নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পৃথিবী লেখা দিলাম তোমার তরে ,,,,,,,,,

ভাবার পথে বাঁধা অনেক , ভাবতে তাই চাই না। বাধ্য করে ভাবালে তো, করার কিছুই রইল না .।.।.।.। রাতের আকাশে কত তারা, দিনের আকাশে হারিয়ে যায়; অপেক্ষায় শুধু দিন যে যায় .।।।

বিষ পদ্ম

আপন পরিচয় খুজে মরি নিজে;কভু খুজে পাই তবে দ্বিধা রয়ে যায়।যেদিন পাবো ,... গলা ফাটিয়ে চিৎকার করে বলবো.. যেনে নাও \

বিষ পদ্ম › বিস্তারিত পোস্টঃ

নীল

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৫

পাথর দিয়ে পাহাড় গড়া

তার কি আবার কষ্ট মনে?

কষ্ট যদি নাই বা থাকে,

কেমন করে ঝর্না ঝরে?



পাহাড়ের হৃদয় কঠোর,তাই তো

সবাই তাকে পাথর বলে,

পাথর আবার, কি করে ভালবাসতে পারে!!





ভালো যদি নাই বা বাসে,

তবে কেন এ ঝর্না ধারা তোমার তরে ?

কেন তোমায় স্নিগ্ধ করবে , তার ঝর্নার স্নিগ্ধতায়?



বুক চিড়ে ঝর্না ঝড়ে।

একটুও কি কষ্ট হয় না, বুক চিড়ে ঝড়াতে?

তুমি কি ওই কষ্ট বুঝতে পাড় ?



কেন বুঝবে তুমি?

স্নিগ্ধতায় বিভোর তুমি,মাতাল তুমি নেশায়

ওই ঝর্না ধারার মাঝে,

সুখ বিলিয়ে যাচ্ছে তোমায় যুগ যুগ ধরে।



যতই উঁচুতে যাবে পাহাড়ের ভয়ে ততোই মূর্ছা যাবে।

ওই উচ্চতার যন্ত্রণা হয়তো পাহাড়েরও আছে,

ওই উচ্চতাই তাকে বঞ্চিত করেছে,

কাছে কাছে থেকে তোমার ভালবাসা কুড়াতে।

যন্ত্রণা পাথরেরও আছে।।









মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.