নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত তেমন কিছুই এখনও অর্জন করতে পারি নি। যে দিন নিজের সম্পর্কে বলার মত কিছু একটা অর্জন করতে পারবো সেই দিন বলবো আমিও কিছু একটা

ডি এইচ তুহিন

মোঃ দেলোয়ার হোসেন তুহিন

ডি এইচ তুহিন › বিস্তারিত পোস্টঃ

অভিমানী

১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩২

সেই দিন পূর্নিমা ছিল, মস্ত বড় একটা চাঁদ ছিল আকাশে, তুমি আমার কাছ থেকে খানিক দূরে দাঁড়িয়ে চাঁদ দেখছিলে, আমি তোমাকে দেখছিলাম, তুমি হালকা গোলাপি রঙের সাড়ি আর গোলাপি টিপ ছিল কপালের ঠিক মধ্যখানে। চাঁদ আমার মোটেই পছন্দ না, কারন চাঁদের গায়ে দাঁগ আছে। আমি দাঁগ একদম সহ্য করতে পারি না, একদম না। তোমাকে আমি অনেক ভালবাসি। তুমি থাকলে চাঁদও ভাল লাগে আমার। সেইদিন তুমি আমার উপর অনেক রেগে ছিলে, হুম আমি জানি তুমি অনেক রাগি মেয়ে কিন্তু আমার উপর কখনই তোমার রাগ দীর্ঘস্থায়ী হয় না। তবে সেইদিনের রাগটা অনেক বেশি ছিল। হওয়ারই কথা তোমার জন্মদিনের শেষভাগে এসে দাড়িয়েছি তোমার সামনে। কি করবো বল কাজ তো আর জম্মদিন বোঝে না!! তাই তো ইচ্ছে থাকা শর্তেও আসতে পারি নি। ভুলে যাই নি আমি তোমার জন্মদিন সেইদিন। তোমার রাগ ভাংগানোর মুহুৎটা আমার সবচেয়ে বেশি ভাল লাগতো। তুমি গোমটা মুখে আমার দিকে একবার চেয়ে আবারও চাঁদ দেখায় ব্যস্ত হয়ে ছিলে। তখন চাঁদটাকে দেখে বেশি হিংসে হচ্ছিল জানো তো? আমি চাঁদ একদম সহ্য করতে পারি না। কেন করবো চাঁদের জলসানো রূপ আমার একদম পছন্দ না। সবাই বলে চাঁদ নাকি অনেক সুন্দর বিশেষ করে পূর্নিমার মূহুতে। জলসানো রূপ তার আবার সৌন্দর্য। আমি তোমার কাছে গিয়ে হাতে হাত রেখেছিলাম, তুমি দূরে সরে যেতে চেয়েছিলে আমি তোমাকে আঁকড়ে ধরেছিলাম। আচ্ছা আমি কি ইচ্ছে করে করি বল, আমি যে দ্বায়িত্বে বাধা। ইচ্ছে করলেই সেই বাধন ছিঁড়ে তোমার কাছে আসতে পারি না। সেইদিন সারাটি রাত তুমি দেখেছ, সাথে ছিলাম আমিও, একক মূহুতের জন্যেও তোমাকে ছেড়ে যাই নি সেদিন, রাত যখন গভীর হয়েছিল তখন তোমার রাগ ভেঙ্গেছিল। আমার হাতটি তুমি ধরে ছিল মনে হচ্ছিল তুমি বুলতে চাইছো এই হাত কখনও ছেড়ে যেও না। আমিও শক্ত করে তোমার ধরে তোমাকে বলেছিলাম ছাড়বো না কখনই। আজ একবছর পেরিয়ে গেল আজও পূর্নিমা, আজকের চাঁদটা অনেক বেশি সুন্দর, তার রূপ এখন আর জলসানো না, চাঁদে কোন দাগও নেই, চাঁদ এখন আর অসহ্যনীয় লাগে না। সব কিছুই ঠিক আছে শুধু তুমি পাশে নেই, কাছে নেই, হাতে হাত রাখছো না, রাগ করছো না। আগলে রাখতে বলছো না...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.