নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ দেলোয়ার হোসেন তুহিন
বছর শেষ হলেই চলে আসে পাওয়া না পাওয়ার হিসেব। ২০১৫ সালে যা পেয়েছি এর চেয়ে ৩ গুন হারে হারিয়েছি। হারিয়েছি জীবনের সব চেয়ে মূল্যবান কিছু মানুষ, হারিয়েছি বাবাকে। হারিয়েছি বন্ধুর মাকে, যিনি কখনই আমার ও উনার সন্তানদের মধ্যে কখনই আলাদা করে দেখতেন না। হারিয়েছি নিজেকে, জানি কখনও খুজে পাবো কি না। হারিয়েছি আরও অনেক কিছুই যা কখনই ফিরে পাবো না। ২০১৫ সালে আমাকে দিয়েছে অনেক ভাল কিছু বন্ধু, যেমনটা দিয়েছিল ঠিক ২০১১ সাল। ২০১১ ও ২০১৫ সালের সব কিছুই আমার স্মৃতির পাতায় লিখা থাকবে, যা পেয়েছি এবং যা হারিয়েছি....
আসা করবো ২০১৬ ভাল কিছু নিয়ে আসুক....
নতুন বছরের শুভেচ্ছা সবাইকে....
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৯
আজমান আন্দালিব বলেছেন: ভালো কাটুক আগামী দিনগুলো।