নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত তেমন কিছুই এখনও অর্জন করতে পারি নি। যে দিন নিজের সম্পর্কে বলার মত কিছু একটা অর্জন করতে পারবো সেই দিন বলবো আমিও কিছু একটা

ডি এইচ তুহিন

মোঃ দেলোয়ার হোসেন তুহিন

ডি এইচ তুহিন › বিস্তারিত পোস্টঃ

আজাইরা বিনুদোন

২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৩

আমার নানা বলতো আমাদের দেশে লোক জমা কোন ব্যপার না, তুই রাস্তার মাঝখানে থুথু ফেলে কিছুক্ষন থুথুর দিকে তাকিয়ে থাক দেখবি কয়েকজন কৌতুহলী লোক এসে দাড়িয়ে তোর সাথে থুথুর দিকে তাকিয়ে থাকবে, কেউ জিজ্ঞাসা করবে কি দেখেন। এভাবেই দেখবি অনেক মানুষ জমে গেছে। তখন ছোট ছিলাম বুঝতাম না কিন্তু এখন বুঝি আসলেই ঠিক। এদেশের মানুষ বেশিরভাগই বেকার, তাদের সময় কাটানোর জন্য প্রয়োজন বিনোদন। আর এইই বিনোদন বিনামূল্য যেখানেই পায় লুফে নেয়। কিছুদিন আগে রাস্তার ফুতপাত ধরে হাটছি দেখলাম রাস্তার একপাশে কিছু মানুষ গোল করে দাঁড়িয়ে আছে ভাবলাম কোন এক্সিডেন্ট বা অন্য কোন সমস্যা কি না দেখি। গিয়ে দেখি এক বৃদ্ধলোক বিভিন্নভঙ্গিমা করে সুই-সুতা বিক্রি করছে ঐগুলো এতোগুলা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে অথচ উনার কাছ থেকে ক্রেতা মাত্র ৩-৪ জন। এমন দৃশ্য প্রায় সময় দেখি। কিন্তু কারো বিপদে ছুটে আসতে কম দেখা যায় এই সমস্ত মানুষদের কারন সেখানে বিনোদন নেই আর অহেতু জামেলায় জড়াতে চায় না। :(

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.