| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাচ্চাটির নাম আয়লান, জ্বী আমি সেই বাচ্চাটির কথা বলছি যে বাচ্চাটি সমুদ্র পথে পাড়ি দেওয়া সময় মারা গেছে। নিশ্চিত মৃত্যু জেনেও বেঁচে থাকার আসায় নৌ পথে পাড়ি দিতে গিয়ে নির্মম মৃত্যু। হৃদয়ে দাগ কেটে গেল। ফেসবুকে ঝড় তুলে দিয়ে গেল বাচ্চাটি। আমার ফ্রেন্ডলিস্টে অনেকেই বাচ্চার কাছে ক্ষমা চেয়ে পোষ্ট দিয়েছেন আবার কেউ কেউ লজ্জায় লাল হয়ে যাচ্ছেন। জানি না কতটুকু কষ্ট পেয়ে তারা বাচ্চাটির কথা শেয়ার করে করেছেন। তবে বেশিরভাগ মানুষের কষ্ট ও লজ্জা টাইমলাইনেই সীমাবদ্ধ। উনারা শেয়ার করেই নিজের দ্বায়িত্ব শেষ করে দিয়েছেন, ভাই অনেক হয়ছে এবার থামেন একবার আপনার পাশের এলাকায় বস্তিতে গিয়ে দেখেন কতগুলো বাচ্চা না খেয়ে মারা যাচ্ছে, কত বাচ্চা টাকার অভাবে ভিক্ষা করছে কিন্তু শিক্ষার আলো পাচ্ছে, একবার দেখেন রাস্তার পাশে আপনার ফেলে দেওয়া খাবার কুড়িয়ে অনায়াসে খেয়ে জীবনধারণ করচ্ছে কত বাচ্চা। আয়লান আপনার বা আমাদের কেউ না তার জন্য আপনি কেঁদে ফেসবুক ভাসিয়ে দিচ্ছেন অথচ আপনার হাত ধরে একটি বাচ্চা বলছে ভাইয়া দুইটা টাকা দেন কিছু খামু।
আমি জানি আমরা সল্প আয়ের মানুষ আমরা তেমন কিছুই করতে পারবো না ঐ বাচ্চাগুলোর জন্য কিন্তু একবার কি চেষ্টা করে দেখেছেন? তাদের নিয়ে কি একবারও ভেবে দেখেছেন?
এবার বলবেন আপনি কি ছিড়ে টাল দিছেন?
না আমিও কিছুই করি নাই কারন আমার করার মত সামর্থ্য নাই, তাই আপনার মত লোক দেখানো চোঁখের পানি ফেলি না।
পারলে কিছু করেন আর না পারলে এইসব ফালতু আবেগ দেখাইয়ে হাঁস্যকর পাত্র হইয়েন না।
২|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৮
ডি এইচ তুহিন বলেছেন: হুম
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৮
বিজন শররমা বলেছেন: আয়লানের কপাল ভালো সে বাংলাদেশে আসার চিন্তা করে নাই । এলে হয়তো তার অনাগত বোন মায়ের পেটে থাকতেই গুলি খেত ।