![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের খোকা
- আসিফ রেজা
টুঙ্গিপাড়ার ছোট্ট শিশু
খোকা ছিলো তাঁর নাম,
কচি থেকেই মানবপ্রেমিক
চারদিকেই তাঁর সুনাম।
শিক্ষা-দীক্ষা আর রাজনীতিতে
সবার আগে থাকতো,
দু:খী লোকের কিছু হলেই
অশ্রুতে চোখ ভিজতো।
পাক শাসকের নির্যাতনে
হলেন তিনি সোচ্চার,
এনে দিলেন স্বাধীনতা
হটিয়ে পাক-রাজাকার।
নয় মাস ধরো যুদ্ধ হলো
খোকার নেতৃত্বে,
হয়নি সফল পাক সেনারা
গো-আজমদের ভ্রাতৃত্বে।
স্বাধীন হলো এই ভূমিটি
থাকলো কিছু কুলাঙ্গার,
১৫ আগষ্টে শহীদ হলো
খোকা ও তাঁর পরিবার।
undefined
©somewhere in net ltd.