নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত তেমন কিছুই এখনও অর্জন করতে পারি নি। যে দিন নিজের সম্পর্কে বলার মত কিছু একটা অর্জন করতে পারবো সেই দিন বলবো আমিও কিছু একটা

ডি এইচ তুহিন

মোঃ দেলোয়ার হোসেন তুহিন

ডি এইচ তুহিন › বিস্তারিত পোস্টঃ

হিজড়াত্ব (পুরুষরূপি হিজড়া)

০১ লা জুন, ২০১৬ দুপুর ১২:২৯

লোকাল বাসে যাতায়াত করার সময় প্রায়ই কিছু দৃশ্য চোখে পরে। যেমন ধরুন- বাসের হেল্পারের সাথে ১-২ টাকা নিয়ে ঝগড়া, কারো পকেট থেকে টাকা/মোবাইল চুরি করেছে কোন পকেটমার, আরও অনেক তবে যেই বিষয়টা আমাকে ভাবিয়ে তুলে তা হচ্ছে কিছু পুরুষ মানুষ মহিলার সিটে বসে থাকা, মানুষগুলো মহিলার সিটে বসে থাকে আবার মহিলা বাসে উঠলেও জায়গা দিতে চায় না। এসব মানুষের কাছে সব সময় কিছু অযৌক্তিক যুক্তি মুখেই থাকে। যেমন...
-
-পুরুষের সিটে মহিলা বসলে তো তুলে দেই না মহিলার সিটে পুরুষ বসলে কেন উঠতে হবে।
-নারী পুরুষ সমান, পুরুষ দাড়িয়ে যেতে পারলে নারী কেন পারবে না।
-সিট কি কিনে রাখছেন, ঐরকম হলে সিএনজিতে করে চলাফেরা করেন।
ইত্যাদি...
-
লোকাল বাসগুলোতে মহিলা সিট থাকে হাতে গনা ৪-৫টা কিছু মহিলা বাসের ইঞ্জিনে বসে যাতায়াত করে ঐ সিটগুলো যদি কাউন্ট করা হয় তাহলে সর্বমোট ৭-৮টা সিট/বসার স্থান মহিলাদের জন্য সংরক্ষিত থাকে আর বাদবাকি পুরো বাসেই বসে/দাঁড়িয়ে যাতায়াত করে পুরুষ। কিন্তু প্রায় দেখি মহিলা সিটে পুরুষ বসে যাতায়াত করছে, কেউ কিছু বললেই উল্টা-পাল্টা কথা শুরু করে দেয়।
-
কিছুদিন আগে আমি একটা লোকাল বাসে উঠে কোথাও যাচ্ছিলাম জায়গা না পাওয়ার দাঁড়িয়ে আছি। আমার সামনে ইঞ্জিনের উপের জায়গাটি সম্পুর্ন খালি ছিল। আমি সহ আরও কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছি কিন্তু সেই খালি জায়গায় বসছিলাম না। কিছুদুর যাওয়ার পর একজন মধ্যবয়স্ক লোক উঠে সেই ফাঁকা স্থানে বসে পরে, বাসের হেল্পর চেঁচিয়ে বলে " মহিলার সিটে বসবেন না, মহিলা আসলে উঠে যেতে হবে। " লোকটি কোন কথা না বলে সেই সিটেই বসে থাকে। কিছুক্ষন পর একটি মহিলা বাসে উঠে। বাসে কোন মহিলা সিট ফাঁকা নেই। হেল্পার আবারও চেঁচিয়ে বলে
" ভাই মহিলার সিট ছেড়ে দেন "
লোকটা চুপচাপ বসে আছে, হেল্পার আরও দুই-একবার বলার পরও লোকটি জায়গা না ছেড়ে বলে উঠলো...
"তোরা মহিলা সিট না থাকলে বাসে পেসিঞ্জার তুলোস ক্যান? "
হেল্পার- " ঐটা কি আপনার জায়গা? ঐটা মহিলাদের জন্য রাখা হইছে "
- "ওরা কি জায়গা কিনে রাখছে? বাসে উঠলেই কি জায়গা ছেড়ে দিতে হবে নাকি? "
হেল্পারের সাথে মোটামুটি মারামারি হবে হবে অবস্থা। আমরা যাত্রীরা উনাকে অনেক বুঝানোর চেষ্টা করলাম কিন্তু উনি বুঝতে নারাজ। ঠিক ২-৩ মিনিট পর লোকটার গন্তব্য পৌছে যায় ও উনি নেমে যান নামতে নামতে মহিলাটিকে বলেন-
" নেন আপনার জায়গা বসে থাকেন "
অদ্ভুত মানুষ ৪-৫ মিনিট বসার জন্য কি ঝগড়াটাই না করলেন। অথচ উনি ৫ মিনিট দাঁড়ালেই উনার গন্তব্যে পৌছে যেতে পারতেন।
-
আরও একটি ঘটনা বলি...
আমার এক ছোট বেলার বান্ধবি কিছুদিন আগে রাত প্রায় সাড়ে ৮টার দিকে বান্ধবির বাসা থেকে বের হয়ে একটি লোকাল বাসে উঠে বাসায় যাওয়ার উদ্দেশ্য তার ছিল তিনজন, তিনজনই মেয়ে মানুষ। বাসে উঠে দেখে মাহিলা সিটেগুলোতে পুরুষ বসে আছে। বাসের হেল্পর লোকগুলোকে মহিলার সিট ছাড়তে বলে কিন্তু লোকগুলো কিছুতেই ছাড়ে না বরং বিভিন্ন ধরনের কথা শুনাতে থাকে।
-
-মহিলা উঠলেই কি জায়গা ছাড়তে হবে নাকি?
-আমি অনেকক্ষন ধরে বসে আছি এই সিটে।
-সিট না থাকলে তুলোস ক্যান?
তখন আমার বান্ধবি লোকগুলোকে উদ্দেশ্য করে বলেন মহিলার সিট ছেড়ে দিতে কিন্তু তাতেও উনারা সিট ছাড়ে না উল্টো মেয়েটার সাথে তর্ক শুরু করে দেয় সবাই মিলে মেয়েগুলোকে বিশ্বাস করতে বাধ্য করায়
-তারা রাতে বাসে উঠে ভুল করছে,
-মেয়েদের বাসে যাতায়াত করার কোন অধিকার নাই।
-বাস শুধু পুরুষদের জন্য আসছে।
ইত্যাদি...
-
ভাই আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ আমাদের বিলাসবহুল গাড়িতে চলা ফেরা করার মত সামর্থ্য নাই। আমরা সিএনজি রিক্সায় যদি প্রতিদিন চলাফেরা করি তাহলে খাবার খেতে হবে ভিক্ষা করে। আমাদের এতো ফুটানি মানায় না। আমার মা-বোনও রাস্তায় চলা ফেরা করে। উনারাও লোকাল বাস বা টেম্পুতেই চলা ফেরা করে। একবার ভেবে দেখুন আজকে আপনি যেই মেয়েটি/মহিলাটিকে বাসে জায়গা দিচ্ছেন না কাল যদি আপনার সামনে আপনার মা/বোনের সাথে এমন হয় আপনার কেমন লাগবে?
এমনও তো হতে পারে যেই মেয়েটি/মহিলাটির সাথে আজ বাসের জায়গা নিয়ে খারাপ ব্যবহার উপহার দিলে কাল সেই মেয়েটিকে আপনার ঘরের বউ করার জন্য তারই বাসায় প্রস্তাব দিতে গেলেন/ মহিলাটির মেয়ের জন্য প্রস্তাব নিয়ে গেলেন। মেয়েটি/মহিলাটি আপনার দূরসম্পর্কের আত্বীয় হয়। বলছি আপনার কেউ না হোক সেই তো মায়ের জাতি বোনের জাতি কেন তাদের এতো অবহেলা করবেন?
-
ভেবে দেখুন...
"যেই পুরুষ মহিলার জায়গায় বসে সে পুরুষ নয় হিজড়া সেই জন "
-
®ডিএইচ_তুহিন

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৬ দুপুর ১:১০

আলভী রহমান শোভন বলেছেন: পোস্টটা ভালো লেগেছে। কিন্তু হিজড়া সমাজকে অবমাননা করার ব্যাপারটা ঠিক ভালো লাগলো না।

২| ০১ লা জুন, ২০১৬ দুপুর ২:৪২

ভবঘুরে মানুষ বলেছেন: এদের জুতো পেটা কজুতোজুতোরই জাত জাবে!!

৩| ০১ লা জুন, ২০১৬ রাত ৮:৩৪

ডি এইচ তুহিন বলেছেন: আলভী রহমান শোভন ভাই ঠিক বলেছেন

৪| ০১ লা জুন, ২০১৬ রাত ৮:৩৫

ডি এইচ তুহিন বলেছেন: ভবঘুরে মানুষ ভাই জুতাও লজ্জা পাবে :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.