নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তা করো বেশি, বলো অল্প, লিখো তারচেয়ে কম।

অাসিফ কবির

Journalist.

অাসিফ কবির › বিস্তারিত পোস্টঃ

অংসান সুচির নোবেল এবং রোহিঙ্গা দমন

০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৬

রোহিঙ্গাদের উপর নির্যাতন চলছে প্রবলভাবে
। কেন এ নির্যাতন ? তারা মুসলমান বলে ?
ভাবতে খুব লজ্জা লাগে যখন হিন্দুত্ব কিংবা
মুসলমানিত্বের কাছে আমাদের মানবতাবোধ
হেরে যায় । অংসান সূচি শান্তিতে নোবেল
পেয়েছেন । কিন্তু তাঁর দেশের দিকে
তাকালেই আর্তমানবতার হাহাকার, আর্তনাদ
আর চিৎকারে মানবতা অসহায় হয়ে পড়ে । যখন
মায়ানমারে মুসলমানদের উপর নির্যাতন
চালিয়ে ক্ষত বিক্ষত করে দেশ থেকে
তাড়িয়ে দেয়া হয় তখন কী অংসান সূচির
শান্তিতে নোবেল কলঙ্কিত হয়না ? মানবতা
আরো অসহায় হয়ে পড়ে তখন, যখন রোহিঙ্গাদের
ক্ষত বিক্ষত শরীর নিয়ে না খেয়ে পানিতে
ডুবে মরতে হয় । যখন তাদেরকে জঙ্গীর প্রতি
ইঙ্গিত দেয়া হয় । কোন দেশ তাদের গ্রহণ করতে
চায়না, কারণ তারা রোহিঙ্গা । তাদেরকে
আমরা মানুষ ভাবিনা । তাদের আর্তনাদ আর
চিৎকারে কারো মানবতাবোধ জাগ্রত হয়না ।
কারণ আমাদের মানবতা বারবার
সাম্প্রদায়িকতার ভয়াল থাবার কাছে
পরাজিত । আমাদের মানবতা দূলায় লুন্ঠিত ।
একটা দেশের সরকার তার জনগণের প্রতি কতটা
উদাসীন হতে পারে তার উজ্জল নক্ষত্রস্বরুপ
দৃষ্টান্ত হচ্ছে মায়ানমারে রোহিঙ্গা
নির্যাতন । রোহিঙ্গাদের প্রতি এ
নির্যাতনকে আরো উস্কে দেয়া হয় তখন, যখন
গোটা পৃথিবী রোহিঙ্গা শরণার্থীদের
তাড়িয়ে দেয়, যখন অংসান সূচিকে শান্তিতে
নোবেল দেয়া হয়, যখন রোহিঙ্গাদের উপর
সাম্প্রদায়িক হামলা ঠেকাতে
আন্তর্জাতিকভাবে কোন পদক্ষেপ নেয়া হয়না,
যখন সাম্প্রদায়িকতার কালো চশমা পরে
অসাম্প্রদায়িকতার ব্যর্থ আন্দোলন করে
বামপন্থীরা বা তথাকথিত সমাজবাদীরা, যখন
জাতিসংঘ মানবতার কালো চশমায়
আর্তমানবতা দেখতে পায়না, যখন মানবতা
দালালদের ব্যবসার পুঁজি হয়ে যায় । নাকি
এটাও একটা রাজনীতি?? সর্বোপরি
বলতে চাই, রোহিঙ্গা হলেও তারা মানুষ ।
মানুষ মানুষের জন্যে । আসুন আমরা আর্তমানবতার
পাশে দাড়াই ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.