![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুদিন আগে ফার্মগেটে বন্ধুরা চা খাচ্ছিলাম, পাশে মধ্যবয়সী ২ টা লোক ছিল, বয়স প্রায় ৪০/৪৫ এর মতো হবে। রাস্তায় সাদা জামা পরে একটা মেয়ে হেঁটে যেতেই ওই মধ্যবয়সী লোকটা তার পাশের লোকটাকে বলে "দেখ কি মাল যাচ্ছে"। আমি পুরো হতবাক হয়ে গেলাম। এই বয়সের একটা লোকের কাছ থেকে এইটা আশা করা যায় না অন্তত। লোকটাকে বললাম, আংকেল মাল কি ? ওই মেয়ে তো আপনার মেয়ের বয়সী হবে। হয়তো আপনার বাসায় ঐরকম একটা মেয়েও আছে। তাহলে কি আপনি তাকেও মাল বলেন ? বুঝলাম তার মাথায় আকাশ ভেঙ্গে পড়ছে। হয়তো এরপর আর কখনো সে এই কাজটা করবেনা।
একটা মেয়েকে অনবরত মেসেজ দিয়েই যাচ্ছেন কিংবা কল দিচ্ছেন, সে রিপ্লাই দিচ্ছেনা, কি ভাবছেন? মেয়েটার অনেক Ego তাই না ? আবার মেসেজের রিপ্লাই না দিলে তাকে গালি দিতেও অনেক পুরুষ কার্পণ্য করেন না।
প্রতিদিন স্কুলে যাওয়ার পথে একটা মেয়েটাকে ডিসটার্ব করছেন, তাকে দেখে শিষ বাজাচ্ছেন, মাল বলে সম্বোধন করছেন, এতে আপনার পুরুষত্ব প্রকাশ পাচ্ছে তাইনা ? একটু চিন্তা করুন তো, আপনার কলিজার টুকরো বোনটাকে দেখেও তো অন্য কেউ এভাবে তার পুরুষত্ব প্রকাশ করতে পারে।
ফেসবুকে প্রায় প্রতিটা মেয়েরই ব্লক লিস্টে কিছু স্পেশাল মানুষ থাকে, যাদের অনেকেই তাদের অনবরত মেসেজ দিয়ে যান, বাজে কমেন্ট করেন, কিংবা মেসেঞ্জারে সেক্সুয়াল কোনো টপিক শেয়ার করে পুরুষত্ব প্রকাশ করতে গিয়েছেন।
বাসের মধ্যে মেয়েদের সিটে বসে থেকে বেশ আরামেই ভ্রমণ করেন, আর পাশেই মেয়েরা দাঁড়িয়ে থাকে, হয়তো সেই লোকাল বাসের মধ্যেই সেই মেয়েদের কেউ যৌন হয়রানির শিকার হচ্ছে । ভাবছেন এটা কিভাবে সম্ভব? তাহলে একটু আশেপাশে তাই দেখুন, এটাই হচ্ছে। গতকাল ও একজনকে হাতেনাতে ধরিয়ে দিয়েছি। ইডেন কলেজের সেই মেয়েটার কথাও শুনেছেন হয়তো, যে বাসের মধ্যেই যৌন হয়রানির শিকার হয়ে প্রতিবাদ করতে গিয়ে উল্টো অপবাদের শিকার হয়েছে।
এই সমাজটা মেয়েদেরকে পণ্য বানিয়ে রাখতে ভালোবাসে। "তুই মেয়ে হয়ে জন্মাইছস, তাই তুই পুরুষের মনমতো চলবি" এমন মানসিকতার লোকের অভাব নাই এই দেশে।
আসলে আমরা যাই বলিনা কেন, আমরা যতই মেয়েদের পোশাক, চলাফেরার দোষ দেই না কেন,- একটা মেয়ের চলাফেরা বা পোশাকের মধ্যে কোনো দোষ নেই। দোষ হচ্ছে আমাদের চিন্তা চেতনার। আমরা আমাদের ঘরের বোনটার জন্যে খুব কেয়ারফুল থাকি, কিন্তু যে মেয়েটাকে আড়চোখে দেখছি, যে মেয়েটাকে রাস্তায় ইভটিজিং করছি সেও যে কারো বোন সেটা ভাবি না। যদি এমনটা ভাবতাম তাহলে আমাদের দেশটাই বদলে যেত। তখন আর নারীরা জোর করে তাদের অধিকার আদায়ে সোচ্ছার হতো না।
©somewhere in net ltd.