নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তা করো বেশি, বলো অল্প, লিখো তারচেয়ে কম।

অাসিফ কবির

Journalist.

অাসিফ কবির › বিস্তারিত পোস্টঃ

আমরা চিৎকার করে বলি দেশ এগিয়ে যাচ্ছে।

১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৬


সারাদেশে সবজির দাম আকাশচুম্বি। বাজারে ৭০-৮০ টাকার নিচে কোন সবজি নাই। লাউ শাক কিছুদিন আগেও ২৫ টাকায় ১ আঁটি কেনা যেত, এখন প্রতি আঁটি ৫০ টাকা। দিনেদিনে বেড়েই যাচ্ছে সবকিছুর দাম। গতকালের এক প্রতিবেদনে জানা গেছে ঢাকা শহরের লিভিং খরচ প্রায় ৭৬ শতাংশ বেড়েছে। খরচ ৭৬ শতাংশ বেড়েছে, কিন্তু আয় কত শতাংশ বেড়েছে?? এভাবে নজিরবিহীনভাবে খরচ বাড়ার পেছনে দায় কার?? আয়-ব্যয়ের ভারসাম্য না থাকলে কি মানুষ বিটিভির খবর দেখে পেট ভরাবে??

যারা ১০ টাকা কেজি চাল খাওয়ানোর ইশতিহার দিয়েছিলো তাঁদের আমলেই ৭০/৮০টাকা কেজির চাল খেতে হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করে সরকার কি নিরবে তাদের সাপোর্ট দিয়ে যাচ্ছে?? জাতীয় দৈনিকের রিপোর্ট অনুযায়ী বলা যায়, কৃষকরা কমমূল্যেই সবকিছু বিক্রি করছেন। কাঁচামরিচ তাঁরা ৩০-৩৫ টাকা কেজি বিক্রি করেন, কিন্তু বাজারে কাঁচামরিচ ২৫০-২৮০ টাকা। তাহলে প্রশ্ন হলো কারা এই আকাশচুম্বি দাম বাড়ানোর সাথে জড়িত?? ভোক্তা অধিকার কর্তৃপক্ষ বা স্থানীয় প্রশাসন কতটা কাজ করছে এর জন্যে?? যেসকল ব্যবসায়ীরা এসব অপকর্ম করে নিজেদের অবস্থান পরিবর্তনে ব্রতী তাঁদের বিরুদ্ধেও বা কি পদক্ষেপ নেয়া হয়েছে??

বাজারে সবজির দাম আকাশচুম্বি, কিন্তু এরপরেও কৃষকদের অবস্থা শোচনীয়। কাজেই এসবের পেছনে যে একটা বৃহৎ শক্তির হাত আছে তা পরিস্কার। এ বৃহৎ শক্তির হাতকে নির্মূল না করলে এদেশের নিম্মবিত্তরা না খেয়ে মরবে। কৃষক-শ্রমিক না খেয়ে স্বাধীনতা উপভোগ করবে। তখন হয়ত কেউ রফিক আজাদের কবিতা বলবে “ভাত দে হারামজাদা, নইলে উন্নয়নের জোয়ারের পানি খাবো”।

ঢাকা শহরের ১০ ফুট বাই ৬ ফুট আকারের বড় বড় গাড়ি দেখে, গুলশান-বনানী-ধানমন্ডি-বেইলি রোডের খাবারের দোকানে বহু গুণ বেশি দামে কিশোর-কিশোরীদের চা, কফি কিংবা আইসক্রিম খেতে দেখে বা বিদেশি ফ্যাশনে সুগন্ধি মাখা ছেলেমেয়েদের দেখে বলি, বাংলাদেশ ‘উন্নত’ হয়েছে।

নদীমাতৃক দেশের উর্বর সমতলে আকাশছোঁয়া ভবন দেখে, বন উজাড় চাষের জমির ওপর কলকারখানা দেখে বা বন উজাড় করে বিদ্যুৎকেন্দ্র বানানোর উদ্যোগ নিয়ে আমরা চেঁচিয়ে উঠি—বাংলাদেশ আর ‘গরিব’ নেই। অথচ তখনও আমাদের পাশের কেউ হয়ত না খেয়ে আছে। হাসপাতালে কেউ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। কারো রিক্সার চাকা ফুটো করে ট্রাফিক টাকা আদায় করছে। টাকা দিতে না পেরে কারো পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে। তবুও আমরা চিৎকার করে বলি দেশ এগিয়ে যাচ্ছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.