নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ দেলোয়ার হোসেন তুহিন
বর্তমানে প্রায় ৭০-৮০% গর্ভবতী মায়ের রক্তের প্রয়োজন হয়, শুধুমাত্র অবিভাবকদের সচেতনতার অভাবে অসংখ্য প্রসূতি মা ও তার অনাগয় সন্তান রক্তের অভাবে প্রান হারাচ্ছে, অবিভাবকগণ যদি আগে থেকেই দুইজন রক্তদাতার ব্যবস্থা করে রাখতেন তাহলে অন্তত রক্তের অভাবে মৃত্যুর হার অনেক গুন কমে যাবে।
.
গর্ভবতী মায়ের জন্য আগে থেকেই দুই জন রক্তদাতার ব্যবস্থা করে রাখতে হয় এই কথা অনেক অবিভাবকই জানে না। আমরা যারা সেচ্ছাসেবক ও রক্তদাতা তাদেরই দ্বায়িত নিতে হবে ঐ মানুষগুলোকে সচেতন করার। যতদিন পয়র্ন্ত ঐসব অচেতন মানুষগুলোকে সচেতন করা হবে না ততদিনে পয়র্ন্ত আমাদের দেখতে হবে রক্তের অভাবে মা ও তার অনাগত সন্তানের মৃত্যু :'( আমরা কতজনের মৃত্যুর খবরটা পাই বা কতজন মায়ের জন্য রক্তের জোগাড় করে দিতে পারি?? আমাদের চোখের অন্তরালে কত মা তার সন্তান হারা হচ্ছে সেই খবর কি রাখি আমরা?? তাই এখনই সময় সচেতনতা ছড়িয়ে দিন।
সবাই একসাথে বলুন-
"গর্ভবতী মায়ের জন্য আগে থেকেই দুইজন রক্তদাতার ব্যবস্থা করে রাখুন"
.
সকলের প্রতি একটা অনুরোধ রক্তদানে সচেতনতামূলক ভিডিওটি নিজে দেখুন ও অন্যদের দেখার সুযোগ করে দিন
হ্যাপ্পি ব্লাড ডোনেটিং
.
ইউটিউব ভিডিও লিংক
https://www.youtu.be/lskmd0cSP7A
©somewhere in net ltd.