নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাড্ডি খিজিরের মত ঠোঁটকাটা হইতে চাই শেষমেশ ওসমান অরফে রঞ্জু হয়াই দিন কাটে। রোগা শালিকের বিবর্ণ ইচ্ছা কী আছিলো সেইটা অনুভব করার খুব শখ আছিলো, জীবনদা তো আর নাই। তার কথা মনে হইলেই শোভনার ব্যর্থ প্রেমিক, লাবণ্যের ব্যার্থ স্বামী মনে হয়।

রেজাউল করিম সাগর

একজন লক্ষ্যহীন পথিক, পথে নেমেই পথকে চিনি - লক্ষ্যকেও।

রেজাউল করিম সাগর › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নহীন স্বগতোক্তি

২৪ শে মে, ২০২০ বিকাল ৫:৪০




কবিতার কঙ্কাল শরীরের মাঝে আমার সজীব হৃদয়ের ঐকতানে বাজে
জীবনের শ্বাশ্বত মৃত্যুর আঘ্রাণ; কবিতাকে জীবনের একমাত্র আরাধ্য করে তোলা হয়নি,
আর হবেওনা হয়তোবা, নিতান্ত যান্ত্রিক জীবনের ক্ষণিক বিরতিতে
তবু কিঞ্চিৎ সুখের গালিচা চেপে স্বর্গে বেড়ানোর সুখ তো পাওয়া যাবে!
রৌদ্রের আঘ্রাণ, জুই, চামেলী, হাসনাহেনার সুঘ্রাণ, আর কার্তিক অঘ্রাণে তবু,
আমার হৃদয়ের তন্ত্রী বেয়ে,মৃত্যুর দূত এসে নামে,
স্পষ্টত হৃদয়ের দখিন দুয়ার খুলে আমার
সুখের পায়রা জানপাখিটা উড়ে যায়,
তাতে বিচলিত নই, হলে কিইবা হবে,
যান্ত্রিক রোবটের মত হাটাচলা- গতানুগতিক এলগরিদম মেনে চলা জীবনের চিহ্নটা যদি উড়েই যায়,
তবে ক্ষতি কী? উড়েই যাক।
.
মাটির পৃথিবী তবু দারুন অসুখ বুকে নিয়ে বাঁচে, মরতে মরতে কোনক্রমে
স্ব-উদ্যোগে বেচে উঠে বারংবার, আমি, এই আমি যেন এই জীবনের সাবলিল ধারাপাতে,
বিজয়ীর মাল্য পরে হঠকারী চলনে বাঁচতে বাঁচতে বাঁচতে বাঁচতে বাঁচতে বাঁচতে , ক্রমশ
শ্বাশ্বত শান্তির মত আরাধ্য মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি!
এ পৃথিবী আমার উলটোরথে চলেছে তুমুল বেগে- খুড়িয়ে হলেও আমি যেমন চলছি মন্দ নয় তাও।
.
হে পৃথিবী, হে পৃথিবীর মানুষ,
তোমাদের জরাজীর্ণ জীবনে একফোঁটা অমৃত যদি যোগাতে পারি,
সন্তুষ্ট থাকবো, বিষ যদি উঠে হাতে, কুণ্ঠিত হবোনা তাতেও!
মৃত্যু এবং জীবনদান, জীবনদান এবং মৃত্যু করে করেই জীবনের চিরন্তন চক্র পূর্ণ হবে, হয়, হতেই হবে।
মাঝখানে আমরা হয়তো কিছু স্বাপ্নিক ভাঁড়, স্বপ্ন দেখি, দুস্বপ্ন দেখি, খাই দাই, অভুক্ত থাকি,
আশা নিরাশায় দুলি, দারুণ সব ব্যর্থতা, কষ্ট, হতাশা, ক্রন্দন জমিয়ে জমিয়ে স্ফটিকস্বচ্ছ কবিতার সৌধ গড়ে তুলি!
আমার কাদামাটির মত কোমল হৃদয়ে কবিতার মৃৎশিল্প গড়ি আর
শব্দের রংতুলি হাতে নিয়ে বসে থাকি, সামনে বিমূর্ত মগজের ক্যানভাস!
সেখানে কবিতার মত কিছু আকিবুকি, কাটাকুটি, যুদ্ধ, প্রেম ভালোবাসাকে কবিতার শ্রীরূপ ধরতে দেখি!
.
দারুণ জন্মান্ধ চোখে দৃষ্টি ফোটানো কঠিন,
কিন্তু ততটাও কঠিন নয় এরচেয়েও কঠিন কাজ এ জগতে আছে,
তা হলো,
শিল্পবোধ দেখতে না চাওয়া চোখে শিল্পের প্রতি স্বশ্রদ্ধ অনুরাগ মিশ্রিত দৃষ্টি
জাগিয়ে তোলা!
.
সীমানা প্রাচীর ঘেরা আমাদের মগজের
সুবিশাল নাট্যশালা, আর্ট গ্যালারি,
অথচ সে পাচিলের লোহার দরোজা তবু উন্মুক্ত থাকে অনেকের জন্যই!
অথচ মাঝে মাঝে কোন সুতীব্র মুহূর্তে নিজের জন্যই বন্ধ হয়ে যায়!

১৯-০৫-২০২০
ঢাকা

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

২| ২৫ শে মে, ২০২০ রাত ১২:৪৮

রাজীব নুর বলেছেন: দারুন সুন্দর কবিতা।

২৫ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:১৩

রেজাউল করিম সাগর বলেছেন: ধন্যবাদ

৩| ২৫ শে মে, ২০২০ রাত ১২:৫৬

নেওয়াজ আলি বলেছেন: স্বপ্ন হারা চলে চলবে না । যেত আসুক বিপদ।

২৫ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:১২

রেজাউল করিম সাগর বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.