![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন লক্ষ্যহীন পথিক, পথে নেমেই পথকে চিনি - লক্ষ্যকেও।
জীবনের দ্বান্দ্বিক মুহূর্তে এই হৃদয়ের সব স্বপ্ন আর
উচ্ছাশাগুলো উদ্বন্ধনে ঝোলে।
আশা নিরাশার বৈপরীত্য সুন্দর
আশা নিরাশার বৈপরীত্য কুৎসিত,
আশা নিরাশা বৈপরীত্য অণির্ণেয় এক বোধ,
কখনোবা বিভ্রান্তিকর!
.
আমার ভ্রান্তিগুলো চুরি করে নাও আকাশ,
নক্ষত্রের মত দূরবর্তী আলোর বিন্দু যদি আশা হয়,
তবে নিরাশাই প্রার্থনীয় জেনে
জমে রবে সময়ের বিষবাষ্প এই করোটির ভেতরে,
চিন্তার সাথে লাগাবে জটিল প্যাচ।
মগজের কোষে কোষে হতাশার বাষ্পচূর্ণ হতে থাকে,
নির্লিপ্তির, হতাশার সমুদ্রে ডুবে থাকি প্রতিক্ষণ!
.
অপুর মত নিরুদ্দেশ হলে ভালো হত বোধ করি,
আর লালনের মত গান গেয়ে ফিরতাম পথে পথে,
কোন বন্ধন, সামাজিক ক্লেদ আর সম্পর্কের জটিল ঘূর্ণাবর্ত
পারতোনা ধ্বসিয়ে দিতে হৃদয়ের শাশ্বত তীর্থভূমি,
উড়ন্ত পাখির সাথে উড়ে উড়ে কেটে যেত জীবন!
পরক্ষণে নিজেরই স্বতন্ত্র এক ব্যাক্তিত্ব নৈতিক পুলিশের মত নিজেকে শাসায়;
কালপুরুষের ডাকে সংসার পালিয়ে নিরুদ্দেশ হতে পারিনা আর!
.
হিমাদ্রী নন্দন মৈনাক নই,
সংসারবিমুখ বাউল ফকিরের
নির্লিপ্তি রপ্ত করে ওঠা অসাধ্যই।
নিতান্ত ছাপোষা জীবন কাটানো
আর ছকেবাধা পথে থাকাই আমার মত বাঙালি মধ্যবিত্তের নিয়তি বুঝি?
তবে তাই মেনে নিয়ে হৃদয়কে করে তুলি চিরায়ত স্বপ্নের শ্মশান,
ভবঘুরে কল্পনাদের গোরস্তান!
শুয়ে বসে স্বপ্নপূরণের গর্ভবেদনা বোধ করতে বাধা নেই কোন,
ক্রীঢ়নক জীবনের হাতে আমাদের সকলেই তাই -
নিয়তি নিয়ন্ত্রিত সুদর্শন পুতুল।
১৯-১১-২০২০
হবিগঞ্জ
২৪ শে নভেম্বর, ২০২০ রাত ১:৫৯
রেজাউল করিম সাগর বলেছেন: কোন দিক দিয়ে?
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০২০ রাত ১০:২৩
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।