নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তা করো বেশি, বলো অল্প, লিখো তারচেয়ে কম।

অাসিফ কবির

Journalist.

অাসিফ কবির › বিস্তারিত পোস্টঃ

“জনগণের টাকায় ভিআইপিগিরি চলবেনা”

১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১১

বিকেল বেলায় বিজয় স্মরণীতে প্রায় 1 ঘন্টা জ্যামে বসে আছি। গাড়ি আসছে না যাচ্ছেও না। প্রচুর জ্যাম। হঠাৎ রাস্তায় প্রচুর পুলিশ নামানো হলো। আওয়াজ আসলো ভিআইপি আসছে। বিপরীত পাশের রাস্তার 1 ঘন্টার জ্যাম 1 মিনিটে পাকা। সিদ্ধান্ত নিলাম হেঁটে রওনা দিবো। যেই ভাবা সেই কাজ। হাটা শুরু করলাম। কিছুদূর আসার পর পুলিশের ব্যারিকেড, “সামনে যেতে পারবেন না”। কারণ জানতে চাইলে বললো ভিআইপি আসছে। জিজ্ঞেস করলাম, “ভিআইপি কি মানুষ নয়??” পুলিশ উত্তর দিলো, মানুষ । মনে প্রশ্ন জাগলো, তাহলে সে ভিআইপি কেন? কেন তার আগমনে রাস্তা বন্ধ করে দেয়া হলো। কেন তার আগমনে হাজার হাজার মানুষের কষ্ট তৈরি হলো?? কেন তার আগমন এম্বুল্যান্সে চিকিৎসারত রোগীর কষ্টের চিৎকার হলো?? কেন তার আগমনে বেকার যুবক চাকরির ইন্টারভিউ মিস করবে?? জানি এ প্রশ্নগুলোর জবাব একটাই, সে ভিআইপি?? কেন সে ভিআইপি?? সরকারী আমলা বলে?? ক্ষমতা আছে বলে??? যখন তারা ভোট ভিক্ষার জন্যে জণগণের ধারে ধারে যায় তখন কোথায় থাকে তাদের ভিআইপিগিরি?? রাস্তার ভেতরে জনমানুষের হাহাকারে ট্রাফিক পুলিশ বিচলিত হয়না, কিন্তু ভিআইপির আগমনে তারা দায়িত্বের প্রেমে পড়ে যায়। যে জণগণের টাকায় তারা ভিআইপি হয় সে জণগণের কোন মূল্য নেই। তাদের সময়ের কোন দাম নেই। জনগণের হাজারো কষ্টের প্রতি তাদের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই, অথচ ভিআইপির 1 মিনিট কষ্ট তাদের সহ্য হয়না। চিন্তা করুন তো, |ভিআইপির জন্যে যদি রাস্তা ব্লক করা হয় 10 মিনিটের জন্যে তাহলে প্রায় যদি 1000 মানুষ এর 10 মিনিট হয় 10000 মিনিট। একজন ভিআইপি 10 মিনিটে আমাদের 10000 মিনিট সময় নষ্ট করছে। এটা কি করে সম্ভব??? কোথায় যাচ্ছে এদেশের ভবিষ্যৎ?? এত সংগ্রামের মধ্য দিয়ে ওদশ স্বাধীন করা হয়েছে কি জনগণের টাকায় ভিআইপিগিরি দেখানোর জন্যে??? কেন গণতান্ত্রিক দেশে এরকম হবে??? যদি কিউবার মত উন্নত রাষ্ট্রের প্রেসিডেন্ট লোকাল বাসে চড়তে পারে তাহলে কেন বাংলাদেশের প্রেসিডেন্ট পারবেনা??? আমরা সাধারণ জনগণ, আমরা সুষ্ঠুভাবে চলতে চাই। দেশ এগিয়ে যাক এটাই আমাদের প্রত্যাশা। কিন্তু দেশের একজন নাগরিক হিসেবে দাবি জানাই “জনগণের টাকায় ভিআইপিগিরি চলবেনা”। রুখে দাও কলুষিত এ সমাজের নীতি। এসমাজকে পাল্টাতে হবে, এজন্যে দরকার সমাজতন্ত্রের সুষ্ঠু ব্যববহার। আসুন আমরা প্রত্যেক্ সচেতন হই। বদলে দাও, বদলে যাও।

মেনতি মানুষের জয় হোক। জয় বাংলা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.