![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন ভালো কাজের সুইচটা অন করে দেই।
দেশের অন্য যায়গায় যাই হোক বগুড়া কিন্তু তার ব্যাতিক্রম, এখানকার আওয়ামীলীগ ও বি এন পি তে অনেক মিল, আমার মনে হয় তারা চাইছিল মিল্লাঝিল্লা একই সাথে গনতন্ত্র হত্যা দিবস এবং সরকারের ১ বছর পুর্তি উৎসব পালন করতে। তাই একটি দল সমাবেশ ডাকার পরেও অন্য দলটি একই যায়গায় একই সময়ে সমাবেশ ডেকেছিল। আর তাই যদি না হবে তাহলে পরে সমাবেশ ডাকা দলটি কি এতটাই গাধা, অথর্ব, রামছাগল যে একই যায়গায় সমাবেশ ডাকবে! কিন্তু প্রশাসন বুঝলনা তাদের এই মোহাব্বাত! বগুড়ায় ১৪৪ ধারা জারি করে দিল!!!
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮
প্রামানিক বলেছেন: এরকম মিল্লাঝিল্লা কাজ করলে ভালই হতো। তবে কিলাকিলি বাদ দিয়া।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৮
খেলাঘর বলেছেন:
মিটংএর অনুমতি চাইছে "গণতন্ত্র হত্যা দিবস" পালন করতে; অর্থ কি? আসলে গন্ডগোল বাঁধানোর ষড়যন্ত্র।