![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনার অনেক বন্ধু থাকতে হবে । চলার পথে অনেক ফ্রেন্ড আপনি পাবেন, যারা ২ গ্রুপে বিভক্ত । আপনাকে বাছাই করতে হবে কারা আপনার রিয়েল ফ্রেন্ড ।
চোখ বন্ধ করে চিন্তা করুন, বাহিরে তুমুল বৃষ্টি হচ্ছে । আপনি রাত ৩ টা বাজে কোনো সিরিয়াস বিপদে পড়ে আপনার এক ফ্রেন্ডকে ফোন করেছেন । সে সাথে সাথে কোনো কারণ না দেখিয়ে ঘুম থেকে লাফ মেরে ছুটে আসলো আপনার কাছে । বৃস্টি আছে কি নাই, আলো আছে কি নাই, গাড়ি পাবো কি পাবোনা,- সে এসব চিন্তা করলোনা । সে শুধু জানে,- বিপদ হইছে যাইতেই হবে । এটা একটা গ্রুপের ফ্রেন্ড ।
আরেকজনকে ফোন করেছেন । সে চিন্তা করলো, এখন তো ৩ টা বাজে, বাহিরে অন্ধকার, বৃস্টি হচ্ছে ।হয়তো তার আত্মীয় স্বজন কেউ চলে এসেছে । এখন গিয়ে কি হবে, কালকে সকালে যাবো । এটা অন্য গ্রুপের ফ্রেন্ড ।
এখন আপনিই বাছাই করুন, কারা আপনার প্রকৃত বন্ধু । এই প্রকৃত বন্ধুদের সাথে থাকুন সবসময় । আপনিও সর্বদা তাদের বিপদে এগিয়ে যান । কাউকে বেস্ট ফ্রেন্ড বলার আগে একবার চিন্তা করে বলুন, কতটা ত্যাগ করতে পারবেন তার জন্য, সে কতটা ত্যাগ করতে পারবে আপনার জন্য ।
শুভকামনা ।
©somewhere in net ltd.