![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লুটপাটের রাজনীতি আর লুটপাটের অর্থনীতির ভিত্তে বন্দী দেশের জনগণ যখন উন্নয়নের জোয়ারে নৌকা নিয়ে ভাসছে ঠিক তখনি আমাদের অর্থমন্ত্রী মহোদয় পেশ করলেন তাঁর জীবনের শ্রেষ্ঠ বাজেট। এ বাজেট শ্রেষ্ঠ বাজেট তো বটেই ! কেননা বাংলাদেশের জন্মের পর এ বাজেট নিয়েই সরকার এবং অর্থমন্ত্রী উভয়ই মারাত্নক বিপাকে আছে। এ বাজেট না উন্নয়নমুখী, না জনগণমুখী? এ বাজেটের ফলে সরকারি চাকুরিজীবী এবং নির্দিষ্ট কিছু গোষ্টী ব্যতীত অন্যকারোর জন্যে আশানুরূপ কোন বার্তা নেই।
বরাবরের মতই এবারের বাজেটেও তেলা মাথায় তৈল দেয়া মার্কা বাজেট। ক্ষমতা টেকানোর জন্যে সরকার মোট বাজেটের প্রায় 22 শতাংশ রেখেছে সরকারি চাকুরিজীবীদের খোশ মেজাজে রাখার জন্যে এবং আরো 12.41 ভাগ রাখছে সরকারি তিনটা খাতে। দেশে সরকারি চাকুরিজীবী মোট প্রায় 14 লাখ। মাত্র ১৪ লাখের জন্য যদি ২২ শতাংশ ব্যয় হয়, তাহলে হতভাগা জনগণের ভাগ্যে কী রইল?
বৈধতার সংকটে থাকা সরকার চালাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে খুশি রাখতে হবে, চালিয়ে যেতে হবে লুটপাট ও দুর্নীতিনির্ভর রাজনৈতিক ব্যবস্থা। তার জন্য আরও বেশি ঋণ করে যেতে হবে। করের টাকা, ভ্যাটের টাকা, ঋণের টাকায় চলবে নিম্নতম সুশাসন ও উচ্চতম দুর্নীতি, কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি এবং স্বল্প গণতন্ত্রে অধিক অবিচারের রাজনীতি।
যদি আগামীর নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবার সম্ভাবনা থাকতো তাহলে শামীম ওসমানের মত গাদ্দাররা ক্ষমতা চাই কিন্তু ভোট চাই না বলে গলার পানি শুকাতে পারতো না। তাহলে সরকারের প্রশাসন তোষামদের বদলে বেশি গুরুত্ব পেত জনকল্যাণমূলক খাত। এগিয়ে যেত দেশ, বদলে যেত সমাজ।
রাজনীতির রিমোট কন্ট্রোল যখন সরকারের হাতে, তখন জনগণের হাতে থাকবে শুধু টেলিভিশনের রিমোট কন্ট্রোলের সুইচ। ভালো না লাগলে সরকার বদলাতে না পারুন, চ্যানেল বদলানোর অবাধ স্বাধীনতা আমাদের থাকবে। এ জিনিস কেউ আমাদের থেকে কেড়ে নিতে পারবে না।
আমাদের দেশের জনগণ এখন এক ধরণের যান্ত্রিক জনগণ হয়ে গেছে। আমরা যেমন যন্ত্রের ভেতরে কিছু চাপিয়ে দেই এবং যন্ত্র তা হজম করে, ঠিক সরকারও আমাদের উপর সবকিছু চাপিয়ে দিচ্ছে এবং আমরা তা হজম করছি। গণতন্ত্র চর্চার কোন অবকাশ নেই। সরকারও এখন কাজী নজরুলের সুর ধরেছে “শালা হজম করবি কিনা বল, নাহয় গুলির চোটে হাড় করিবো জল”
আমি বাজেট সমলোচক না। সরকারের প্রতি গভীর শ্রদ্ধা রেখেই কিছু তথ্য সংগ্রহ করে লেখনীর মাধ্যমে জনগণের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি।
#জয়_বাংলা, #জয়_বঙ্গবন্ধু
©somewhere in net ltd.