নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তা করো বেশি, বলো অল্প, লিখো তারচেয়ে কম।

অাসিফ কবির

Journalist.

অাসিফ কবির › বিস্তারিত পোস্টঃ

একজন বিশ্বনেতার বিদায়

০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪১

একজন নেতা ছিলেন যিনি আমেরিকার চোখ
রাঙানোকে ভয় পেতেন না। তিনি মনে
করতেন সবার ঐক্যবদ্ধ বিপ্লবে যেকোন
অপশক্তিকে রুখে দেয়া যায়। যেকোন
চ্যালেঞ্জ মোকাবিলায় যার ছিল অসীম
সাহস। দেশ পরিচালনায় যার ছিল অসাধারণ দক্ষ
নেতৃত্ব। কিউবার স্বাধীনতা সংগ্রামে যার
বলিষ্ঠ ভূমিকা আর চৌকস বুদ্ধিমত্তার পরিচয়
মিলেছিল। দীর্ঘ ৫০ বছর কৃতিত্বপূর্ণভাবে দেশ
পরিচালনা করে যিনি ইতিহাসের পাতায়
স্বর্ণাক্ষরে নাম লিখিয়েছেন। সেই বিপ্লবী
নেতা # ফিদেল_কাস্ত্রো আজ ৯০ বছর বয়সে
স্রষ্টার ডাকে পাড়ি দিয়েছেন না ফেরার
দেশে। ফিদেল কাস্ত্রো আমাদের ছেড়ে
চলে গেছেন। তাঁর চেতনা ও আদর্শ এক চিরঞ্জীব
সত্তা, যা আমাদের প্রেরণা হয়ে থাকবে
অনন্তকাল। কারণ ফিদেলরা মরে না। একজন
ফিদেল কাস্ত্রো হাজারো ফিদেল হয়ে
আসবে। দেশ শাষনে যাঁর আদর্শের তুলনা নেই।
বুকে সাহস আর আত্নবিশ্বাস নিয়ে যিনি
হাজারো অপশক্তির বিরুদ্ধে দেয়াল হয়ে
অািবর্ভূত হয়েছেন। ফিদেল হোক আমাদের
সবার চেতনার অগ্রদূত। প্রেরণা যোগাক তামাম
বিশ্বকে।
লাল সালাম শ্রদ্ধেয় ফিদেল কাস্ত্রো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.