| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রিমঝিম বর্ষা
ভেজা পাতা, ভেজা মাঠ, ভেজা চেনা শহর ভেজা চোখ, ভেজা মন, ভিজবো অষ্টপ্রহর; উষ্ন হাত, উষ্ন হৃদয়, উষ্ন আলিঙ্গন বৃষ্টি এলো, ভিজিয়ে দিলো অন্তরের উঠোন।
![]()
আমার খুব বৃষ্টি দেখতে ইচ্ছে করে
আবার...
প্রখর সূর্য্যের আলোকে আড়াল করতে
ইচ্ছে করে লাল ওড়নার ঝাপি মেলে ধরতে
ইচ্ছে করে উঁচু সেতুটার ওপর বসে
শূন্যে ভাসার ভান করতে।
তোমাকে পেয়েছি ভেবে
জলাঞ্জলি দিয়েছি সব পাওয়াকে;
আজ তারা বুড়ো আঙ্গুল দেখিয়ে
আমাকে ভেংচি কাটে।
আমি জানতামনা..........
ভুল কামনার চাপে পিষ্ট হয়ে
ভালোবাসারা কি করে মরে যেতে পারে!!
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৭
রিমঝিম বর্ষা বলেছেন:
হুম। অনেকদিন পর...
২|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩১
হাসান মাহবুব বলেছেন: সুন্দর হৈসে।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০
রিমঝিম বর্ষা বলেছেন:
থ্যাঙ্কু
৩|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: আমি জানতামনা..........
ভুল কামনার চাপে পিষ্ট হয়ে
ভালোবাসারা কি করে মরে যেতে পারে!!
অবশেষে জানা হলো ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১
রিমঝিম বর্ষা বলেছেন:
পুরোপুরি কখনই কিছুই জানা হয়না।
৪|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬
সমুদ্র কন্যা বলেছেন: নতুন কিছু লিখ আপু।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫২
রিমঝিম বর্ষা বলেছেন:
ব্ল্যাঙ্ক পুরোপুরি............
৫|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৭
আমিনুর রহমান বলেছেন:
সুন্দর +++
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৩
রিমঝিম বর্ষা বলেছেন:
ধন্যবাদ।
৬|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৯
সায়েম মুন বলেছেন: কবিতা লেখা তো ভুলেই গেছিলা মনে হয়। আজ আবার হঠাৎ করে এই সোন্দর কবিতা লিখলা
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৩
রিমঝিম বর্ষা বলেছেন:
এটা এফবি নোটে ছিলো। লিখতে ভুলে গেছি...
৭|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৭
হৃদয় রিয়াজ বলেছেন: "আমি জানতামনা..........
ভুল কামনার চাপে পিষ্ট হয়ে
ভালোবাসারা কি করে মরে যেতে পারে!!"
দারুণ বলেছেন। মন ছুঁয়ে গেল। ভাললাগা...
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৪
রিমঝিম বর্ষা বলেছেন:
ভালো লাগায় আমিও আপ্লুত...
৮|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:২৬
সোনালী ডানার চিল বলেছেন:
ভালোবাসারা কখনও মরে না, আমরা মরে যাই
সময়ের আগে ও পরে। লেনদেন শেষে প্রেম শুধু
বিলায় দীর্ঘশ্বাস!!
কবিতায় ভালোলাগা রইল......
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৯
রিমঝিম বর্ষা বলেছেন:
দুইভাবে বলা যায়। ভালোবাসারা মরে....মরে গিয়ে জৈব স্মৃতি রেখে যায়। আবার.....হয়তো মরেনা সত্যিই। সঞ্চারিত হয় অন্য কোথাও............অন্য কারো মধ্যে।
৯|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৭
অপর্ণা মম্ময় বলেছেন: শেষ লাইনটা ভালো লাগলো।
আপনি সূর্যালোকে লিখতে পারেন -- সূর্যের আলোকে না লিখে।
শুভকামনা থাকলো আপনার জন্য।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১১
রিমঝিম বর্ষা বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
১০|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর কবিতা।
++++
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১১
রিমঝিম বর্ষা বলেছেন:
থ্যাঙ্কস।
১১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৫
নাজিম-উদ-দৌলা বলেছেন:
ছোট অথচ অদ্ভুত সুন্দর।
রঙ বাহারি উপমা দিয়ে খাতা বোঝাই করাটা বিরক্তিকর।
বলতে চাইলে অল্প কথাতেই বলে দেয়া যায় যা ইচ্ছে।
শুভকামনা কবির জন্য।
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৪
রিমঝিম বর্ষা বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ। মন-কে খুলতে রঙ বাহারি উপমা লাগেনা আসলে............যে বোঝে তার কাছে।
১২|
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৬
ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর কবিতা ||
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৬
রিমঝিম বর্ষা বলেছেন:
ধন্যবাদ।
১৩|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
নস্টালজিক বলেছেন: শুভেচ্ছা, রিমঝিম!
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৬
রিমঝিম বর্ষা বলেছেন:
শুভেচ্ছা ভাইয়া।
১৪|
২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১১
মাহবু১৫৪ বলেছেন: সুন্দর হয়েছে
++++++
২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৪
রিমঝিম বর্ষা বলেছেন:
ধন্যবাদ।
১৫|
২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৮
শায়মা বলেছেন: ওগো বৃ্ষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না
আমার এত সাধের কান্নার জল ধুঁয়ো না ......
সে যেন এসে দেখে পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি......![]()
২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৫
রিমঝিম বর্ষা বলেছেন:
তাই? আচ্ছা........যাচ্ছি দেখতে কেমন করে কেঁদেছো।
১৬|
২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৪
অনিক্স বলেছেন: ওয়াও!
২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৫
রিমঝিম বর্ষা বলেছেন: ![]()
১৭|
০৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
বেঈমান আমি. বলেছেন: দারুন
১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫
রিমঝিম বর্ষা বলেছেন: ![]()
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো কবিতা!!!
অনেকদিন পর দেখলাম আপনাকে........