নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাড্ডি খিজিরের মত ঠোঁটকাটা হইতে চাই শেষমেশ ওসমান অরফে রঞ্জু হয়াই দিন কাটে। রোগা শালিকের বিবর্ণ ইচ্ছা কী আছিলো সেইটা অনুভব করার খুব শখ আছিলো, জীবনদা তো আর নাই। তার কথা মনে হইলেই শোভনার ব্যর্থ প্রেমিক, লাবণ্যের ব্যার্থ স্বামী মনে হয়।

রেজাউল করিম সাগর

একজন লক্ষ্যহীন পথিক, পথে নেমেই পথকে চিনি - লক্ষ্যকেও।

রেজাউল করিম সাগর › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুর দেবী পার্সিফোন ( রিপোস্ট)

২৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০৫

জীবনের বিষণ্ণ সৈকতে ঠোঁটে নিয়ে তারও চেয়ে বিষণ্ণ কোন গান
আমার পাশে তুমি, সেই অপাপবিদ্ধ তুমি,
আর আমার কবিতাপ্লাবিত মস্তিষ্ককুঠুরিগুলো তোমার প্রতি বিদ্রোহে
জ্বলে-পুড়ে মরুভূমির মত শুকিয়ে নিস্প্রাণ- হয়ে যেতে চাইছে।
কবিতাই জগতের প্রথম ও শেষ পাপ, আর আমি সেই পাপের পিতা হতে চাই,
অথচ কী ভীষণ ব্যর্থ আমি , আজো সেই পাপে তোমায় ডুবিয়ে মারতে পারিনি!
আর দেখো ওই দিগন্তে ডুবুডুবু সূর্যটা বিদায় বলে দিয়েও যাচ্ছেনা, তাকিয়ে আছে ঠিক নির্লজ্জের মত,
ওই সূর্যটা কি একলব্য? আর আমি দ্রোণ? হাতে তীর-ধনুকের বদলে কলম কিংবা সিগারেট?
সমুদ্রের ঢেউয়ের মত কুর্নিশ করিনি বলে আজ এত অবজ্ঞা কেন তোমার?
কবিরা শয়তানের প্রতিদ্বন্দ্বী বলেই হয়তো মাথা নোয়াতে চায় না সহজে,
তবুও সত্য বলার 'সৎ কিংবা অসৎ' সাহস তাঁদের আছে জেনে রেখো।
ঈশ্বরের মুখোমুখি দাঁড়িয়ে ইবলিস অস্বীকার করেছিলো আদমের শ্রেষ্ঠত্ব,
হে হৃদয়েশ্বরী, আমি চোখে চোখ রেখে তোমার অস্তিত্ব অস্বীকার করে ফেলতে পারি, জানো?
.
আলবাট্রসের ডানায় লিখে যে কবিতাদের তোমার দোরগোড়ায় পাঠিয়ে দিয়েছি ওগুলো,
সেই পাপি সন্তানগুলো আমার অনাহারে, অযত্নে আছে বলেই জানি।
না পাঠানো কবিতারা এই নিষ্ঠুর পৃথিবীতে জন্মের লজ্জা নিয়ে কেঁদে চলেছে,
যেমন জন্মমুহুর্তে কাঁদে মানবশিশু,
জন্মেই যে হতাশা আমাদের আকণ্ঠ আঁকড়ে ধরে, তাকে জীবনের স্বাদ বলে ভ্রম হয়,
আর আমার সদ্যোজাত কবিতাশিশুদের ক্ষণে ক্ষণে কালজয়ী বলে ভাবতে ভালো লাগে;
অথচ তোমার অবহেলার ত্রিফলাবিদ্ধ হয়ে তারা অকালেই প্রাণ হারায়।
.
হে হৃদয়েশ্বরী, তোমার এই নাম যে কৃতজ্ঞ পুরোহিত দিয়েছিলো সেই আমার মৃত্যু হয়ে গেছে ,
এরপর হাজারবার ধবংস হয়েছে মায়া সভ্যতা, চুরাশিবার বিলুপ্ত হয়েছে ডায়নোসর,
কয়েক লক্ষবার ভাগ হয়ে গেছে ভারতবর্ষ, দুই লক্ষ চার হাজার পাঁচশো উনিশতম বিশ্বযুদ্ধ আসন্ন,
এর পিছনে তোমার কৃতিত্ব নেই মনে করেছো?
আর তাই মৃত্যুর পায়ে অর্ঘ্য দিয়ে তোমায় মৃত্যুর দেবী 'পার্সিফোন' বলে ডাকলেই বেশি মানানসই হবে।

২৯-০১-১৯
শহীদুল্লাহ্‌ হল

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: দারুন আবেগময়।

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:১৮

রেজাউল করিম সাগর বলেছেন: ধারাবাহিক উৎসাহ দেবার জন্য ধপ্ন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.