নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেচ্ছাসেবক(এফওএসএস বাংলাদেশ), গণিত বিভাগে পড়াশুনা করি, প্রচুর পরিমাণে কফি খাই, সোজাসাপটা কথা বলি, আর্চ লিনাক্স ব্যবহার করি, মন ফুরফুরা থাকলে কোডিং শিখি

রিমন সাঁই

আমি আসলে কিছুই জানিনা।

রিমন সাঁই › বিস্তারিত পোস্টঃ

গনপরিবহণ অটোরিক্সার(CNG) মাঝখানের আসন...!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৮



CNG সম্পর্কে নতুন করে বলার কিছু নাই, CNG এর পরিভাষা হচ্ছে “Compressed Natural Gas”। যাই হোক এটা আমার আলোচ্য বিষয় নয়, আমরা সবাই জানি এটি একটি ত্রি-চক্রযান। আমার গল্পটি কিন্তু এই ত্রি-চক্রযান নিয়ে নয়, এই ত্রি-চক্রযানের পেছনের তিনটি সীট নিয়ে। তিনটি সীটের মধ্যে মাঝখানের সীটটি বিশেষ গুরুত্ব বহন করে।

বর্ষাকাল ও শীতকালের আকর্ষনীয় সীট হচ্ছে মাঝখানের সীট। শতমিথ্যা, অজুহাত, ছলচাতুরী করে হলেও মাঝের সীট চাই। এর পেছনে প্রধান কারণ হলো বৃষ্টির ছিটে-ফোঁটা আর শীত থেকে কিঞ্চিৎ রক্ষা পাওয়া। আর তাই যুবক-বৃদ্ধসহ সকল বয়সীরাই এই মাঝখানের আসন পাওয়ার জন্য হার্টের রোগী, সর্দি-কাশি, সাইনোসাইডের রোগী ইত্যাদি হয়ে যায়।

এবার গ্রীষ্মকাল… ! ওহ্ নো… …!!! সুর পাল্টে গেলো ;) মাঝখানের সীটের মত বিচ্ছিরী(বিক্তিকর) কোন সীট-ই হয় না। :P তখন মাঝখানের সীটে না-বসা নিয়ে যত যল্পনা-কল্পনা।
যুবক/যুবতীরাঃ দেখেন মামা(চালককে উদ্দেশ্য করে), আমি কিন্তু মাঝখানে বসতে পারবো না; সমস্যা আছে।
চালকঃ কি সমস্যা ভাগ্নে/ভাগ্নী ?
যুবক/যুবতীরাঃ … … … … B:-/ (উত্তর নেই, মোবাইল ফোনে ব্যস্ত)
চালকঃ চাচা/চাচী আপনি বসেন।
যাত্রীঃ দেখ বাবা(চালক), আমি বৃদ্ধমানুষ মাঝখানে বসলে সমস্যা হয়।( মাঝখানে না-বসার তাল-বাহানা আরকি)
এভাবেই চলতে থাকে ক্ষানিকক্ষণ… … …
অবশেষে, যাত্রীরা ঘড়ির দিকে দু'বার তাকিয়ে…. সবাই বসে যায় CNG-তে। :(( :(( :((

এভাবেই চলতে থাকে নিত্যদিনের যাত্রা… … …

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৫

প্রশ্নবোধক (?) বলেছেন: সবসম্ভবের দেশ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৯

রিমন সাঁই বলেছেন: বিষয়টি নিয়ে আমি সমসময় মজা/আনন্দ পাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.