নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তা করো বেশি, বলো অল্প, লিখো তারচেয়ে কম।

অাসিফ কবির

Journalist.

অাসিফ কবির › বিস্তারিত পোস্টঃ

ট্যাহা চাইনা, আমার পোলারে চাই

২২ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৩

এই বুড়ো বয়সে রিক্সা চালাতে কষ্ট হয়না?
-না রে বাবা। চালাইতে চালাইতে ঠ্যাঙ শক্ত হইয়া গ্যাছে

বয়স কত আপনার?
-৫৯।

এত বয়সেও রিক্সা চালান কেন?
-না ভাত খামু ক্যামনে?

ছেলে মেয়ে কয়জন?
-১ পোলা, ১ মাইয়া।

ছেলে কি করে??
-একটা কমপানিতে চারকি করে।

ছেলে ভাত দেয়না?
-না।

ছেলে বিয়ে করছে?
-হ। বিয়ার পর থেইক্যা আমি আর বুড়ি হ্যার পর হইয়া গেছি। বড়লোকের বেডি বিয়া কইরা আমাগোরে ভূইলা গ্যাছে।

এভাবে কয়দিন চলবেন?
-যতদিন আল্লায় শক্তি দেছে।

বাড়িতে জমিজমা নেই?
-ম্যালা জমি আছিলো। পোলারে লেহাপড়া করাইছি ২ খান জমি বেইচ্ছা। চারকির সময় ৪ লাখ ট্যাহা ঘুষ দেছিলাম। পোলায় কইছিলো চারকি কইরা আবার জমি কিইন্না দিবো।

ছেলের লগে কথা হয়?
-না। ওর মার অসুখের সময় গেছিলাম অফিসে, ৫০০০ টেহা দিছিলো তহন। হেই ট্যাহা এহনো রাইখা দিছি। আমি ট্যাহা চাইনা, আমার পোলারে চাই।

এরকম হাজারো বাবা-মায়ের একমাত্র অাকুতি ট্যাহা চাইনা, আমার পোলারে চাই। আর এরকম হাজারো সন্তান আছে যারা বিয়ের পর বাবা-মায়ের পর হয়ে যায়। বুড়ো বয়সেও বাবাদের রক্ত পানি করে রোজগার করতে হয়। রিক্সা চালাতে হয়, হেলপারি করতে হয়, ফুটপাতে সিগারেট বিক্রি করদে হয়। দুঃখজনক কথা হলো আমরা এদের সাথে ভাড়া নিয়া কষাকষি করি, কম দেয়ার চেষ্টা করি। আর বান্ধবী নিয়া রেস্তোরায় খেতে গেলে ৫০/১০০ টাকা বখশিস দিয়ে আসি। কেননা তখন বখশিস না দিলে #প্যাস্টিজ নস্ট হয়ে যাবে। আমরা বাবার বয়সের লোকদের কষ্ট বুঝতে পারিনা, কিন্তু অন্যের বউ নিয়ে আড্ডা দেয়ার সময় নিজের #প্যাস্টিজ বুঝি। কারণ আমাদের বিবেক প্যাস্টিজের কাছে হেরে গেছে।
- Asif Reja Titu

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.