নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তা করো বেশি, বলো অল্প, লিখো তারচেয়ে কম।

অাসিফ কবির

Journalist.

অাসিফ কবির › বিস্তারিত পোস্টঃ

কাজে নেমে পড়া

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫২


গোরস্তানগুলো পৃথিবীর সবচেয়ে
দামী জায়গা! কেন জানো? কারণ
এইখানে মাটির নিচে মানুষগুলোর
সাথে শুয়ে আছে অসংখ্য চমকপ্রদ
আইডিয়া, যেগুলো কোনদিন কারো
কাজে লাগেনি। অসংখ্য জীবন বদলে
দেওয়া আবিষ্কার, যেগুলো কোনদিন
আলোর মুখ দেখেনি। অসংখ্য কালজয়ী
সাহিত্য, যেগুলো কোনদিন লেখা
হয়নি। মানুষগুলোর মস্তিষ্কেই রয়ে
গেছে সব, কখনো বাস্তবায়িত হয়নি,
শেয়ার করা হয়নি পৃথিবীবাসীর
সাথে।
খুব প্রচলিত একটা কথা আছে আমাদের
মাঝে, “প্ল্যান করে কিচ্ছু হয়না!” সত্যি
কথা হচ্ছে, প্ল্যান করে অবশ্যই কাজ হয়,
অসম্ভব ভালো কাজ হয়। কিন্তু আমরা
বসে বসে প্ল্যানই করে যাই শুধু, কাজে
আর নামি না, অজুহাতের পাল্লাই
ভারী হয় শুধু।
সফল হতে চাও? ভাবাভাবি বাদ দাও।
কাজ শুরু করে দাও এখনই। মাঠে নেমে
পড়ো! ঝাঁপিয়ে পড়ো কর্মযজ্ঞে!
সাফল্য আসবে না মানে? এমন সাফল্য
আসবে, যার কথা আগে কোনদিন
ভাবতেও পারোনি। আয়ত্ত করো
গুণগুলো, ছড়িয়ে দাও বন্ধুদের মাঝে,
মেতে ওঠো সাফল্যের উচ্ছ্বাসে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.