| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রিয়াজ৩৬
সামু ব্লগ ভালবাসি। লেখালিখির অভ্যাস নেই তবে নিয়মিত ব্লগ পড়ি। অবসর কাটে ফেবু আর সামুতে।
নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দাম প্রতিনিয়ত বাড়লেও বেতন কিন্তু বাড়ছেনা। সাথে বাড়ছে যাবতীয় বিল, বাড়ি ভাড়া, যাতায়াত ভাড়া। বাস থেকে নেমে রিকশা ভাড়া গত পরশু ১০ থেকে ১৫ টাকা করে ফেলছে রিকশাওয়ালারা! শপিং এ যাওয়া বছরে ২ কি ৩ বার, তাই দাম বৃদ্ধিটা টের পাইনা।
বাবার মত সকল চাকুরীজীবিদের একই অবস্থা। বেতন আর নিত্যপ্রয়োজনীয় দ্রব্য/সেবার দাম যখন সম্পর্কযুক্ত তখন বেতন বন্ধুটি খুবই ধীরে বড় হয়।
২|
০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৩
তোমোদাচি বলেছেন: বেতন কে গরু মোটা তাজা করন ওষুধ খাওয়াতে হবে
০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫০
রিয়াজ৩৬ বলেছেন: ভাই, এতে কি আর কাজ হবে। তবে বেতন নামক বন্ধুটির পাশাপাশি অনেকেরই বাম হাতের বড় সাপোর্টার বন্ধু থাকে/ পেয়ে যায়। বাজারে গিয়ে মাছ দামাদামি করার সময় হুমড়ি খেয়ে পড়ে সেসব বাম হাতের কাজ করা লোকজন, তাই পছন্দের মাছটি আর কেনা হয়না।
৩|
০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৩
মুদ্দাকির বলেছেন:
৪|
০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০০
আহলান বলেছেন: ঠিক বলেছেন
৫|
০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৭
চারশবিশ বলেছেন: খুবই বাস্তব ছবি,
ব্যাপক মজা পাইলাম
৬|
০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৬
বিডি আমিনুর বলেছেন:
আমাদের দেশে হবে সেই স্কেল কবে ?
চাল, ডাল, তেলের চেয়ে বেতন বড় হবে ।
০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৬
রিয়াজ৩৬ বলেছেন: আমাদের দেশে হবে সেই স্কেল কবে ?
চাল, ডাল, তেলের চেয়ে বেতন বড় হবে ।
৭|
০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৬
আমি আবুল হুসেঈন বলতেছি বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: