নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যের মতকে সম্মান করে বিরোধিতা করি

বি এস এফ বিপাত যাক

রেদওয়ান খান

আসুন ভালো কাজের সুইচটা অন করে দেই।

রেদওয়ান খান › বিস্তারিত পোস্টঃ

কোটা বিষয়ে মুসা ইব্রাহীম।

১২ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩২

“আমাদের মহান মুক্তিযুদ্ধে প্রিয় ও

সম্মানীয় মুক্তিযোদ্ধারা শুধু নিজের

কথা ভেবে, দেশে বৈষম্য

সৃষ্টি হবে ভেবে তো মুক্তিযুদ্ধ

করেননি।

বরং বৈষম্য দূর করে সুন্দর বাংলাদেশ

গড়ার প্রত্যয়েই তাঁরা মুক্তিযুদ্ধে অংশ

নিয়েছেন।

মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ এবং মা-

বোনদের সম্ভ্রমের

বিনিময়ে পাওয়া স্বাধীনতাকে মনে হয়

আমরা দিন দিন পদাবনত

করে ফেলছি নানা অজুহাতে।

কখনও মুক্তিযোদ্ধা সার্টিফিকেট আবার

কখনও প্রকৃত মুক্তিযোদ্ধা - এ

নিয়ে বাহাস আর ভালো লাগে না।

একই ধরনের বাহাস শুরু হয়েছে মহান

মুক্তিযোদ্ধাদের সন্তানদের সুযোগ-

সুবিধা বা কোটা নিয়ে।

একজন মুক্তিযোদ্ধার সন্তান

হিসাবে কোটা পদ্ধতির

মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সন্তানদের

অযথা মেধা নষ্ট করার এই

দুরভিসন্ধি বন্ধ করার আহ্বান

জানাচ্ছি।

আমি আমার মেধায় কোনো কাজ

করতে পারলে করব, না হলে করব না।

আমার বাবার মুক্তিযোদ্ধা পরিচয়টুকু

কোনো রাজনৈতিক দলের হাতিয়ার

হতে পারে না। আমার বাবা পুরো দেশের

জন্যই যুদ্ধ করেছিলেন। শুধু আমার জন্য

নয়।

পিএসসি কি কথাটা বুঝতে পেরেছেন?”



_বাংলাদেশের প্রথম

এভারেস্ট জয়ী মুসা ইব্রাহিম

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৯

মাহমুদুর রাহমান বলেছেন: কথা মন্দ না কিন্তু

বাংলাদেশের প্রথম
এভারেস্ট জয়ী মুসা ইব্রাহিম :-*

২| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৫

রেদওয়ান খান বলেছেন: ??

৩| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৬

দুরন্ত-পথিক বলেছেন: আমাদের কে সমর্থন করার জন্য মুসা ইব্রাহীম কে ধন্যবাদ।

৪| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৫

শুকনোপাতা০০৭ বলেছেন: একটা কথার সাথে একমত,আমার বাবার পরিচয়ে কেন আমি চাকরী পাবো?? এডজ্যাক্টলি,আমার যোগ্যতা দিয়েই আমি চাকরী নিবো,বাবার সার্টিফিকেটে না।

৫| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫২

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: সরকার কি শুধু মাত্র এই কোঠা এর মাদ্ধমেই মুক্তিযোদ্ধাদের সম্মান জানাবে???
আর বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলে কি তবে মুক্তিযোদ্ধার সন্তান না????
বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলের জীবন কাটে চায়ের দোকানের পানি টেন
মুক্তিযোদ্ধাদের সম্মান আরও নানা ভাবে করা যায়, তাদের সন্তানদেরও আরও নানা ভাবে সিক্ষার জন্য সাহায্য করা যাবে।
প্রতিটি মুক্তিযোদ্ধা পরিবার কে একটি করে ফ্লাট বাসা দেওয়া হোক, তাদের প্রতিমাসে ১০০০০ টাকা করে দেওয়া হোক, তাদের সন্তানদের লেখাপড়ার জন্য আলাদা খরচ দেওয়া হোক, তাদের টিউশন ফীস মউকুফ করা হোক...
আমাদের কোন আপত্তি নেই। কিন্তু তাই বলে বিসিএস এর মতো জায়গায় কেন এতো বিশাল পরিমানে তাদের জন্য কোটা এর বাবস্থা???
এই কোটা প্রথা বাতিলের দাবী এর মানে কিন্তু এই না যে মুক্তিযোদ্ধাদের সম্মান করতে হবে না। এর মানে হচ্ছে তাদের এই অন্যায় সুবিধা প্রথা বন্ধ করতে হবে।

মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য এমনিতেই কিন্তু সরকার কম সুযোগ সুবিধা দেয় নাই।
ভালো ভালো স্কুল কলেজে কিন্তু তাদের জন্য আলাদা ভাবে কোটা এর ব্যাবস্থায় তাদের ভর্তি করা হয়, সেখানে তারা আলাদা সুবিধা পেল, মানলাম এটা।
এরপর যখন বিশ্ববিদ্যালয় এ ভর্তির সময় এলো, তখনও তাদের জন্য কোটা এর বাবস্থা।

মুক্তিযোদ্ধাদের সম্মান শুধু এই কোঠা দিয়েই হয় না। আশা করি বুঝতে পারেছেন।
মুক্তিযোদ্ধাদের সন্তানের এই কোঠা এমন আকার ধারন করেছে যে কিছু দিন পর হয় জাতীয় বিভিন্ন খেলা-ধুলা প্রতিযোগিতায় এমন হবে যে প্রথম স্থান রাখা হবে তাদের জন্য, আর বাকি ১ম আর ২য় স্থানের আমাদের প্রতিযোগিতা করতে হবে। :p :p





আমেরিকার কোঠা নিয়ে আব্রাহাম লিংকনের একটি ঘটনা বলি...

একবার আব্রাহাম লিংকনের কাছে এক ভদ্রলোক এসে বীরদর্পে বললেন-
-- আমার ছেলেকে রাষ্ট্রীয় উচ্চপদস্থ চাকুরি দিন...
-- আব্রাহাম লিংকন: কেন ?
-- ভদ্রলোক: আমার ছেলে চাকরি পাওয়ার যোগ্য তাই।
... -- আব্রাহাম লিংকন: কিসেরযোগ্যতা আছে আপনার ছেলের?
-- ভদ্রলোক: আমার বাবা (ছেলের দাদা) আমেরিকার জন্যস্বাধীনতা যুদ্ধ করেছেন;
আমরা আমেরিকার মুক্তিযোদ্ধা পরিবারের বংশধর-তাই দেশ সেবার সেরা
চাকরি আমাদের দেয়া উচিৎ.....!
-- আব্রাহাম লিংকন: ওকে থাঙ্কস; আপনাদের পরিবার দেশের জন্য অনেক করেছে; এবার সাধারণ মানুষকে দেশের জন্য কাজ করতে দিন।

___________________________________________________
এই লিঙ্ক থেকে বিস্তারিত পড়ে আসতে পারেন।
____________________________________________________
অথবা এই লিঙ্ক এ বিস্তারিত...
___________________________________________________

৬| ১৩ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৩৮

রেদওয়ান খান বলেছেন: @হাসিবুল ইসলাম বাপ্পী
সহমত আর কারে কয়
+++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.