নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত তেমন কিছুই এখনও অর্জন করতে পারি নি। যে দিন নিজের সম্পর্কে বলার মত কিছু একটা অর্জন করতে পারবো সেই দিন বলবো আমিও কিছু একটা

ডি এইচ তুহিন

মোঃ দেলোয়ার হোসেন তুহিন

ডি এইচ তুহিন › বিস্তারিত পোস্টঃ

কিভাবে নিজের রক্তের গ্রুপ নিজেই পরিক্ষা করবেন?

১৬ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১০

অনেক রক্তদানীয় স্বেচ্ছাসেবক আছেন যারা এখনও রক্তের গ্রুপ পরিক্ষা করতে পারেন না আবার অনেকেই জানতে/শিখতে চান কিভাবে রক্তের গ্রুপ পরিক্ষা করা যায়। আজকে শিখাবো ঘরে বসে কিভাবে রক্তের গ্রুপ পরিক্ষা করা হয়। পোষ্টটি ভাল লাগলে শেয়ার করবেন :)
.
রক্ত পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় উপকরন :
০১ : এন্টিজেন এ (antigen a)
০২: এন্টিজেন বি (antigen b)
০৩ : আর এইচ ফেক্টর ( rh factor)
০৪ : স্লাইড তিনটি ।
০৫ :পিন ।
প্রথেমে তিনটি স্লাইডে যথাক্রমে এন্টিজেন এ (antigen a), এন্টিজেন বি (antigen b),আর এইচ ফেক্টর ( rh factor) নিন | এরপর পিন দিয়ে আঙ্গুল থেকে তিন ফোটা রক্ত তিনটি স্লাইডের মধ্যে রাখুন | এখন যে স্লাইডে রক্ত জমাট বাধবে তার রক্তের গ্রুপ সেটা | যদি এন্টিজেন এ (antigen a) এবং আর এইচ ফেক্টর ( rh factor) এর স্লাইড জমাট বাধে তবে রক্ত A positive | যদি এন্টিজেন বি (antigen b) এবং আর এইচ ফেক্টর ( rh factor) এর স্লাইড জমাট বাধে তবে রক্ত B positive | যদি তিনটি স্লাইডের রক্ত জমাট বাধে তবে রক্ত AB Positive | আবার যদি এন্টিজেন এ (antigen a) এর স্লাইড জমাট বাধে কিন্তু আর এইচ ফেক্টর ( rh factor) এর স্লাইড জমাট বাধে না তবে রক্ত A Negative | যদি এন্টিজেন বি (antigen b) এর স্লাইড জমাট বাধে কিন্তু বং আর এইচ ফেক্টর ( rh factor) এর স্লাইড জমাট বাধে না তবে রক্ত b Negative | তিনটি স্লাইডের এন্টিজেন এ (antigen a) ও এন্টিজেন বি (antigen b) এর স্লাইড জমাট বাধে কিন্তু আর এইচ ফেক্টর ( rh factor) এর স্লাইড জমাট বাধে না তবে রক্ত AB Negative | যদি তিনটি স্লাইডের একটিও রক্ত জমাট না বাধে তবে রক্ত O Negative | তিনটি স্লাইডের এন্টিজেন এ (antigen a) ও এন্টিজেন বি (antigen b) এর স্লাইড জমাট না বাধে কিন্তু আর এইচ ফেক্টর ( rh factor) এর স্লাইড জমাট বাধে তবে রক্ত O Positive।
রক্তদান সংক্রান্ত যে কোন প্রশ্ন আমাদের ইনবক্স অথবা কমেন্ট করুন, ধন্যবাদ :)
#শ্রদ্ধেয়_তুহিন_ভাই

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

সাদা মনের মানুষ বলেছেন: মাথায় কিছুই ঢুকল না :(

২| ১৬ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

আহা রুবন বলেছেন: এত প্যাচাপেচির চেয়ে অন্যকে দিয়ে করানোই সহজ।

৩| ১৬ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

ছাসা ডোনার বলেছেন: ধন্যবাদ ভাই।

৪| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৫

কলাবাগান১ বলেছেন: এন্টিজেন এ/বি/আর এইচ ফেক্টর এগুলি কি মানুষের ঘরের ফ্রিজে থাকে যে নিজে নিজের রক্তের গ্রুপ চেক করতে পারবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.