![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপন পরিচয় খুজে মরি নিজে;কভু খুজে পাই তবে দ্বিধা রয়ে যায়।যেদিন পাবো ,... গলা ফাটিয়ে চিৎকার করে বলবো.. যেনে নাও \
নদী কখনো হারায় স্রোত
তাই বলে কি তার গতি হয় রোধ?
সেতো তার গন্তবের খোঁজে বয়ে চলছে অবিরত।
কখনো সে বিভ্রান্ত কিছুটা, তবু
বয়ে চলে একা একা; কল কল শব্দ করে।
দুঃখ গুলো বয়ে নিয়ে,
কখনো বা অন্তরিক্ষের কান্নায় ভিজে,
কখনো বা প্রখর তাপে স্নান করে,
কখনো বা কুন্তলার ন্যায়,
রাতের আঁধার গায়ে মেখে।
বয়ে চলেছে নিরবধি
তার সুখ দুঃখ কেও বোঝে না।
তার বক্ষ জুড়েয় প্রানদ।
এ কি বেলার রস, নাকি সুখের বস?
কারো দায় পরেনি,
তার দ্বারে দাঁড়াবে এই জিজ্ঞাসু মন লয়ে।।
©somewhere in net ltd.