![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন ভালো কাজের সুইচটা অন করে দেই।
আপনি যদি ভারতের অন্যতম দরিদ্র পীড়িত রাজ্য কোলকাতায় ও যান এবং সেখানে যদি কোন লাইন ভেঙ্গে বাস বা ট্র্যামে উঠতে যান বা সিনেমার টিকেট কিনতে যান দেখবেন পাশ থেকে প্রায় সবাই বলে উঠবে "আরে দাদা কোরছেন কি, কোরছেন কি? দেশটা কি মগের মুল্লুক নাকি? এদের জন্যই দেশটার কোন উন্নতি হয় না।"
আমাদের দেশে এই ধরনের কিছু হলে আমাদের দেশেও প্রতিবাদ হয় তবে সেটার ভাষা কিন্তু ভিন্ন " ওই মিয়া এত তাড়া কেন? আমি যে এক ঘন্টা ধরে দাড়িয়ে আছি কি চোখে লাগে না?"
পার্থক্য টা খেয়াল করুন, পার্থক্য টা হল "আমি" আর "দেশ"।
আজকে হাজার হাজার মানুষ আমাদের খুন হয়ে যায়। আমরা শুধু ভাবি, আমি বেচে আছি এই যথেষ্ট, দেশ গোল্লায় যাক। যতদিন পর্যন্ত এই "আমি" আর "দেশ" এর পার্থক্যটা আমরা না বুজব, তত দিন আসলে এই সব ফালতু আন্দোলন বা রাজনীতি করে কোন লাভ নাই।
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৪ রাত ১২:১১
হাসান বিন নজরুল বলেছেন: আপনার ক্ষুদ্র জ্ঞান দেবার প্রচেষ্টা সফল হোক তবুও যদি ঘুনে ধরা এই সমাজে উন্নতি হয়