নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত তেমন কিছুই এখনও অর্জন করতে পারি নি। যে দিন নিজের সম্পর্কে বলার মত কিছু একটা অর্জন করতে পারবো সেই দিন বলবো আমিও কিছু একটা

ডি এইচ তুহিন

মোঃ দেলোয়ার হোসেন তুহিন

ডি এইচ তুহিন › বিস্তারিত পোস্টঃ

রিক্সায় একদিন

১০ ই জুন, ২০১৫ বিকাল ৫:৪৬

রিক্সায় খুব একটা যাতায়াত হয় না আমার। তবে পকেটে টাকা থাকলে সে অন্য কথা। কিছুদিন আগে হলি ক্রিসেন্ট থেকে জিইসি যাওয়ার জন্য রিক্সা নিলাম ভাড়ার দর না করেই উঠে গেলাম। জিইসি নেমে ভাড়া দিতে ম্যানিব্যাগ বের করছি এমন সময় রিক্সা ওয়ালা ভাই বললেন

- স্যার ম্যানিব্যাগ বের করতে হবে না ভাড়া লাগবে না।
-কেন ভাই?? কোন সমস্যা??
-না স্যার সমস্যা না,আপনার ভাড়া দেওয় লাগবো না।
-কেন দেওয়া লাগবে না তা তো বলবেন??
-একদিন আপনার একটা ফোনে আমার পোলার লাইগা এক স্যারে রক্ত দিতে আইছিল। স্যার আপনে আমারে চিনেন নাই। আপনার লগে আমার বাসে দেখা হইছিল আন্দরকিল্লায় ব্লাড ব্যংকো যাওয়া পথে। আমি কান্তেছিলাম চোঁখ দিয়া পানি পড়তাছিল। ব্লাড ব্যাংকো রক্ত আছিল না। তখন আপনে আমার তুন জানবার চাইছেন কান্দি ক্যান? আমি সব কইলাম আপনেরে। আপনে তখন এক স্যার এর কাছে কল দিয়া আমারে নাম্বার দিলেন। আর উনি আইসা রক্ত দিয়া গেছিল।
-হুম মনে পড়ছে, তবে ভাড়া তো আপনাকে নিতে হবে। আপনার জন্য যা করছি তা আমার দ্বায়িত্ব, বাংলাদেশের প্রতিটা মানুষের দ্বায়িত্ব রক্তদান করা। কিন্তু সবাই করেন না। একদিন সবাই করবে আসা করি।
-স্যার দোয়া করি আপনার মত সবাই এই ভাবে চিন্তা করুক।
-এই নেন ভাড়া নেন...
-না স্যার আমি নিতে পারুম না।
না নিলে আমি রাগ করমু....

ভাড়া দিয়ে চলে আসছিলাম এমন সময় রিক্সা ওয়ালা ভাই ডাক দিয়ে মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিচ্ছিল। আর উনার চোঁখ দিয়ে অঝরে পানি ঝড়ছিল.... সাথে আমারও কেন যেন চোঁখের জল খসে পড়লো.......

আমাদের সকলের দ্বায়িত্ব ক্ষুদার্তকে খাদ্য, বস্তহীনকে বস্ত, এবং অসহায়কে সাহায্য করা। আমি আমার সামর্থ্যানুযায়ী চেষ্টা করি, আপনি কতটুকু করেন??????

#হ্যাপ্পি_ব্লাড_ডোনেটিং

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৫ বিকাল ৫:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের সকলের দ্বায়িত্ব ক্ষুদার্তকে খাদ্য, বস্ত্রহীনকে বস্ত্র, এবং অসহায়কে সাহায্য করা। আমি আমার সামর্থ্যানুযায়ী চেষ্টা করি, আপনি কতটুকু করেন??????

#হ্যাপ্পি_ব্লাড_ডোনেটিং

সহমত। গত ঈদের পরে আর ব্লাড দেয়া হয়নি!!!! দেবার তাড়না পীড়িত করছে।

+++++++++

২| ১০ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:০০

ডি এইচ তুহিন বলেছেন: আপনার লোকেশন মোবাইল নাম্বার লাস্ট ব্লাড ডোনেশন ডেট দিন জরুরী প্রয়োজনে যোগাযোগ করবো,ও ব্লাড গ্রুপ অবশ্যই জানাবেন

৩| ১০ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

চাঁদগাজী বলেছেন:

আপনি ভালো বাংগালী




৪| ১০ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

ছাসা ডোনার বলেছেন: বাংলাদেশের প্রতিটা মানুষের দ্বায়িত্ব রক্তদান কর, কিন্তু সবাই করেন না। একদিন সবাই করবে আশা করি। এমন যেন হয়............।

৫| ১০ ই জুন, ২০১৫ রাত ১১:৪৮

আরণ্যক রাখাল বলেছেন: মানবতা ফিরে আসুক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.