নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত তেমন কিছুই এখনও অর্জন করতে পারি নি।

ডি এইচ তুহিন

মোঃ দেলোয়ার হোসেন তুহিন

ডি এইচ তুহিন › বিস্তারিত পোস্টঃ

বলে না “সব ঠিক হয়ে যাবে”, বরং বলবে “আমি আছি”

০৮ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:১৭

পৃথিবীর সবচেয়ে দামী জিনিসটা খুঁজে পাওয়া যায় না। কিন্তু যখন দু’জন মানুষ একে অপরের পাশে দাঁড়াতে জানে, তখন সামান্য জিনিসটাও দামী হয়ে ওঠে।
“Some people don’t fix your life. They simply make it safer to live.”
যে পাশে থাকলে নিজের মতো থাকা যায়, যে নীরবতার ভাষাও বুঝতে পারে, কঠিন দিনে তোমাকে বোঝা নয়, শক্তি হয়ে তোলে।
"Love does not consist in gazing at each other, but in looking outward together in the same direction." — Antoine de Saint-Exupéry
(ভালোবাসা মানে একে অপরকে শুধু তাকিয়ে থাকা নয়, বরং একসাথে একই দিকে তাকানো।)
জীবন পারফেক্ট কাউকে চাওয়া-পাওয়ার গল্প না। পারফেক্ট করে নিতে হয়। জীবনের চ্যালেঞ্জ হলো সেই মানুষটাকে বেছে নেওয়ার সাহস, যার সঙ্গে তোমার অপূর্ণতাও নিরাপদ।
“Love is not promises. It is presence.”
একজন মানুষ, যে বলে না “সব ঠিক হয়ে যাবে”, বরং বলবে “আমি আছি”...

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জীবনটা চলমান,
তাই কোন কিছুই স্হির নয়

.................................................................................
ভালবাসা,রাগ, ঘৃনা সবই সময়ের পরিক্রমায় পরিবর্তন হতে বাধ্য
তাই তোমার অপূর্ণতা বলেও কিছু নাই, জ্ঞান ও অভিজ্ঞতার
মধ্য দিয়ে যেতে পারলে, তাও হবে আনন্দময় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.