নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ দেলোয়ার হোসেন তুহিন
জীবনে এমন কিছু আঁকাবাঁকা মোড় আসে তা খুব সাবধানতার সাথে এগিয়ে যেতে হয়। একটু ভুল মানেই আপনি পড়ে যাবেন মৃত্যুর কোলে। এই মোড় গুলো অতিক্রম করতে অনেক কষ্ট হবে আপনার। মনে হয়ে পথ যেন ফুরাচ্ছেই না।অনেকটা পুলসিরাতের মত। চুলের চেয়েও ছোট রাস্তা দিয়ে যেতে হবে পার হয়ে যেতে পারলে জান্নাত আর একটু ভুল মানেই অগ্নিকুন্ডে যেতে হবে আপনাকে। পুলসিরাত পার হতে আপনার লাগবে ঈমানী শক্তি। আপনি দুনিয়াতে যাই করেন সব কিছুর হিসেব দিতে হবে ভাল কর্মের জন্য পাবেন জান্নাত আর খারাপ কর্মের জন্য জাহান্নাম। আর জীবনের মোড়গুলো পার হতে লাগবে দৃঢ় বিশ্বাস ও ধৈর্য শক্তি। আপনি যত বেশি ধৈর্য নিয়ে জীবনের মোড়া অতিক্রম করবেন ততই সফলতার দিকে এগিয়ে যাবেন। জীবনের সকল ভয়ানক পরিস্থিতিতে থাকতে হবে শান্ত রাখতে হবে হোপ এবং দৃঢ় বিশ্বাস। স্মরণ করতে হবে আপনার সৃষ্টিকর্তাকে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। উনি ছাড়া দুনিয়াবী কোন সম্পর্কের কোন মূল্য নেই। জীবন চলার পথে অনেকেই আপনার সাথে থাকবে পাশে থাকবে আবার দূরে চলে যাবে। কিছু মানুষের জন্য আপনার নিজের জীবনের মায়া ত্যাগ করার ইচ্ছে আসতে পারে। কিন্তু ভেঙ্গে পড়লে চলবে না নিজের উপর বিশ্বাস রাখতে হবে। স্রষ্টাকে মনে প্রাণে স্মরণ করতে হবে উনার সাহায্য চাইতে হবে। একমাত্র উনিই আপনাকে সাহায্য করতে পারবেন। কিছু সময় আসে যখন আপনি বাবা/মা/ভাই/বোন কাউকে পাশে পাবেন না বা মনের দুঃখগুলো শেয়ার করতে পারবেন না। তখন এমন একজন আপনার পাশে উচিলা হয়ে আসবে যাকে আপনি মনের সব কষ্টগুলো দিয়ে দিতে পারবেন আল্লাহ আপনার জন্য সেই উচিলা প্রেরণ করবেন। উনার উপর সব সময় ভরসা করে সামনের দিকে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ কামিয়াব হবেন। আল্লাহ আমাদের সকল পরিস্থিতি মানিয়ে নেওয়ার তৌফিক দান করুক।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩৫
ওমেরা বলেছেন: অল্প কথায় খুব সুন্দর লিখেছেন । মনে খুব প্রশান্তি লাগলো আপনার লিখাটা পড়ে ।
পরকালের জবাবদিহিতার কথা স্বরনে রাখলে আমাদের ইহকালীন কর্মগুলো সুন্দর হবে ।
ইহকালীন জীবন ক্ষয়স্থায়ী এখানকার সুখ- দু:খও ক্ষনস্থায়ী অনন্তকালের সুখই আমাদের কাময হওয়া উচিত ।
অনেক ধন্যবাদ আপনাকে ।
ভালো থাকবেন ।
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩৭
রাজীব নুর বলেছেন: পরকাল ভুলেই জীবন যাপন করছি।
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৪
শায়মা বলেছেন: ইহকালের পুলসিরাতই কি কম কঠিন ভাইয়াজান!!!
©somewhere in net ltd.
১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১৭
চাঁদগাজী বলেছেন:
জন্মের ১ বছর, ২ বছর ১কোটী বছর আগে একজন মানুষ থাকে না, মৃত্যুর পরও মানুষ থাকে না; মৃত্যুর পর আর কোন কার্যক্রম নেই।