নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ দেলোয়ার হোসেন তুহিন
বর্তমান সমাজে নারী অধিকার নিয়ে কথা বলতে গেলেই নারীবাদীর সীল মোহরানা লেগে যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নারীদের নিয়ে কথা বলাটা খুবই জরুরী হয়ে উঠে।
কিছুদিন আগের একটি ঘটনা চট্টগ্রামের জিইসি মোড়, সেন্টাল প্লাজার সামনে দাড়িয়ে আছে ১০ নং বাসের অপেক্ষায়। হটাৎ একলোক জনসম্মুখে ওরনা ধরে টান দেয়, অনেকে কথিত পুরুষ যদিও দাঁড়িয়ে ছিল সেখানে কিন্তু কেউ মাথা তুলে দাড়ায়নি মেয়েটির পাশে মেয়েটি নিশ্চুপ সহ্য করে কোন রকম দৌড়ে বাসে উঠে স্থান ত্যাগ করে অথাৎ পালিয়ে বাঁচে। ঘটনাটি মেয়েটি আমাকে জানায়।
আরও কিছু দিন আগে ঐ মেয়ের বন্ধুর সাথেও ঘটে ভয়াবহ ঘটনা, একজন কথিত পুরুষ তার পুরুষাঙ্গ হাতে দিয়ে মেয়েটির দিকে ছুটে আসছিল, মেয়েটি দেখেই লজ্জায় বাসে না উঠে সিএনজিতে উঠেই স্থান ত্যাগ করে।
আসলে মেয়েদের আমরা এখনও ভোগের পণ্য হিসেবেই দেখি, রাস্থায় কোন সুন্দরী মেয়ে দাড়িয়ে থাকতে দেখলেই মুখে একটা কথায় আসে "মাল"। আমরা সভ্যতা বড়াই করি কিন্তু এখনওও আমরা অসভ্য।
নারীদের দোষগুলো আলোচনার বিষয় হয় কিন্তু ওদের গুনগুলো কমই আলোচনা বিষয় হতে পারে। একটি মেয়েকে সাইকেল চালাতে দেখলেই চোঁখ বড় বড় করে তাকিয়ে থাকি, আর একটি ছেলে অনায়াসে কুকৃতি করেই যাচ্ছে সে দিকে আমাদের মাথা ব্যথা নেই।
তরুন প্রজন্ম যদি নারীর আধিকার দিতে না শিখে নারীদের সম্মান করতে না শিখ্র তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে সম্মান করবে বর্তমানে সেটাই একটা বিরাট প্রশ্ন???
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৩
ডি এইচ তুহিন বলেছেন: পুরুষ শাসিত সমাজে নারী অধিকার নিয়ে কথা বললে মানানসই কিন্তু নারী শাসিত সমাজে কেন বলতে হচ্ছে এটাও এখন প্রশ্ন??
©somewhere in net ltd.
১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৫
ফেরদাউস আল আমিন বলেছেন: উপলব্ধি, পর্যবেক্ষন সঠিক; তবে ক্ষমতায়, ক্ষমতার বিরুদ্ধে, সংসদ সকলই বর্তমানে সন্মানিত নারী পরিচালিত। উনারা যদি দৈনিক পাবলিক বাসে করে কাজে যেতেন, তা হলে আপনার তথা সাধারন নারীদের ভোগান্তি বুঝতেন এবং হয়তো সুরাহার পথ খুঁজতেন।