikiতেও পাবেন) প্রতিষ্ঠিত সাইট ইন্টিলিজেন্স ইউএস থেইকা খবর পাইলো এইটা আইএস এর কাজ। একবারও ট্রাই করে দেখছেন আইএস এর যে নিউজ সোর্সে (আমাক নিউজ এজেন্সি) দায়িত্ব স্বীকারের কথাটা এসেছে সেটায় আপনি অনলাইন থেকে ঢুকতে পারেন কী না? ট্রাই করে দেখুন নিজেই- ওই নিউজ সাইট খুজে পাবেন না