![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন লক্ষ্যহীন পথিক, পথে নেমেই পথকে চিনি - লক্ষ্যকেও।
অদ্বিতীয়া,
জিডিপির উর্ধ্বগতি আমাদের স্বপ্নের পথে খানিকটা গতিও দেয়নি জানি,
জীবনের মানে পিছিয়ে পড়ছি ক্রমশ।
বিশ্ববিদ্যালয়ের স্নাতক হয়ে উদ্যোক্তা-কৃষক হবার যে অনাগত স্বপ্নের
কথা বলেছিলাম ট্রেনে বসে পাশাপাশি ফসলের ক্ষেত দেখতে দেখতে,
ওসব আর হবেনা, বুঝলেতো?
কৃষকের শ্রমের মূল্য চুরি করে যারা টাকাকড়ি বানায় দেশটা তাদের
ফসলের ন্যায্যমূল্য তাই আকাশের চাঁদ,
মেগাপ্রজেক্টের হরিলুটে যোগ দিতে না পেরে মরাকান্না জুড়েছে কতজন,
বাঁচার সুতীব্র আকুতিতে যে কান্নার যোগ তা নিষিদ্ধ এখানে।
তাই বৃথা স্বপ্নদের জলাঞ্জলি দিয়ে জব সল্যুশন কিনেছি,
চলো দুজনে মিলে আমলাদের রাজতন্ত্রে হয়ে পরি অনুগত আমলা,
জানোতো আনুগত্যই এ যুগের শ্রেষ্ঠতম সম্পদ।
১৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১২
রেজাউল করিম সাগর বলেছেন: এই প্রশ্নের উত্তর একদম সহজ।
কবিতা লেখাই সহজ বেশি।
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫১
আসাদ কাজল বলেছেন: দারুণ!
১৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১১
রেজাউল করিম সাগর বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৪
রাজীব নুর বলেছেন: কবিতা মন্দ নয়।
১৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১০
রেজাউল করিম সাগর বলেছেন: ধন্যবাদ
৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৮
শাহাদাত নোমান বলেছেন: ভালো বলেছেন। তবে আমলা হতে চেয়ে আমলাদের খারিজ করার প্রবণতা না দেখালেও পারতেন। তাহলে আমরা(পাঠক) নতুন চিন্তার খোরাক পেতাম। মানে এখন তো সব স্তরের মানুষদেরই প্রায় একই রকম ক্রাইসিস। সে অসহায়। এর বাইরে লোকে ভাবতে পারছে না। এটা একরকম আপোষ আর কি!
১৪ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৫
রেজাউল করিম সাগর বলেছেন: আমলা হতে চাওয়াটা না পেরে, খারিজ করার প্রবণতার কারণটাও না করে পারিনা বলে । অসহায়ত্বে খানিকটা বারুদ লাগলে দ্রোহ জমাট বেধে উঠে।
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫০
চাঁদগাজী বলেছেন:
অর্থনৈতিক পোষ্ট লেখা থেকে কবিতা লেখা কি সহজ, নাকি কঠিন?