![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামু ব্লগ ভালবাসি। লেখালিখির অভ্যাস নেই তবে নিয়মিত ব্লগ পড়ি। অবসর কাটে ফেবু আর সামুতে।
Fart বা পাদ একটি বহুল প্রচলিত শব্দ। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যিনি বায়ু নি:সরণ করেননি। ছোট- বড়, ধনী- গরিব, সাধারণ মানুষ- সেলিব্রেটি সবাই এ কাজটি নিখুতভাবে করে থাকেন। পাদ মেরে অনেকেই গিনেসবুকে নিজের নাম লিখিয়েছেন। আসুন জেনে নেই পাদ সম্পর্কে বিস্তারিত ও চমকপ্রদ কিছু তথ্য।
What is Fart? (পাদ কি?)
মলদ্বারের মাধ্যমে আন্ত্রিক গ্যাস বিতাড়িত করা। এটি মাঝে মাঝে গন্ধবিহীন হতে পারে এবং কখনও কখনও মারাত্মক।
Why People Fart? (মানুষ কেন পাদ দেয়?)
পাচনতন্ত্র মধ্যে এনজাইম দ্বারা খাদ্য পদার্থ বিপাকীয় ভাঙ্গনের ফলে এ গ্যাস উত্খাত হয়। অনেক উৎস থেকে আসতে পারে, যা trapped air দ্বারা ঘটিত। যেমন, চর্বণ বা পান করার সময় বায়ু ভিতরে যায় এবং কিছু গ্যাস আমাদের অন্ত্রে বসবাসকারী ব্যাকটেরিয়ার রাসায়নিক বিক্রিয়ার দ্বারা উত্পাদিত হয়।
Why Do Farts Smell Bad? (পাদে গন্ধ থাকে কেন?)
খাবার তালিকায় সালফার সমৃদ্ধ খাদ্য যতবেশি থাকবে farts এ তত ভয়ানক গন্ধ হবে। কিছু কিছু খাবার যেমন: মটরশুটি, বাঁধাকপি, পনির, সোডা, এবং ডিম যা অন্যদের তুলনায় অধিক সালফার ধারণ করে।
* পাদ সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য যা অনেকেই জানেননা:
১. গড় পাদে বিদ্যমান গ্যাস..
- 59% নাইট্রোজেন
- 21% হাইড্রোজেন
- 9% কার্বন ডাই-অক্সাইড
- 7% মিথেন
- 3% ওক্সিজেন
- 1% অন্যান্য
২. দিনে গড়ে একজন মানুষ 14বার পাদ দেয়।
৩. পাদের গতিবেগ - ৭মাইল / ঘন্টা।
৪. গড়ে মানুষ দিনে 1/2 লিটার fart গ্যাস তৈরি করে।
৫. ঠিক বের হয়ে আসার মুহুর্তে পাদের তাপমাত্রা সাধারণত 98.6 ডিগ্রিহয়ে থাকে।
৬. একজন ব্যক্তি যদি 6 বছর 9 মাস একটানা farting করে তা একটি পারমাণবিক বোমা এর সমতুল্য শক্তির সঙ্গে গ্যাস উত্পাদন হবে।
৭. পুরুষ আর মহিলা সমান তালে পাদতে পারে। তবে পুরুষ এ ব্যাপারে মহিলাদের চেয়ে গর্বিত থাকে।
৮. পাদ ধরে রাখা আপনার স্বাস্থ্যের জন্য খারাপ হতে পারে।
৯. Farts Are Flammable
১০. মানুষ মৃত্যুর পরেও Farting করে। মৃত্যু পর তিন ঘন্টা পর্যন্ত, পরিপাক নালীর উভয় প্রান্ত থেকে অবিরত গ্যাস বের হয়।
১১. কিছু সংস্কৃতি আছে, যেখানে লোকজন পাদকে উপভোগ করেন। দক্ষিণ আমেরিকা একটি ভারতীয় উপজাতি এটিকে অভিবাদন হিসেবে Yanomami fart বলে এবং চীনে আপনি একজন পেশাদার fart-smeller হিসেবে কাজ পেতে পারেন!
১২. Top 1o farters..
1. উইপোকা 2. উট 3. Zebra 4. ভেড়া 5. গরু 6. হাতি 7. কুকুর 8. Vegetarian Human 9. Non Vegetarian Human 10. Gerbil (মরুভূমির ইদুঁর)
* পাদ সম্পর্কে তথ্য যা আপনি ইতোমধ্যে জানেন:
১. সব মানুষ ই পাদ দেয়
২. They’re hilarious.
১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৮
রিয়াজ৩৬ বলেছেন:
২| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৮
ফয়সালরকস বলেছেন:
মদন বলেছেন: ++++++++++
৩| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪২
চুয়েট পেইন বলেছেন:
১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৩
রিয়াজ৩৬ বলেছেন:
৪| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৩
ফুরব বলেছেন: ৩. পাদের গতিবেগ - ৭মাইল / ঘন্টা।
৫| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৯
হাসান মাহবুব বলেছেন: আমি ছোটবেলায় ভাবতাম যে সিনেমার নায়িকারা এই কর্ম করে না।
১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫১
রিয়াজ৩৬ বলেছেন: হাহা... মজার কথা বলছেন ভাই!!
৬| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০৩
শান্তির দেবদূত বলেছেন: পোষ্টে সালফারের পরিমান বেশি, তাই একটু কটু গন্ধ বের হচ্ছে
১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০০
রিয়াজ৩৬ বলেছেন: আমার এভাবে সামুকে ডাস্টবিন বানানে উচিত হয়নি !!
৭| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০৬
গ্রীনলাভার বলেছেন:
৮| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০৯
চুক্কা বাঙ্গী বলেছেন: পাদের গতিবেগ - ৭মাইল / ঘন্টা।
একজন ব্যক্তি যদি 6 বছর 9 মাস একটানা farting করে তা একটি পারমাণবিক বোমা এর সমতুল্য শক্তির সঙ্গে গ্যাস উত্পাদন হবে।
পুরুষ আর মহিলা সমান তালে পাদতে পারে। তবে পুরুষ এ ব্যাপারে মহিলাদের চেয়ে গর্বিত থাকে।
ভাই আপনিতো দেখি পাদ বিশেষজ্ঞ!!
৯| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১২
স্বপ্নবিলাসী আমি বলেছেন:
বহুত কষ্টে পোষ্টটা পড়লাম!!!
১০| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
১১| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২০
বাঁধলেই বাঁধন বলেছেন: "++"
ইনারাই সেই ..Yanomami সম্প্রদায় । বেঁচারী পর্যটক
১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
রিয়াজ৩৬ বলেছেন: গ্রেট। ধন্যবাদ ফটোটি দেখানোর জন্য।
১২| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২১
ঘাসফুল বলেছেন: চমৎকার বায়ু দূষণ পোষ্ট! প্লাস...
১৩| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৮
নানাভাই বলেছেন: আপনারে পাদ বিশেষজ্ঞ হিসাবে ব্লগে নিয়োগ দেয়া যেতে পারে কিনা, ব্লগ কমিটির মিটিং এ আলোচনা করার জন্য আবেদন করা হইলো।
১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৫
রিয়াজ৩৬ বলেছেন: তাহলে পাদ নিয়ে ফারদার গবেষণারমূলক তথ্যের জন্য ব্লগের নামটাই পাল্টাতে হবে! সামু কর্তৃপক্ষ নিশ্চিত একাজ করবে না।
১৪| ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৬
আরািফন বলেছেন:
১৫| ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৭
ইমরাজ কবির মুন বলেছেন:
গ্রেট পোস্ট ম/ ||
১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
রিয়াজ৩৬ বলেছেন: ধন্যবাদ!
১৬| ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৮
মামুন রশিদ বলেছেন: Farts Are Flammable
(অফ টপিক- মন্তব্যের প্রতিউত্তরে ধারাবাহিকতা শোভনীয়)
১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
রিয়াজ৩৬ বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ!
১৭| ১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
মুক্তকণ্ঠ বলেছেন:
ঠিকাছে?
১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:২৪
রিয়াজ৩৬ বলেছেন: ঠিক আছে!
১৮| ১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
শিশির সিন্ধু বলেছেন: গান্ধী পোকার নাম নাই!!!!!!!!!!!!!!!!
১৯| ১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
তারেক বলেছেন: এই পোষ্টের মাধ্যমে আমার অরেক সমস্যার সমাধান হইল
১। পাদের সঠিক ইংরেজি জানতে পারলাম
২। পাদের উপর বিশাল ঞ্জান অর্জন করলাম
২০| ১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
আরজু পনি বলেছেন:
হাসিতো থামেনা...কি করতাম ?!
হাসি থামানির কিছু কন
২১| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০৬
লিঙ্কনহুসাইন বলেছেন:
২২| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৭
অপর্ণা মম্ময় বলেছেন: ইন্টারেস্টিং !!!
২৩| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩০
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ছোট বেলায় মানুষের সামনে পাদ দয়ে লজ্জা পেয়ে যেতাম তখন আমার লজ্জা ভাঙানোর জন্য আমার নানা বলতেন:
- '''''''''''পাদে পাদন্তি, পাদে ভাগ্যবতি, পাদে সর্বজন। পাদ নাই যার পুড়া কপাল তার।''''''''''''''''
পোষ্ট সৈরাম অৈচে........
১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:২৫
রিয়াজ৩৬ বলেছেন: পাদে পাদন্তি, পাদে ভাগ্যবতি, পাদে সর্বজন। পাদ নাই যার পুড়া কপাল তার।''''''''''''''''
২৪| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩০
আখাউরা পূলা বলেছেন: Farts Are Flammable! তাইলে পাদ দেবার সময় ম্যাচ জ্বালাইয়া ধরলে তো রকেটের মত অবস্থা হইব!
বাফুক পিলাচ!! ++
১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:০৪
রিয়াজ৩৬ বলেছেন: একবার চেষ্টা করে দেখবেন নাকি?
২৫| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩৮
নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: পড়তে পড়তে তো পাদ বাইরাইয়া গেলো
২৬| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৫
লজিক মানুষ বলেছেন: নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: পড়তে পড়তে তো পাদ বাইরাইয়া গেলো
:#
হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেলো...। সবাই যে পাদ দেওয়ার প্রতিযোগিতায় নামছে, ভবিস্যতে একটা পাদ মারার টুর্নামেন্ট করলে কেমন হয়???? @ লেখক।
২৭| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৬
বাংলার হাসান বলেছেন: গন্ধ গন্ধ গন্ধ গন্ধ
২৮| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫২
অপু তানভীর বলেছেন: গতিবেগ - ৭মাইল / ঘন্টা!!!
পরিমাপ করলো কেমনে ???
২৯| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৩
কাজী মামুনহোসেন বলেছেন: অচাম পোস্ট।
৩০| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৮
রেজওয়ান তানিম বলেছেন: পাদ গবেষণায় আন্নেরে নুবেল দেয়া হউক
৩১| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪১
প্রিন্স হেক্টর বলেছেন: আপনে এতকিছু জানলেন কি করে?
আপনি কি প্রফেশনাল ফার্ট স্মেলার?
৩২| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১:১৯
মুহামমদল হািবব বলেছেন: অনেক গুলি প্লাস+++++
৩৩| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩০
বাংলাদেশী দালাল বলেছেন:
৩৪| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৫
স্বপ্নবাজ অভি বলেছেন: ওত্তেরি! দুরন্ত পোষ্ট!
৩৫| ১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১৮
ত্রিভকাল বলেছেন: তার মানে এই পর্যন্ত যারা কমেন্ট করছে তারা সবাই সেই দিনই ৫ বারের মতো পাদিছে্ন...
১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১২
রিয়াজ৩৬ বলেছেন: আপনারটা গুনেছেন তো?!!
৩৬| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৫
সমুদ্র কন্যা বলেছেন: 'পাদে পাদন্তি
শোনে ভাগ্যবতী
পাদ নাই যার
পোড়া কপাল তার
পাদ গেল গিলাতলি
পাদ লইয়া কিলাকিলি'
থ্রিতে না ফোরে যখন পড়ি আমার এক ক্লাসমেট আর তার ভাই এই এক্সপেরিমেন্ট করসিল। বায়ুত্যাগের সময় লাইটার জ্বালায় রাখসে। তবে আগুন ধরে নাই, বেচারা আগুনের তাপেই লাফালাফি
১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
রিয়াজ৩৬ বলেছেন: ভাগ্যিস ক্লাসমেট এর পাদে অক্সিজেন কম ছিল।
৩৭| ১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৫
পাকাচুল বলেছেন: হলে আমরা এক রুমে চারজন থাকতাম। আমি ছিলাম জুনিয়র, বাকীরা সবাই আমার বড়। কোন একদিন ফিস্টে গুরুপাক খেয়ে আমার পেটে ভালোই গ্যাস হয়েছিলো।
তখন হলে নতুন উঠেছি, সবার সামনে যদি শব্দ হয়, তাই আমি বাইরে গিয়ে ঐ কাজ সেরে আসছিলাম। হঠাৎ খেয়াল করলাম, আমি না, অন্যরাও সজোরে শব্দ করছে, এবং রুমের মাঝেই। সেই সাথে রান্নার মশলার চৌদ্দগোষ্ঠী উদ্ধার করছে।
তখন আমার মনে হলো, খামাকা কষ্ট করে বাইরে শব্দের গুলি ছুড়লাম কেন?
সবাই ছড়া বলছে, আমিও একটা বলে যাই।
চামড়ার বন্দুক, বাতাসের গুলি,
মেরেছে কাপড়ে, লেগেছে নাকে।
১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৭
রিয়াজ৩৬ বলেছেন: চামড়ার বন্দুক, বাতাসের গুলি,
মেরেছে কাপড়ে, লেগেছে নাকে।
৩৮| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
মদন বলেছেন: @ পাকাচুল
চামড়ার বন্দুক
হাওয়ার গুলি
মারলাম ফাকে
লাগলো নাকে
৩৯| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
সাসুম বলেছেন: হাসান মাহবুব বলেছেন: আমি ছোটবেলায় ভাবতাম যে সিনেমার নায়িকারা এই কর্ম করে না।
৪১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৪
লাজুক ছেলে...... বলেছেন: আপনার এই পোস্ট এর জইন্নে ইমো খুজলাম একটাও উপযুক্ত মনে হইল না। তাই একটা পাদ দিলাম। হাল্কার উপরে ঝাপসা সালফার আছে। আমি এখনি রুম এর বাইরে যাব... কারন রুমে আরো ২ জন আছে। তারা নিশ্চিত একটু পর একে অপরের দিকে তাকাবে। বাট আমি দেখতে পারবো না ঐ মুহুরত টা।
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৬
মদন বলেছেন: ++++++++++