![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু ওভারস্মার্ট মানুষ আছে স্ক্যামারদের কল আসলেই- "গালি দেয়, ব্যস্ততা দেখায়, আবার পুলিশের ভয় দেখায়!" আর আমি?
আমি উল্টো...
স্ক্যামার কল আসলে বলি, “আসেন ভাই, বসেন। স্ক্যাম করেন।”
গতবছর মার্চ মাসের কোন এক তারিখে অফিস থেকে বাসায় এসে নিজের বিছানায় লেডি লেডি(শুয়ে শুয়ে) মোবাইল গুতাচ্ছিলাম এমন সময় এক ভদ্রলোক বাংলাদেশি নাম্বার থেকে ফোন দিয়ে বলল ভাঙ্গা ভাঙ্গা ইংরেজিতে বললো, “হ্যালো, আই হ্যাভ আ পার্ট টাইম জব ফর ইউ... ইউ কান আর্ন ফাইভ-সেভেন থাউজেন এ ডে! আর ইউ ইন্টারেস্টেড?”
আমি একটু মুছকি হেসে বললাম, “ইয়েজ আই এম ইন্টারেস্টেড”
আগে এরকম অনেক কল আসলে আমিও তখন ভাব নিয়ে বলতাম—“আমি চাকরিজীবী মানুষ, আমার টাকার দরকার নাই। তুমি আসো আমার কোম্পানিতে তোমারে আমি চাকরি দিমু” কিন্তু এইবার ভাবলাম দেখি ওরা আসলে কিভাবে স্ক্যাম করে। এর আগে বিকাশ থেকে নাহিদ কল দিয়েছিল তার কাছ থেকে ৫০টাকা রিচার্জ নিয়েছিলাম। এবার দেখি এই স্ক্যামারের কাজ কি?
ভদ্রলোক বললেন, “ওকে, আওয়ার রিপ্রেজেন্টেটিভ উইল কন্টাক্ট ইউ ইন হোয়াটসঅ্যাপ। প্লিজ গিভ মি ইউর হোয়াটসঅ্যাপ নাম্বার ।”
আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম।”
কিছুক্ষণ পর এক ভদ্রমহিলা হোয়াটসঅ্যাপে নক দিয়ে ছোট্ট কাজ দিলেন। কাজটা করে দেওয়ার পর আমাকে একটা টেলিগ্রামের লিংক দিয়ে বললেন এটা ওদের রিসিপশনিস্ট এর আইডি উনিই সেলারি পে করবে।
আমি টেলিগ্রামে গিয়ে ওদের রিসেপশনিস্টের সঙ্গে কথা বলে সেলারি বিকাশে নিয়ে নিলাম—টাকাও রিয়েল, সাথে সাথে উইথড্র দিয়েও দিলাম।
এরপর তারা আমাকে এক টেলিগ্রাম গ্রুপের লিংক দিলো ওখান থেকে আরও কিছু কাজ করে আরো কিছু টাকা সেলারি পেলাম। এভাবে একটু একটু করে প্রায় ৯৮০ টাকা ইনকাম করলাম।
এরপর তারা বলল, “এখন ১৫০০ টাকা ইনভেস্ট করেন।” আমি বললাম, “টাকা তো নাই, এরেঞ্জ করে নক দিবো বলে, সোজা গ্রুপ থেকে লিভ!
সেইদিন থেকে এই এক বছর ধরে যতবারই স্ক্যামাররা আমাকে চাকরির অফার দেয়, আমি যাই। কাজ করি। সেলারি নেই। ইনভেস্ট চাইলে বলি, “আরে ভাই, গরিব মানুষ, টাকা নাই, এরেঞ্জ করে নক দিবো।
আনুমানিক একটা হিসেব করে যদি বলি— এ পর্যন্ত প্রায় ১০+ হাজার টাকার মতো ইনকাম করছি শুধু বিকাশে এই স্ক্যামারদের কাছ থেকে! (ওদেরই প্ল্যান ইউজ করে ওদের থেকেই টাকা তুলে নেই!)
টেলিগ্রাম থেকেও অফার আসে। আমি লুফে নিই। একবার তো ১১৩ ডলার ইনকাম করেছিলাম! আজকেও ৭০০ টাকা বিকাশে উঠছে!
আপনি চালাক মানুষ—ওদের রিজেক্ট করে দেন। আমি একটু বোকাসোকা মানুষ। আমি ওদের স্ক্যাম দিয়ে, ওদের গুয়া মেরে দিয়ে আসি।
শেষ কথাঃ টেলিগ্রাম মানেই শুধু মুভি আর মজা না, ভাই। সঠিক কায়দা জানলে স্ক্যামারদের কাছ থেকেই নিজের পার্টটাইম ইনকাম করা যায়!
ধন্যবাদ।
–একজন পরিশ্রমী স্ক্যামার-চাকুরে
২৬ শে এপ্রিল, ২০২৫ সকাল ৯:৫৮
ডি এইচ তুহিন বলেছেন: ধন্যবাদ ভাই
২| ২৫ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:০২
রাজীব নুর বলেছেন: গ্রেট।
২৬ শে এপ্রিল, ২০২৫ সকাল ৯:৫৮
ডি এইচ তুহিন বলেছেন: ধন্যবাদ ভাই
৩| ২৮ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:০৯
বুড়া ভাম বলেছেন: আমিও আপনার মত হাজার তিনেক টাকা কামাই করেছিলাম । পরে চিন্তা করে দেখলাম বেশি লোভ করা ভাল না । আমি নিজেকে চালাক মনে করে যাচ্ছি কিন্তু বাপের ও তো বাপ থাকে ? হয়তো অন্য কোন ভাবে প্রতারণার স্বীকার হতে পারি তাই এখন আর কল বা এসএমএস আসলে পাত্তা দেই না ।
৩০ শে এপ্রিল, ২০২৫ সকাল ১১:১২
ডি এইচ তুহিন বলেছেন: তা ঠিক...
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৪৬
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: খুব ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। বিশেষ করে স্কামারদের GMS করার বিষয়টি।