নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ দেলোয়ার হোসেন তুহিন
আপনি নিয়মিত রক্তদান করেন। কিন্তু তা অন্যকে জানাতে পছন্দ করেন না। আপনি বলেন, ভাল কাজ করে লোক দেখাবো কেন? লোক দেখানো ভাল কাজ করে লাভ কি?
.
ভাই চোরের মত ভাল কাজ করে কি লাভ বলুন তো? আপনি একটা ভাল কাজ করলেন কিভাবে করলে কেন করলে তা যদি মানুষ জানে তাহলে হয়তো আপনাকে কেউ একজন নিজের আদর্শ ভাবতে পারে আপনাকে দেখে ভাল কাজে উৎসাহিত হতে পারে।
.
আমি রক্তদান করে সোশ্যাল মিডিয়াতে সেলফি আপলোড করি, জ্বী ভাই আমি লোক দেখানো ভাল কাজ করি, অন্যদেরও বলি তারা যেন ছবি আপলোড করে। এতে আমার একটুও লজ্জা করে না আমি নিজেকে নিয়ে নিজেই গর্ব করি, "আমি আপনি রক্তদান করতে"।
.
প্রতিটি উৎসবে আমি রক্তদান করার চেষ্টা করি, ফেসবুকে স্ট্যাটাস হাকি, কারন উৎসবগুলোকে স্মরনীয় করে রাখতে চাই, অন্যকে উৎসাহিত করতে চাই। এসব কথা আপনি বুঝবেন না। কারন আপনার মনের ভেতত একটা চোর বশত করে, আর আমাদের আছে সাহসিকতা, জ্বী লোক দেখানোর সাহসিকতা।
.
বাংলাদেশ এশিয়া কাপ জিতলে রক্তদান করবো
©ডি এইচ তুহিন
২| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১:৫৭
ডি এইচ তুহিন বলেছেন: এটা শর্ত নয়, রক্তদানের মাধ্যমে উল্লাস করবো না জিতলেও রক্তদান করবো,
©somewhere in net ltd.
১| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪০
বিজন রয় বলেছেন: বাংলাদেশ এশিয়া কাপ জিতলে রক্তদান করবো.......... এমন শর্ত কেন?