নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তা করো বেশি, বলো অল্প, লিখো তারচেয়ে কম।

অাসিফ কবির

Journalist.

অাসিফ কবির › বিস্তারিত পোস্টঃ

বুদ্ধিজীবী দিবস

১৪ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের এই দিনে জাতীর শ্রেষ্ঠ সন্তানরা নিহত হয়েছে কিছু স্বার্থলোভী, কুকুর-হায়েনার হাতে। পাকিস্তানের দালাররা চেয়েছিল এ দেশকে পাকিস্তান বানাতে। দেশময় যখন যুদ্ধ চলছে, তখন তথাকথিত শান্তিকমিটি কিংবা রাজাকারের দোসররা দেশকে অচল করার জন্যে নানা ফন্দি-ফিকির করছে। তারা ধর্ষন, নারী নির্যাতন, হত্যা, লুটপাট করার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে নসাৎ করার চেষ্টা চালিয়েছিলো। কিন্তু কোনভাবই যখন তাদেরকে সফল হতে দেয়নি বাংলার বীর সেনারা। জীবন বাজি রেখে অনবরত পাক বাহীনির সাথে যুদ্ধ করে যাচ্ছে জয়ের নেশায়। এ দেশের বীর সেনারা যখন জয়ের দ্বারপ্রান্তে চলে এসেছে, বিজয় যখন আমাদের অনিবার্য হয়ে গেছে তখন আমাদের দেশের কিছু ঘাতক, নরপশু, কুকুর-বিড়াল, কসাই, দেলুরা মিলে বিকল্প চিন্তা করতে লাগলো। তারা চিন্তা করলো বিজয় যখন বাংলার হবে তাহলে স্বাধথীনের পর যেন বাংলাদেশ ঘুরে দাড়াতে না পারে সে ব্যবস্থা করতে হবে। এরই জের ধরে তারা ১৪ ডিসেম্বর 1971 সালে জাতীর কর্ণধার, জাতির শ্রেষ্ঠ সন্তানদের ধরে নিয়ে যায়। একে এক তারা হত্যা করে এদেশের সূর্য সন্তানদের। কী অপরাধ করেছিল সেদিন নীরিহ বুদ্ধিজজবীরা?? তারা চেয়েছিলো একটা বৈষম্যহীন উন্নত বাংলাদেশ, তারা স্বপ্ন বুনতো এক সোনার বাংলাদেশের। কিন্তু তাঁদের স্বপ্নকে ভূলন্ঠিত করে দিয়েছে পািকিস্তানী বাহীনি ও তাদের অনুসারী তৎকালীন বাংলার শান্তিকমিটি ও বর্তমান যুদ্ধাপরাধের অনুসারীরা। যারা স্বাধীন বাংলাদেশের বীজ বুনতো তারাই স্বাধীনতার ১ম সূর্য উদয় দেখতে পারেনি কিছু কুলাঙ্গারের জন্য। তারা সবসময় বাংলার অমঙ্গল কামনা করে। তারা এখনো চায় য়েন বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াতে না পারে। কেননা তারা বর্তমানেও বাংলার আলো-বাতাস ভোগ করে যাচ্ছে, কিন্তু অন্তরে তারা পাকিস্তানী চেতনা লালন করছে। তাদের নিপাতই বাংলার জনতার এক মাত্র কাম্য। রাজাকার নিপাত যাক। জয় বাংলা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.