নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তা করো বেশি, বলো অল্প, লিখো তারচেয়ে কম।

অাসিফ কবির

Journalist.

অাসিফ কবির › বিস্তারিত পোস্টঃ

"ধর্ষিতা বোনের শাড়ী, ঐ আমার রক্তাক্ত জাতির পতাকা"

১১ ই মে, ২০১৭ সকাল ১০:১২


৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন ভূমিতে আজ শিয়াল-কুকুর উল্লাসে মেতে উঠেছে, তারই জ্বলন্ত প্রমাণ হচ্ছে সাম্প্রতিকালের ঘটনাচক্র। কুকুরের দল আজ মেতে উঠেছে নারী ধর্ষনের খেলায়। স্বাধীন বাংলাদেশে প্রতিনিয়ত যে পরিমাণ নারী ধর্ষিত হচ্ছে তা, স্বাধীনতা যুদ্ধকালে পাকিস্তানীদের বর্বরোচিত ধর্ষণের ইতিহাসকেও হার মানায়। এমন বাংলাদেশ কেউ আশা করেনি, যে বাংলাদেশে টাকা আর ক্ষমতার ছায়ায় অপরাধের সীমালঙ্গন হবে। যে দেশে একজন মহিয়সী সাহসী নারী প্রধানমন্ত্রী থাকাকালীন প্রতিনিয়ত মা-বোন ধর্ষিত হয়, সেদেশ কখনো উন্নত রাষ্ট্র হতে পারেনা। এ দেশের মানুষ কতটা নিরাপত্তাহীন তা এসব ঘটনার মাধ্যমে পরিলক্ষিত হয়। যে জাতি জীবন বিসর্জন দিয়ে দেশ রক্ষা করতে পারে সে জাতি আজ দেশ থেকে শকুন তাড়াতে দ্বিধাবোধ করছে। গোটা দেশটা যেন আজ নারীর জন্যে মৃত্যুকূপে পরিণত হয়েছে। টাকা আর ক্ষমতা হলেই বেজন্মারা যাপিয়ে পড়ছে নারীদেহের উপর। এটা রাষ্ট্রের দায়িত্বহীনতা এবং বিচারহীনতার প্রমাণ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় যারা এ ধরণের অপকর্মে লিপ্ত আছে তাদেরকে ধুলিসাৎ করে দেয়া আ'লীগ সরকারের পবিত্র দায়িত্ব। কেননা ৭১' এ তাঁদের নেতৃত্বেই আমরা এ স্বাধীন ভূখন্ড পেয়েছি। মা-বোনদের নিকট অনুরোধ, এখন থেকে ব্যাগে আয়না-চিরুনী কিংবা প্রসাধনী নয়, চুরি-চাপাতি বা ক্ষুর রাখুন, যাতে শিয়াল কুকুর আক্রমন করলে শিস্ন কেটে দিতে পারেন। এধরণের কয়েকটি নজির ঘটিয়ে দিন, আশা দিলাম ধর্ষণ নামক শব্দটি বাংলাদেশ থেকে চিরতরে মুছে যাবে। নারীদের প্রতি আহ্বান, চারদেয়ালের আবদ্ধ জীবন থেকে বেরিয়ে এসো, প্রতিবাদ করো, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করো। নিজেকে বদলাও, সমাজ এবং দেশকে বদলাও।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.