| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

CNG সম্পর্কে নতুন করে বলার কিছু নাই, CNG এর পরিভাষা হচ্ছে “Compressed Natural Gas”। যাই হোক এটা আমার আলোচ্য বিষয় নয়, আমরা সবাই জানি এটি একটি ত্রি-চক্রযান। আমার গল্পটি কিন্তু এই ত্রি-চক্রযান নিয়ে নয়, এই ত্রি-চক্রযানের পেছনের তিনটি সীট নিয়ে। তিনটি সীটের মধ্যে মাঝখানের সীটটি বিশেষ গুরুত্ব বহন করে।
বর্ষাকাল ও শীতকালের আকর্ষনীয় সীট হচ্ছে মাঝখানের সীট। শতমিথ্যা, অজুহাত, ছলচাতুরী করে হলেও মাঝের সীট চাই। এর পেছনে প্রধান কারণ হলো বৃষ্টির ছিটে-ফোঁটা আর শীত থেকে কিঞ্চিৎ রক্ষা পাওয়া। আর তাই যুবক-বৃদ্ধসহ সকল বয়সীরাই এই মাঝখানের আসন পাওয়ার জন্য হার্টের রোগী, সর্দি-কাশি, সাইনোসাইডের রোগী ইত্যাদি হয়ে যায়।
এবার গ্রীষ্মকাল… ! ওহ্ নো… …!!! সুর পাল্টে গেলো
মাঝখানের সীটের মত বিচ্ছিরী(বিক্তিকর) কোন সীট-ই হয় না।
তখন মাঝখানের সীটে না-বসা নিয়ে যত যল্পনা-কল্পনা।
যুবক/যুবতীরাঃ দেখেন মামা(চালককে উদ্দেশ্য করে), আমি কিন্তু মাঝখানে বসতে পারবো না; সমস্যা আছে।
চালকঃ কি সমস্যা ভাগ্নে/ভাগ্নী ?
যুবক/যুবতীরাঃ … … … …
(উত্তর নেই, মোবাইল ফোনে ব্যস্ত)
চালকঃ চাচা/চাচী আপনি বসেন।
যাত্রীঃ দেখ বাবা(চালক), আমি বৃদ্ধমানুষ মাঝখানে বসলে সমস্যা হয়।( মাঝখানে না-বসার তাল-বাহানা আরকি)
এভাবেই চলতে থাকে ক্ষানিকক্ষণ… … …
অবশেষে, যাত্রীরা ঘড়ির দিকে দু'বার তাকিয়ে…. সবাই বসে যায় CNG-তে।
এভাবেই চলতে থাকে নিত্যদিনের যাত্রা… … …
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৯
রিমন সাঁই বলেছেন: বিষয়টি নিয়ে আমি সমসময় মজা/আনন্দ পাই।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৫
প্রশ্নবোধক (?) বলেছেন: সবসম্ভবের দেশ।