নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত তেমন কিছুই এখনও অর্জন করতে পারি নি। যে দিন নিজের সম্পর্কে বলার মত কিছু একটা অর্জন করতে পারবো সেই দিন বলবো আমিও কিছু একটা

ডি এইচ তুহিন

মোঃ দেলোয়ার হোসেন তুহিন

ডি এইচ তুহিন › বিস্তারিত পোস্টঃ

বিষণ্ণতা

০৭ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩১

আমাদের বাজে সময়গুলোতে আমরা নিজেকে আড়ালে রেখে নিজের কষ্টগুলো একান্ত নিজের কাছে রাখতেই পছন্দ করি। কারো সাথে শেয়ার করলে মানুষ কষ্টগুলো নিয়ে খোজাখুজি করবে, হাসাহাসি করবে এই ভয়ে আমরা নিজেকে আড়ালে রেখে সুখে থাকার অভিনয় করি। খারাপ সময় আসে আবার চলে যায়, তাই নিজেকে যত আড়ালে রাখা যায় ততই ভাল তবে কেউ কেউ দুঃখ আড়াল করতে গিয়ে নিজেকেই আড়াল করে ফেলে পৃথিবী থেকে, খুজে নেয় অন্য কোন পথ।
ঐ মানুষগুলো আমাদের পাশেপাশেই থাকে বুকে জমানো ব্যথা নিয়ে আমাদের মাতিয়ে রাখে, কাউকে বুঝতে দেয় না তার ভেতরের অবস্থান, বুঝতে দেয় না তার বুকের ভেতর কত বড় ঝড় চলছে, সব উথাল-পাতাল করে দিচ্ছে। আমরা টের পাইনা আমাদের গা-ঘেঁষে বসে থাকা হাসিখুশি মানুষটি গোপনে কতটা একা। পুড়ে ছারখার হয়ে যাচ্ছে তার মনের সুন্দর সেই বনটি। আকস্মিক সেই ঝড়ে, ঝরে যাচ্ছে তার জীবনের সুন্দর সব সবুজ পাতাগুলো। আবার তারা নিজেই নিজেকে শক্ত করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে।
অনেকেই পারে আবার অনেকে লোক-চোখের অন্তরালে চলে যায়। কান্না পেলে তারা একাই গোপনে কাঁদে, তবুও নিজের দুঃখ-ক্ষতগুলো কাউকে দেখায় না। কারণ লোকে তার দুঃখগুলো নিয়ে খেলবে মানুষ বড় নিষ্ঠুর ও নির্দয়।
তারা পুকুরে ঢিল ছুড়ে খেলার চলে ব্যাঙ হত্যা করেই মজা পায়...

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৪

কামাল১৮ বলেছেন: দুঃখ শেয়ার করলে কমে আনন্দ শেয়ার করলে বাড়ে।সমস্যা নিয়ে অন্যের সাথে আলাপ করলে সমাধান বের হয়ে আসে।

০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:০০

ডি এইচ তুহিন বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আসলে দু:খ শেয়ার করতে পারার মত বোঝার মত বন্ধুটিও পাশে থাকা চাই তখনই দুঃখ কমে..

২| ০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:১৪

খায়রুল আহসান বলেছেন: চমৎকার লিখেছেন! কেবলমাত্র ভুক্তভোগীরাই কিংবা তাদের অন্তরে লুকায়িত অনলে দগ্ধ হবার দুর্গতিটা যারা প্রত্যক্ষ করেন তারাই এ পোস্টের প্রতিটি বাক্য মর্মে মর্মে উপলব্ধি করবেন।
পোস্টের মাধ্যমে সেসব হতভাগাদের প্রতি যে সহমর্মিতা প্রকাশ করেছেন, তার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ।

একটা ভুল বানান শুধরে নেবেন আশাকরি। পোস্টের শেষের দিকে উল্লেখিত 'নির্দ্বয়' শব্দটার সঠিক বানান নির্দয় হবে।

০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:০২

ডি এইচ তুহিন বলেছেন: ধন্যবাদ বানান শুধরে দেওয়ার জন্য ❤️

৩| ০৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৮

রাজীব নুর বলেছেন: এজন্য দরকার একজন খাটি বন্ধুর।
খাটি মানুষ দুনিয়াতে নাই। তাই নিজের সুখ দুঃখ কাউকে বলার দরকার নাই। তবে সুখ দুঃখের কথা লিখে লিখে উড়িয়ে দেওয়াই ভালো।

৪| ০৮ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:০০

ডি এইচ তুহিন বলেছেন: ভাইয়া যত বলবেন ততই ঝামেলা... মানুষ মজা করবে..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.