![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রমেল চাকমাকে বিনাদোষে হত্যা করে তাঁর লাশ জোর জবরদস্তি করে পুড়িয়ে দেয়া হলো তবুও মিডিয়া চুপ, মানবাধিকার কমিশন নামক মানবতাবিরোধীরাও চুপ, বিচার ব্যবস্থার কোন অগ্রগতি নেই, কোন পত্রিকাতে কিংবা চ্যানেলে নিউজ করা হয়নি, এসবই গোলামীর পরিচয়। এদেশের সাংবাদিক সমাজ এখন চাঁদাবাজি আর দালালি করা ছাড়া কোন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে পারেনা। বিচার ব্যবস্থা হয়ে গেছে আদু ভাইয়ের মত, তদন্তের সময় বাড়ানো হয়, দিন-মাস-বছর পেড়িয়ে যুগ অতিক্রম করে কিন্তু বিচার হয়না। তনু, ফেলানী, মিতু, বিশ্বজিৎ, সাত খুন, চার খুন, হত্যা, ধর্ষণ, ইভটিজিং - এসব ঘটনা বর্তমানে শুধু পত্রিকার বড়ো বড়ো হেডলাইন হয়, এসবের বিচার হয়না। আমরা এখন যান্ত্রিক সমাজ হয়ে গেছি। এ যান্ত্রিক সমাজে আমাদেরকে একটা গ্রুপ তাঁদের নিজেদের মতো করে আমাদের পরিচালিত করছে । আমরা আমাদের প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলছি । আমরা আমাদের বোন তনু কিংবা আফছানাদের ধর্ষিতা দেহের লাশের কথা ভূলে গেছি । এদেশের স্বাধীনতার সূর্য উঠেছিল ধর্ষিতা নারীর দেহ আর বিপ্লবী পুরুষের প্রতিবাদের কারণে । জাতির জনকের সোনার বাংলা আজ কিছু কুকুর বিড়ালের আলখাল্রা হয়ে গেছে । রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী পরিণত হয়েছে এক হিংস্র বাহিনীতে । তাদেরই অত্যাচারে আজ প্রাণ হারাচ্ছে এদেশের নিরীহ জনগণ । কি অপরাধ করেছিল রমেল চাকমা ? একটা নিরাপরাধ ছেলেকে কেন হত্যা করা হলো ? নিজেদের অধিকারের জন্যে আন্দোলন করার বিপরীতে এদেশ স্বাধীন হয়েছে । বঙ্গবন্ধু যদি আমাদের অধিকার নিয়ে আন্দোলন সংগ্রাম না করতেন তাহলে তো এ স্বাধীন ভূখন্ডের জন্মই হতো না । তাহলে কেন এই স্বাধীন দেশে নিজেদের অধিকার নিয়ে আন্দোলন করার কারণে রমেশ চাকমা কে হত্যা করে আমাদের স্বাধীনতার পবিত্র মানচিত্রে শকুনের হিংস্রতার আঁচড় দেয়া হলো ? কেন আমাদের জাতির জনকের অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষতার স্বপ্নকে ধুলিসাৎ করে দেয়া হলো ? কেন আমাদের মানবতার জঠরে আঘাত দেয়া হলো ? কেন এর প্রতিবাদে উত্তাল হয়ে উঠেনি আমাদের রাষ্ট্র ? কেন সরকারের পক্ষ হতে দায়বদ্ধতার কোন পরিচয় দেয়া হয়নি ? প্রশ্নগুলো কোন নির্দিষ্ট গোষ্ঠী বা দলের কাছে নয়, আমাদের সবার বিবেকের কাছে । কারো অনুভূতিতে আঘাত লাগলে আন্তরিক ভাবে দুঃখিত । © Asif Reja Tituundefined
©somewhere in net ltd.