![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন ভালো কাজের সুইচটা অন করে দেই।
ইন্টারনেটের দাম কমানোর জন্য এবার শুরু করছি নতুন আন্দোলন। আপনাদের সবার অংশগ্রহণ, মেইল এবং শেয়ার কামনা করছি।
এবার আমরা ইন্টারনেটের দামের বিষয়ে মিডিয়ার দৃিষ্ট আকর্ষণ করবো। নিচের মেইলটি সবগুলো চ্যানেলকে গনহাের পাঠান। চ্যানেল সমুহের মেইল এড্রেস নিচে দেয়া হল।
________________________________
Sub: বাংলাদেশে ইরনেটের দাম কমােনার জন্য সরকারের দৃিষ্ট আকর্ষণ করে সংবাদ প্রকাশের আহবান।
জনাব CNE,
আমার শুভেচ্ছা গ্রহন করুন । একটি জরুরি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতেই আমার এই মেইল প্রেরন।
এক হিসেবে দেখা যায় GP এবং অন্যান্য মোবাইল অপারেটররা প্রতি জিবি ডাটা সরকারের কাছ থেকে ক্রয় করে মাত্র ৫ থেকে ১৫ টাকার মধ্যে.. কিন্তু
গ্রাহকরা পাচ্ছি সেটি ৩০০টাকায় !! এ ব্যপারটি যদি মিডিয়া ফলাও করে প্রচার করে তবে নিশ্চিত ভাবে এটি আমাদের জন্য ভাল ফলাফল বয়ে আনবে। এটা স্যোসাল মিডিয়ার দায়িত্বও বটে। ১৫ মেগাবাইট ইন্টারনেট এখনো আমাদের কিনতে হয় ৩৫ টাকা দিয়ে, বাংলালিংকে ২০ মেগা ২৩ টাকা, রবিতে ১ জিবি ২৭৫ টাকা অথচ ভারতে ১ জিবি দেয়া হয় ১০০ টাকারো কমে। আমাদের অত সুবিধা দরকার নেই কিন্তু আমরা এত অভাগা যে আমরা সামান্য সুবিধাটুকুও পাচ্ছিনা। বতর্মান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে চায় কিন্তু তারা শুধু ব্যন্ডউইথ এর দাম কমিয়েই পগারপার হয়ে যাচ্ছে, একটু দেখছেও না যে এদিকে অপারেটররা জনগনের উপর কিভাবে চড়াও!! জিপি সবসময় আনলিমিটেডের নামে ফেয়ার ইউজেস পলিসি লাগায় দিয়ে বেরাচ্ছে সেই জন্মসূত্রে ! ৯৭৭ টাকার একটি আনলিমিটেড মাসিক প্যকেজ আছে এদের।শর্ত হচ্ছে ৫ জিবি ইউজেসের পর স্পিড পাবেন দুই কেবিপিএস। এতগুলা টাকা দিয়ে কিনছি অথচ ব্যবহার করতে দিচ্ছে ৫জিবি।
এগুলা দেখার মত কি কেউ নেই?
আপনার কাছে আমার বিশেষ অনুরোধ এই যে, এই বিষয়ে বিশদ তথ্য সংগ্রহ করে প্রতিবেদন প্রকাশের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে ইন্টারনেটের দাম কমিয়ে এই প্রযুক্তিটি আমাদের কাছে সহজ লভ্য করতে সহায়তা করুন। এটা স্যোসাল মিডিয়ার দায়িত্বও বটে।
_________________________________
Bangladeshi Chanels mail addreses.
1. ATN NEWS: atnnews24@gmail.com
2. NTV: newsroom@ntvbd.com
3. RTV: [email protected]
4. BANGLA VISION:info@banglavision.tv
5. ETV: info@ekushey-tv.com
6. SHOMOY: info@somoynews.tv
7. MASRANGA: info@maasranga.tv
8. BOISHAKHI: info@boishakhi.tv
9. INDEPENDENT: info@independent24.com
10. CHANEL 24: it@channel24bd.tv
11. DESH: [email protected]
12. 71: ekattortv@gmail.com
13. ATN B: [email protected]om
14. Mohona: mohonatv@gmail.com
15. MY TV: [email protected]
And
BTV: [email protected]t.bd
(ব্লগটি স্টিকি করার অনুরোধ করছি)
২| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:১৭
তূর্য হাসান বলেছেন: পোস্ট স্টিকি করা হোক। সবার জোরদার আন্দোলন শুরু করা উচিত
৩| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:১৯
ওবায়েদুল আকবর বলেছেন: চালায়া যান ভাই সাথে আছি। সমানে মেইল করতেছি। আর শুনেন পারলে একটা সংবাদ সম্মেলন বা অবসথান ধর্মঘট করতে পারলে ভালও হয়। চ্যানেলগুলা না ও ছাপাইতে পারে।
৪| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:২৬
মুঘল সম্রাট বলেছেন: পোস্ট স্টিকি করা হোক।
আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই। মোহাম্মদ (সা: ) আল্লাহর রাসুল।
৫| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৩২
শাহ আলম৬৭ বলেছেন: পোস্টটি স্টিকি করতে মডুর কাছে আবেদন জানাই---কারন এটা এমন এক বিষয় যার সাথে অনলাইনের আমরা জড়িত।
আর পোস্টদাতাকেও বলি--আপনি আমাদের ব্যান্ডউইথ এখন কতো এবং তার কতটুকু ব্যবহৃত পড়ে থেকে সরকারের লোক্সান হচ্ছে, তাও তথ্য দিয়ে লিখুন যাতে মিডিয়া উপকৃত হয় নিউজের ব্যাপারে । আর এই্ বান্ডউইথ কত দরে কিনে আমাদের কাছে কত দরে বেছে এই অপারেটররা তাও লিখুন।
৬| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৫
আমি বিভীষণ বলেছেন: জনমত গঠন করে এই রক্ত চোষা দামী ইন্টারনেট বর্জন কর্মসূচী দেওয়া উচিত। তাহলেই টনক নড়বে, নয়ত এতে তেমন কিছুই হবে। দুই দিন মিডিয়া এটা নিয়ে লাফালাফি করবে আবার নতুন ইস্যু আসলে এটা আবার ভেতরের পাতায় চলে যাবে। আর দেশে এখন ইস্যুর অভাব নেই, প্রতিদিনই নতুন নতুন ইস্যু তৈরি হচ্ছে। শক্ত কোন পদক্ষেপ না নিলে হয়ত এই আন্দোলনও মাঠে মারা যাবে।
৭| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৮
বাংলার হাসান বলেছেন: এর চাইতে বেশি জরুরী সুন্দরবন রক্ষা আন্দোলন। ঘুরে আসুন লিংক দুটিতে।
Click This Link
Click This Link
৮| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৫২
রেদওয়ান খান বলেছেন: সবাই এই বিষয়ক তথ্য সমুহ দিয়ে আমাদের হেল্পান।
৯| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৫৮
আমি শুধুই পাঠক বলেছেন: মিডিয়াতে মেইল করে লাভ নাই। এইগুলার পেটের আহার আসে এইসব রক্তচোষা কোম্পানিগুলার অ্যাড দেখায়া।
১০| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৪:০২
রাজ হাসান বলেছেন: পোস্টটি স্টিকি করতে মডুর কাছে আবেদন জানাই---কারন এটা এমন এক বিষয় যার সাথে অনলাইনের আমরা জড়িত।
১১| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৪:১২
রেদওয়ান খান বলেছেন: পত্রিকার মেইলা গুলাও দেয়ার চেষ্টা করছি।
১২| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৪:১২
রেদওয়ান খান বলেছেন: পত্রিকার মেইলা গুলাও দেয়ার চেষ্টা করছি।
১৩| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৪:১২
রেদওয়ান খান বলেছেন: পত্রিকার মেইলা গুলাও দেয়ার চেষ্টা করছি।
১৪| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৪:১৮
বাদশা নামদার বলেছেন: সাথে আছি।পত্রিকাগুলার ইমেইলের ঠিকানা যোগ করে দিলে মনে হয় আরও ভাল হবে।
১৫| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৬
শাহীন ভূইঁয়া বলেছেন: With you 100%
১৬| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৪:৫৯
হাবিব০৪২০০২ বলেছেন: আমি শুধুই পাঠক বলেছেন: মিডিয়াতে মেইল করে লাভ নাই। এইগুলার পেটের আহার আসে এইসব রক্তচোষা কোম্পানিগুলার অ্যাড দেখায়া।
১৭| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৫:০৭
বিপুল কুমার বিশ্বাস বলেছেন: ভালো কাজের সুইচটা অন করে দিলাম ।
১৮| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৫:৫২
শাহীন ভূইঁয়া বলেছেন: বেশীর ভাগই মেইল আইডি ভূল পেলাম মেইল ডেলিভারী হলোনা
১৯| ১৭ ই মে, ২০১৩ রাত ৮:৪২
মৌসুমী রহমান বলেছেন: হাবিব০৪২০০২ বলেছেন: আমি শুধুই পাঠক বলেছেন: মিডিয়াতে মেইল করে লাভ নাই। এইগুলার পেটের আহার আসে এইসব রক্তচোষা কোম্পানিগুলার অ্যাড দেখায়া।
২০| ১৮ ই মে, ২০১৩ সকাল ১০:৫৩
শাহীন ভূইঁয়া বলেছেন: ঠিক বলেছেন উপরের মন্তব্যকারী
২১| ১৮ ই মে, ২০১৩ সকাল ১১:৩২
রেদওয়ান খান বলেছেন: এগুলো কয়েকটি সাইট থেকে নেয়া। চেন্জ হতে পারে। সাইটগুলো পেতে গুগলে গিয়ে সার্চ দিন নিচের লেখাটি কপি করে...
mail address of all Bangladeshi Chanels
২২| ১৮ ই মে, ২০১৩ সকাল ১১:৩২
রেদওয়ান খান বলেছেন: এগুলো কয়েকটি সাইট থেকে নেয়া। চেন্জ হতে পারে। সাইটগুলো পেতে গুগলে গিয়ে সার্চ দিন নিচের লেখাটি কপি করে...
mail address of all Bangladeshi Chanels
২৩| ১৮ ই মে, ২০১৩ সকাল ১১:৩৩
রেদওয়ান খান বলেছেন: এগুলো কয়েকটি সাইট থেকে নেয়া। চেন্জ হতে পারে। সাইটগুলো পেতে গুগলে গিয়ে সার্চ দিন নিচের লেখাটি কপি করে...
mail address of all Bangladeshi Chanels
২৪| ১৮ ই মে, ২০১৩ রাত ১০:২৪
সাংগু বলেছেন: পোস্ট স্টিকি করা হোক
পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক। পোস্ট স্টিকি করা হোক।
২৫| ১৯ শে মে, ২০১৩ রাত ২:২২
বাদশা নামদার বলেছেন: অবশেষে মনে হয় বিষয়টি মিডিয়াতে আসা শুরু হইছে
http://bangla.bdnews24.com/business/article626816.bdnews
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:১৪
কালীদাস বলেছেন: ফোনের কথা বাদ দিলেও ব্রডব্যান্ডেরও দাম কমার আশা ছেড়ে দিয়েছি। বরং ভাবছি নিজেই ব্যবসায় নামব কিনা !