নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ দেলোয়ার হোসেন তুহিন
কিছুদিন আগে বায়জিদ লিংক রোডের দিকে যাওয়ার জন্য আমার ছাগলের বাচ্চার পিঠে উঠে বসলাম দুইজন। জিইসি হয়ে ফ্লাইওভারে উঠার সময় দেখি রাস্তার পাশে নামিদামি জুতোর দোকানে মাইক লাগিয়ে চিল্লাচ্ছে আসেন ভাই নিয়ে যায় ৫০% ডিস্কাউন্টে নিয়ে যান। ভাবলাম হয়তো জুতো খুব সস্তা হয়ে গেছে যাই এই সুযোগে দুই এক জোড়া নিয়ে নেই ব্যান্ড বলে কথা সব সময় তো আর সস্তায় পাওয়া যাবে না। শোরুমের ভেতরে ডুকতেই সালাম দিয়ে আমাদের বরণ করে নিলো এক বড় ভাই বেটা মানুষ কোন আপু হলে ভাল লাগতো যাই হোক ভেতরে গিয়ে সোজা চলে গেলাম ডিস্কাউন্ট কর্ণারে। সেখানে গিয়ে জুতো পছন্দ করছি এটা ওটা দেখছি। দেখতে দেখতে একজোড়া জুতো পছন্দ হয়েই গেলো। জুতোজোড়া যেহেতু পছন্দ হয়ে গেছে তাই প্রাইজটা দেখা দরকার ছিল প্রাইজ দেখে আমার বন্ধুকে বললাম চল বাসার যাওয়ার সময় নিবো। বন্ধু বলে এখন নিয়ে নে, যাওয়ার সময় তো আমরা এদিক দিয়ে যাবো না এই বলে সে প্রাইজট্যাগ দেখে বললো চল ভাই চল যাওয়ার সময় নিবো অনেক কাজ আছে। এই বলে সে আমার আগেই ছাগলের বাচ্চার পিঠে উঠে বসে বলে চাবি দে গাড়ি স্টার্ড করি। চাবি দিয়ে সোজা লিংক রোড গিয়ে দম নিলো বেচারা।
বাই-দা-রাস্তা প্রাইজ ছিল ১৯৮৯৯/- মাত্র
২| ১১ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:১৮
ঢাকার লোক বলেছেন: আমেরিকায় মোটামুটি ভাল মানের এক জোড়া জুতা বিক্রি হয় ৫০ থেকে ৯০ ডলারে, অর্থাৎ ৫ থেকে ১০ হাজার টাকায়। এব়ং এ টাকা সাধারণ কাজ কর্ম করেও একজন দিনে উপার্জন করে।
বাংলাদেশের জিনিসপত্রের দাম ক্রমেই সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে!
©somewhere in net ltd.
১| ১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৪৯
সাহাদাত উদরাজী বলেছেন: বাংলাদেশের দোকানের যে কোন ডিস্কাউন্ট পুরাই প্রতারনা।