নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত তেমন কিছুই এখনও অর্জন করতে পারি নি। যে দিন নিজের সম্পর্কে বলার মত কিছু একটা অর্জন করতে পারবো সেই দিন বলবো আমিও কিছু একটা

ডি এইচ তুহিন

মোঃ দেলোয়ার হোসেন তুহিন

ডি এইচ তুহিন › বিস্তারিত পোস্টঃ

রক্ত দিন জীবন বাঁচান, বি পজেটিভ

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫

অনেক পুরোনো বন্ধুর সাথে দেখা, সহজ-সরল ছেলে। ছোট বেলা থেকেই একসাথে বড় হইছি। তখন থেকেই চিনি। বন্ধু মহলের সবার চেয়ে ও একটু আলাদা। সবার সাথেও হাসি-মুখে কথা বলে, ঝগড়া-বিবেধের মধ্যে সে নাই। খুব বড় সড় গালি দিসে বলেও মনে হয় না কখনও। কেউ যদি তাকে গালি/মারলেও সে কিছু বলে না। চুপচাপ সেখান থেকে চলে যায়, আবার কারো কোন বিপদে সে পিছ পা হয় না। যেখানেই থাকুক সে চলে আসবে। বন্ধু মহলের সবাই থাকে খেতাব দিয়েছিল হাতেম তাই। সবাই থাকে খুব পছন্দ করতো। আজ অনেক প্রায় ৫ বছর পর তার সাথে দেখা। দেখেইই বোঝা যাচ্ছে সে কোন বিষয় নিয়ে চিন্তিত। গম্ভির মুখে আমার সামনে এসে দাঁড়ালো। হাসিমুখে থাকা ছেলেটার এমন রূপ দেখে খুবই মায়া হচ্ছিল। জিজ্ঞাসা করলাম
-কি হয়েছে
-বোনের জন্য রক্ত লাগবে।
-তোর এতো বন্ধু আছে তাদের কল দে কেউ না কেউ অবশ্যই সাহায্য করবে।
-কেউ দিবে না।
-তুই কল দিছিলি?
-না...
-কথা না বলেই কিভাবে বুঝলি কেউ দিবে না?
-আমি জানি দিবে না।
-তুই কল দে আমি কথা বলবো।
একে একে দুই-তিন জনকে কল দিলো কিন্তু যাদের সে কয়েকবার অনেক ভাবে সাহায্য করেছে তারা কেউ তার সাহায্য এগিয়ে আসছে না। তার বিপদে কেউ এগিয়ে আসছে না। অবাক হলাম না কারন এমন দৃশ্য দেখ দেখতে এখন অভ্যাস হয়ে গেছে আমার। অনেক রোগির লোককে দেখেছি যারা নিজের আপন ভাই-বোন/বাবা-মাকেও রক্ত দিতে চায় না, তারা নাকি ভয় পায়। কিসের ভয় সে প্রশ্নের উত্তর আজও পেলাম না। নিজের ভাই-বোন/বাবা-মাকে হারানোর চেয়ে বেশি ভয় রক্ত দিতে? এ কেমন ভয়? যে রক্তগুলো চার মাস পর নষ্ট হয়ে যায় সেই রক্ত দিতে কিসের ভয়? যদি শুধু মাত্র রক্ত দিয়ে একটি মানুষের জীবন বাঁচানো যায় তাহলে সেই রক্ত দিতে কেন এতো ভয়? জানি তারা কেন ভয় পায়। ছেলেটার মুখটা আরো মলিন হয়ে গেল। দেখতে খুবই খারাপ লাগছিল। বললাম
কখন রক্ত লাগবে? সে জানালো কাল সকালে। আমার পরিচিত একজন বন্ধুকে কল দিয়ে কমফার্ম করলাম সে রক্ত দিতে পারবে। নাম্বারটা তাকে দিয়ে বললাম
-এই নাম্বারে কল দিস ও এসে ব্লাড দিয়ে যাবে...
-যদি না দেয়?
-না দিলে আমাকে কল দিস ইনশাআল্লাহ একটা না একটা ব্যবস্থা হবেই তুই চিন্তা করিস না।
-আচ্ছা ঠিক আছে...
-চল চা খাই...
-হুম চল...
আমি চাইলে আগেই ওকে নাম্বারটা দিয়ে পারতাম, কিন্তু রক্ত পাওয়া এতোটা সহজ নয় সেটা বোঝানোর জন্য দেই নি। সেচ্ছায় রক্ত দান করুন, নিজে রক্তদিন অন্যকে রক্তদানে উৎসাহিত করুন। রক্ত দান করলে শরিরের কোন ক্ষতি হয় না তাহলে কেন অহেতুক অজুহাত?
#রক্ত_দিন_জীবন_বাঁচান
#হ্যাপ্পি_ব্লাড_ডোনেটিং
® #ডি_এইচ_তুহিন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.